1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভিন্ন জেলায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

১১ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

 Bangladesh National Party and Awami League activitis
আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার নারায়নগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে৷ ছবি: Amir Smith/DW

শনিবার দেশের ভোলা, জামালপুর, গাজীপুর, নাটোরসহ বেশ কয়েক জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন৷ শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান বাজারে এ ঘটনা ঘটে বলে ডেইলি স্টারের এক খবরে বলা হয়৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে উভয়পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে৷

এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে৷ শনিবার সকাল সাড়ে ১০টায় পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে৷ 

পদযাত্রা থেকে বিএনপি কর্মী জাহিদুল ইসলাম জাহিদ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে হুমকি দিয়েছেন বলে ডেইলি স্টারের কাছে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা৷ 

হামলায় গাজীপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নয় নেতাকর্মী আহত হয়েছেন৷ তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷

শনিবার সিরাজগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়৷ ছবি: Asif Ahasanul/DW

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়, সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ 

শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি হুমায়ুন কবির৷ 

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাদ্যমটি জানান, শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য সকালে পাইকপাড়া মোড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জমায়েত হন৷ এ সময় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা৷ পাইকপাড়া মোড়ে উভয় দলের নেতা-কর্মীরা মুখোমুখি হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে৷ 

বিএনপির নির্ধারিত পদযাত্রায় ভোলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে৷ হামলার ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

গুরুতর আহত আট জনকে ভোলা সদর হাসপাতাল ও দুই জনকে চরফ্যাশন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চরফ্যাশনে ওমরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ বাহালুলকে গুরুতর অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে৷

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি, সংঘর্ষের ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন৷ 

উল্লেখ্য, নির্বাচনের আগে নেতা-কর্মীদের সক্রিয় করতে নানা ধরনের কমসূচি পালন করছে দেশের বড় দুই রাজনৈতিক দল৷ শনিবার ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে৷ আর বিএনপি পালন করে পদযাত্রা৷ 

আরআর/এফএস (ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ