1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভেদের রাজনীতি দূর হোক: রাজনীতিকদের প্রত্যাশা

১৬ ডিসেম্বর ২০১১

বাংলাদেশ তার স্বাধীনতার ৪০ বছর পূর্ণ করেছে৷ কিন্তু রাজনৈতিক বিভক্তি আর অস্থিতিশীলতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি আজো, মনে করেন অনেকে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীনেত্রী খালেদা জিয়াছবি: AP/DW

তবে রাজনীতিবিদরা আশা করেন, বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে৷ আর জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত থাকতে হবে৷

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহামেদ মনে করেন, স্বাধীনতার ৪০ বছরেও রাজনীতি সত্যিকার অর্থে রাজনীতিবিদদের হাতে আসেনি৷ রাজনীতিতে আসেনি কোন স্থিতিশীলতা৷ সংসদ আছে কিন্তু তা কার্যকর নয়৷ ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে৷

আর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, আমরা এখন একটি বিভক্ত জাতিতে পরিণত হয়েছি৷ ফলে রাজনীতিতে চলছে অস্থিতিশীল অবস্থা৷ আর এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে প্রজ্ঞাসম্পন্ন দূরদর্শী নেতৃত্ব৷

তিনি বলেন, বাংলাদেশে জাতীয় স্বার্থ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে৷ আছে সম্পূর্ণ বিপরীত মেরুর অবস্থান৷ যা বিশ্বের খুব কম দেশেই দেখা যায়৷ তোফায়েল আহমেদ বলেন, জাতীয় ইস্যুতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে৷ নয়তো আমাদের ব্যর্থতা, হতাশা আরো দীর্ঘ হবে৷

তবে এই দু'জন রাজনীতিবদই আশাবাদী৷ তারা ডয়চে ভেলেকে বলেন, যে জাতি যুদ্ধ করে চরম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে সে জাতি পিছিয়ে থাকতে পারেনা৷ সে জাতির রাজনীতি অবশ্যই পরিশুদ্ধ হবে৷ বিভেদ দূর হবে৷ সৎ রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ