বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট মিস করার অর্থই হলো বেজায় মেজাজ খারাপ হওয়া৷ আবার কখন দেখা মিলবে ফ্লাইটের, কে জানে! এতটা সময় কী করা যায় একথা ভেবেই যেন রাজ্যের ক্লান্তি ভর করে শরীরে৷
বিজ্ঞাপন
‘রাগলেন তো হেরে গেলেন’ - সম্ভবত এই মন্ত্রে দীক্ষিত এক যাত্রীরই দেখা মিলল, যিনি ফ্লাইট মিস করেও মনের আনন্দে বিমানবন্দরে নাচতে শুরু করেছেন৷ অল্প সময়েই বেশ জমিয়ে ফেলেন তিনি৷ উচ্ছ্বল এই নারী অল্প সময়েই নাচের দলে ভিড়িয়ে ফেলেন অন্যান্য যাত্রী, বিমানবন্দরের কর্মী, এমনকি আশেপাশের দোকানদারদেরও৷
সম্প্রতি নর্থ ক্যারোলিনার চার্লোট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে মাশহিদ মাজুজি নামে এক নারী কানেক্টিং ফ্লাইট মিস করেন৷ তাতে মেজাজ খারাপ না করে তাৎক্ষণিকভাবেই সময়টাকে উপভোগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি৷ শুরু করে দেন নাচ৷ তাঁর চমৎকার নাচে একে একে যোগ দিতে থাকেন অনেকেই৷ সবার অংশগ্রহণে উপভোগ্য হয়ে উঠেছিল সময়টা৷ জায়গাটি যে বিমানবন্দর, সেটিও ভুলে গিয়েছিলেন তাঁরা৷ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার দুদিনের মধ্যেই ৭৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলে এটি৷
শেষ সময়েও হাসিমুখেই পরের ফ্লাইট ধরতে দেখা যায় মাশহিদ মাজুজিকে৷
এএম/এসিবি
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে কাস্টমস যেসব অদ্ভূত জিনিস আটকে দেয়
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কাস্টমস বা শুল্ক কর্মকর্তারা ২০১৬ সালে তাদের প্রতিবেদনে যেসব জিনিসের উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে বিশেষ কিছু জিনিসের তালিকা দেয়া হলো৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
‘অবৈধ’ ছুরি
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রায় প্রতিদিনই অবৈধ ও নিষিদ্ধ জিনিসপত্র ধরা পড়ে৷ কোনো কোনো সময় জানাও যায় না এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় নেয়া হচ্ছে৷ কিন্তু যারা নিয়ে যায়, তারা জানে এটা অবৈধ৷ এই ধরণের ড্যাগার বা ছুরি বহন জার্মানির অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে লঙ্ঘণ করে৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল স্নিকার
রিবোক, নাইকি, আডিডাসের মতো বড় বড় ব্র্যান্ডের স্নিকার বা জুতোর লেবেল নকল করে যেসব জুতো বানানো হয়, সেটাও এক ধরনের অপরাধ৷ আর তাই কাস্টমস অফিসাররা এগুলোও বিমানবন্দর থেকে জব্দ করেন৷ রিবোকের এই স্নিকারটি এপ্রিলের প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তারা৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল নখ কাটার যন্ত্র
অনেক সময় শুল্ক কর্মকর্তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় প্রতিটি জিনিসের দিকে৷ গত বছর নখ কাটার এই যন্ত্রগুলো জব্দ করেছিলেন তারা, যেটা আসলে সলিঙ্গেনের তৈরি নয়৷ এটাও জালিয়াতির আর একটা দৃষ্টান্ত৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
আসল হাতির দাঁতের জিনিস
প্রতি বছর বিপুল পরিমাণে হাতির দাঁত বা দাঁতের তৈরি জিনিস পাচার হয়৷ ‘আইভরি’র বেচা-কেনা হুমকির মুখে থাকা এই প্রাণিদের বাঁচাতে আন্তর্জাতিক বাণিজ্যের ওয়াশিংটন কনভেশনের লঙ্ঘণ৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
ইলেকট্রনিক পাল্স লাইটার
এই ইলেকট্রনিক পাল্স সিগারেট লাইটারের বিদ্যুৎ অনেক উচ্চ মাত্রার, যা বিমানবন্দরের আইনের লঙ্ঘণ৷ এটিও জব্দ করেছিলেন কর্মকর্তারা৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল লেগো
চীনে তৈরি নকল এই লেগোটিও বিমানবন্দরে জব্দ করা হয়েছিল, কারণ, আসল লেগো’র পুরোপুরি নকল এটি৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
পোস্ট করা অস্ত্রশস্ত্র
পাচার করার সময় অনেক সময় অস্ত্র ও গোলাবারুদও জার্মান কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়ে৷