1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান সংকট

৫ এপ্রিল ২০১২

বাংলাদেশে ১৬ই এপ্রিল থেকে ৪৮ ঘন্টার বিমান ধর্মঘটের ডাকে বিমানযাত্রীরা বেশ চিন্তিত৷ কারণ এর ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়বে৷ যাত্রীরা মনে করেন, সরকারের উচিত বিমান কর্মীদের সঙ্গে সমঝোতায় আসা৷

ছবি: dapd

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা ‘বিমান' এখন ২০টি আন্তর্জাতিক এবং ৩টি অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ পরিচালনা করছে৷ বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক মুশিকুর রহমান ডয়চে ভেলেকে জানান, ২০০৭ সালে বিমানকে যখন লিমিটেড কোম্পানি করা হয়, তখন বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল৷ কিন্তু ২০০৯ সালে বিমানবাহিনীর সাবেক প্রধান জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের পরিচালনা পরিষদ দায়িত্ব নেয়ার পর, এটা একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে৷

৪৮ ঘন্টার বিমান ধর্মঘটের ডাকে দুশ্চিন্তা বাড়ছেছবি: picture alliance/dpa

মুশিকুর রহমান বলেন, এখন বিমানের দেনার পরিমাণ দেড় হাজার কোটি টাকা৷ এছাড়া, নতুন কেনা বিমানের কিস্তি পরিশোধ করা যাচ্ছেনা৷ এমনকি কর্মচারীদের পেনশনের টাকাও খরচ করে ফেলা হচ্ছে৷ এভাবে চলতে থাকলে দেউলিয়া হয়ে যাবে ‘বিমান'৷

বিমানের পরিচালনা পরিষদ উদ্দেশ্যমূলকভাবে বিমানকে ধ্বংস করছে৷ বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে নিজেরা লাভবান হতে ভাড়া বা লিজে আনা উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করছে৷ তাই এই পরিচালনা পরিষদের অপসারণ ছাড়া বিমানকে বাঁচানো সম্ভব নয় বলে দাবি মুশিকুর রহমানের৷

বিমানকর্মীরা গত ৫ই মার্চ থেকে চেয়ারম্যানসহ পরিচালনা পরিষদের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন৷ এরপর থেকেই চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বলাকা ভবনের অফিসে যাচ্ছেন না৷ তাঁর কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন কর্মচারীরা৷ এখন ১৬ই এপ্রিল সকাল ৬টা থেকে যদি ধর্মঘট শুরু হয়, তাহলে শুধু বিমানের উড়োজাহাজ চলাচলই বন্ধ থাকবেনা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও অচল হয়ে পড়বে৷ কারণ সব বিদেশি এয়ালাইনের উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ নানা ধরনের সেবা দেন বিমান কর্মীরা৷ আর এতে উদ্বিগ্ন যাত্রীরা৷

এদিকে বিমানমন্ত্রী ফারুক খান বিমানের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷ তবে তিনি স্বীকার করেন বিমানের পরিচালনায় আরো দক্ষতা প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ