1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দর থেকে সন্ত্রাসী সন্দেহে ফিরে যেতে হল মা ছেলেকে

১৬ জানুয়ারি ২০১০

এক গৃহবধূ এবং তাঁর দুই বছরের শিশুপুত্রকে বৈধ ভিসা থাকা স্বত্ত্বেও ভারতে ঢুকতে দেওয়া হল না তাঁদের নাম সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলে যাওয়ার কারণে৷ নিউজিল্যান্ড থেকে আসা ওই অনাবাসী ভারতীয় পরিবার এই ঘটনায় হতভম্ব৷

মুম্বইয়ের সন্ত্রাসী হামলার পর অভিবাসন আইন আরও কড়া করেছে ভারতছবি: AP

নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ভারতে আসছিলেন শ্রীমতী শুভনিত কাউর৷ সঙ্গে ছিল তাঁর দুই বছরের শিশুপুত্র৷ দীর্ঘ কুড়ি ঘণ্টার ক্লান্তিকর বিমানযাত্রার পর নতুন দিল্লী বিমানবন্দরে নামেন শুভনিত এবং তাঁর পুত্র৷ পাসপোর্টে বৈধ ভিসা ছিল তাঁদের৷ এরপরেও অভিবাসন দপ্তর সূত্রে জানানো হয়, দুজনকেই নিউজিল্যান্ডে ফিরে যেতে হবে৷ বলা হয়, সন্ত্রাসবাদীদের নামের কালো তালিকায় এই দুজনের নামই রয়েছে৷ ভারত সরকার তাদের দেশে ঢুকতে দেবে না৷ ফলে কিছুক্ষণের মধ্যেই নিউজিল্যান্ডগামী একটি বিমানে দু'জনকে উঠিয়ে দেওয়া হয়৷ আবার কুড়ি ঘণ্টার বিমানযাত্রা, ফিরে যায় মা ও ছেলে সেই নিউজিল্যান্ডেই৷

নতুন দিল্লী বিমানবন্দরে শুভনিতকে টানা চার ঘণ্টা ধরে জেরা করে পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের সদস্যরা৷ জানতে চাওয়া হয় তাঁর নাম কেন সন্ত্রাসবাদীদের তালিকায় রয়েছে৷ ঘটনার আকস্মিকতায় হতভম্ব কাউর পরিবার৷ নিউজিল্যান্ডের সংবাদপত্রগুলিও বেশ হৈচৈ শুরু করেছে এই ঘটনা নিয়ে৷ অকল্যান্ড শিখ সোসাইটির সদস্য, পেশায় প্রোমোটার শুভনিতের স্বামী রনভীর লালি সিং এর প্রশ্ন, তাঁর স্ত্রী এবং দুই বছরের সন্তানের নামের সঙ্গে সন্ত্রাসবাদীদের নামের মিল থাকলে কী করে তাঁরা নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ভারতীয় হাইকমিশন থেকে ভিসা পেলেন? অকল্যান্ডের ভারতীয় হাইকমিশন এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি৷ তারা বলেছে পুরো বিষয়টি তারা প্রথমে খতিয়ে দেখতে চায়৷

ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাওয়ার পর থেকে অভিবাসন সংক্রান্ত আইনকানুন অনেক কড়া করে দিয়েছে ভারত সরকার৷ কিন্তু অনাবাসী ভারতীয়দের এরকম নাকাল হওয়ার কিছু ঘটনাও একইসঙ্গে মাথাচাড়া দিচ্ছে৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ