1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভেদ কাটাতে ডিডাব্লিউ গ্লোবাল মিডিয়া ফোরাম

১৯ জুন ২০২৩

মহামারি, জলবায়ু পরিবর্তন, সম্পদের ক্ষয়, যুদ্ধ: মানুষের সামনে আজ নানামুখী চ্যালেঞ্জ৷ কীভাবে এ থেকে বেরুনো যায়? ডয়চে ভেলের ১৬তম গ্লোবাল মিডিয়া ফোরামের লক্ষ্য নানামতের সেতুবন্ধন৷

GMF 2023 | Opening Session | Peter Limbourg
ছবি: Ronka Oberhammer/DW

ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম জিএমএফ-এর এবারের আসরের মূলমন্ত্র হল ‘বিভেদ কাটানো'৷ জার্মানির বনে শহরে সোমবার পর্দা উঠেছে এই সম্মেলনের৷

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গের মতে, এই বিভাজিত পরিস্থিতির জন্য মিডিয়া ও যারা বিভাজনের রাজনীতি করেন, ভুল তথ্য ছড়ান সবার দায়িত্ব নিতে  হবে৷

সংবাদের ধরন, চ্যালেঞ্জ ও বৈশ্বিক সমস্যা মোকাবেলায় এর ভূমিকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় গ্লোবাল মিডিয়া ফোরামেছবি: Philipp Boell/DW

লিমবুর্গ বলেন, ‘‘ভুল তথ্য, ষড়যন্ত্র তত্ত্ব ও পপুলিজম এই শিল্পের জন্য বিরাট চ্যালেঞ্জ৷ সাংবাদিকদের জন্য, আমাদের নিজেদের আচরণের সমালোচনা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷''

গ্লোবাল মিডিয়া ফোরামের উদ্দেশ্য সম্পর্কে লিমবুর্গ বলেন, ‘‘যেহেতু এখানে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা যায়, আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি৷  আপনার প্রশ্ন ও উদ্বেগ শুধু যে আপনার নয়, আরো অনেকেই এমন করে ভাবেন, তা আপনি বুঝতে পারেন৷''

ছবি: Florian Goerner/DW

১২০টিরও বেশি দেশের প্রায় দুই হাজারেরও বেশি অংশগ্রহণকারী জিএমএফ-এর এবারের আসরে অংশ নিচ্ছেন৷ ১৬ বছর ধরে চলা এই আসর জার্মানিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক মিডিয়া সম্মেলন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে৷

উদ্বোধনী অনুষ্ঠানে বেলারুশের একটি দল সঙ্গীত পরিবেশন করে৷ এই দলের সদস্যরা এখন পোল্যান্ড থাকেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন৷ এছাড়া এবারের জিএমএফের আকর্ষণ হলেন এল সালভাদরের অনুসন্ধানী সাংবাদিক অস্কার মার্টিনেজ৷ তিনি এবার ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড পাচ্ছেন৷ আরো থাকছেন লাইবেরিয়ান নোবেল বিজয়ী পিস অ্যান্ড উইমেন অ্যাকটিভিস্ট লেমাহ গবোয়ি৷

জেডএ/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ