প্লেনের লকারে ব্যাগ রাখার স্থান সংকুলান নিয়ে মাঝেমধ্যেই পোহাতে হয় বিপত্তি৷ কিন্তু যেখানে লাগেজ বাঁকা করে রাখলেই হয়, অথচ সেটাই আপনি বুঝতে পারছেন না, এমন ঘটনা নিশ্চয়ই সহসা ঘটে না৷
বিজ্ঞাপন
এমন এক ঘটনা ঘটিয়ে ভাইরাল হয়েছেন এক যাত্রী৷ ঘটনাটি কোন বিমানের, তা অবশ্য জানা যায়নি৷
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যাত্রী অনেকক্ষণ ধরে তাঁর মাথার ওপরের লকারে এক স্যুটকেস ঢোকানোর চেষ্টা করছেন৷ একবার না পেরে নানাভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢোকানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি৷
কিন্তু একটা ব্যাপার তিনি বুঝতেই পারছিলেন না, খাড়া না রেখে শুইয়ে দিলেই লকারে অনায়াসে জায়গা হয়ে যায় লাগেজটি৷
একসময় তাঁর সাহায্যে এগিয়ে আসেন এক বিমানবালা৷ বিষয়টা বুঝিয়ে দেয়ার সাথে সাথে ব্যাগ বাঁকা করতেই মুহূর্তের মধ্যে লকারে ঢুকে যায় সেটি৷
ভিডিওতে সেই যাত্রীর নির্বুদ্ধিতা নিয়ে সহযাত্রীদের হাসাহাসি করতে দেখা যায়৷ ল্যারি লি নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ ল্যারি সাথে লিখেও দিয়েছেন, ‘আসলেই! এ ধরনের মানুষ পৃথিবীতে টিকে আছে কীভাবে?!'
ভিডিওতে অনেকেই অবশ্য সেই ‘বোকা' যাত্রীর পক্ষে যুক্তি দেখিয়েছেন৷ তাঁরা বলছেন, ক্লান্তি, মানসিক চাপ বা অন্যমনস্কতার কারণে এমন হতেই পারা, তবে তা নিয়ে হাসাহাসি করা ঠিক নয়৷
কেউ কেউ আবার ল্যারি এবং অন্য যাত্রীদের সমালোচনা করেছেন সেই যাত্রীকে সাহায্য না করে তাঁর দুর্ভোগ ভিডিও করা ও তাঁকে নিয়ে হাসাহাসি করার জন্য৷
ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে এক কোটি বারেরও বেশি বার৷ শেয়ার হয়েছে প্রায় সোয়া দুই লাখ বার৷
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১৬টি বিমানযাত্রা
বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সময় বাঁচাতে বিমানযাত্রাকে বেছে নেন৷ কিন্তু বিশ্বে এমন কিছু বিমানযাত্রা আছে, যেগুলোতে দীর্ঘসময় ব্যয় হয়৷ ছবিঘরে জেনে নিন এমন কয়েকটি দীর্ঘ বিমানযাত্রার কথা৷
ছবি: picture alliance/dpa/W.Mendorf
দিল্লি থেকে সান ফ্রান্সিসকো
এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘ আকাশ পথ৷ ১৫ হাজার ১৪০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ভারত ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায়৷ ১৫ থেকে ১৬ ঘণ্টা লাগে গন্তব্যে পৌঁছাতে৷
ছবি: picture alliance/dpa
দুবাই থেকে অকল্যান্ড
সময়ের হিসাবে দুবাই থেকে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের বিমানযাত্রা সবচেয়ে দীর্ঘ৷ ১৪ হাজার ২০০ কিলোমিটার পথ একটানা পাড়ি দিতে এমিরেটসের ফ্লাইটগুলোর সময় লাগে ১৬ থেকে সোয়া ১৭ ঘণ্টা৷
ছবি: Getty Images/Afp/Behrouz Mehri
দোহা থেকে অকল্যান্ড
এমিরেটসের পর কাতার এয়ারলাইন্স অকল্যান্ডে সরাসরি ফ্লাইট চালু করে ২০১৭ সালে৷ দোহা থেকে অকল্যান্ড ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে ১৬ থেকে সাড়ে ১৭ ঘণ্টা৷
ছবি: Airbus S.A.S. Photo by master films/A. Doumenjou
লস এঞ্জেলেস থেকে সিঙ্গাপুর
ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট এই দূরত্ব অতিক্রম করে ১৫ ঘণ্টা ১৫ মিনিট থেকে ১৭ ঘণ্টা ৫৫ মিনিটে৷ এর জন্য ১৪ হাজার ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়৷ ২০১৭ সালের ২৬ শে অক্টোবর থেকে এই রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/L. Faerberg
ডালাস থেকে সিডনি
কোয়ান্টাস এয়ারলাইন্সের বিমান ১৩ হাজার ৭৯৯ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায় ১৬ ঘণ্টা ৫০ মিনিট থেকে ১৭ ঘণ্টা ১০ মিনিটে৷ ২০১৪ সালের ২৯শে সেপ্টেম্বর এই ফ্লাইট চালু হয়েছে৷
ছবি: dapd
সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর
সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটের গন্তব্যে পৌঁছাতে ১৬ ঘণ্টা ৩০ মিনিট থেকে ১৭ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে৷ ২০১৬ সালে এই রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে৷
ছবি: Airbus S.A.S. 2016/photo: MasterFilms, H. Gousse
জোহানেসবার্গ থেকে আটলান্টা
ডেল্টা এয়ারলাইন্সের বিমান ১৩ হাজার ৫৮২ কিলোমিটার পথ ১৬ ঘণ্টা ৩ মিনিট থেকে ১৬ ঘণ্টা ৫৫ মিনিটে পাড়ি দেয়৷ ২০০৯ সালের পহেলা জুন এই রুটে বিমান চলাচল শুরু হয়েছে৷
ছবি: picture alliance/AP Photo/D. Goldman
আবুধাবি থেকে লস এঞ্জেলেস
ইত্তিহাদ এয়ারওয়েজের বিমান ১৩ হাজার ৪৭৩ কিলোমিটার পথ পাড়ি দিতে ১৬ ঘণ্টা ৩৫ মিনিট থেকে ১৬ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় নেয়৷ ২০১৪ সালের ১ জুন থেকে এই রুটে বিমান চলাচল শুরু হয়৷
ছবি: picture-alliance/AP Photo/K. Jebreili
দুবাই থেকে লস এঞ্জেলেস
এমিরেটস এয়ারলাইন্সের বিমান ১৩ হাজার ৩৯১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেয় ১৬ ঘণ্টা থেকে ১৬ ঘণ্টা ২০ মিনিট৷ ২০০৮ সালের ২৬ শে অক্টোবর এই রুটে বিমান চলাচল শুরু হয়৷
ছবি: Karim Sahiba/AFP/Getty Images
জেদ্দা থেকে লস এঞ্জেলেস
সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ১৩ হাজার ৩৮১ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে সময় নেয় ১৬ ঘণ্টা ১০ মিনিট থেকে ১৬ ঘণ্টা ৪০ মিনিট৷ ২০১৪ সালের ৩১ শে মার্চ এই রুটে বিমান চলাচল শুরু হয়েছে৷
ছবি: picture alliance/landov
দোহা থেকে লস এঞ্জেলেস
কাতার এয়ারওয়েজের বিমান এই পথ পাড়ি দিতে সময় নেয় ১৬ ঘণ্টা থেকে ১৬ ঘণ্টা ২০ মিনিট৷ ২০১৬ সালের পহেলা জানুয়ারি থেকে এই রুটে বিমান চলছে৷
ছবি: picture alliance/dpa/epa/Stringer
টরন্টো থেকে ম্যানিলা
১৩ হাজার ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে ফিলিপাইন্স এয়ারলাইন্সের সময় লাগে ১৫ ঘণ্টা ৩০ মিনিট থেকে ১৬ ঘণ্টা ৩০ মিনিট৷ ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর সরাসরি এই ফ্লাইট চালু হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভ্যানকুভার থেকে মেলবোর্ন
এয়ার ক্যানাডার বিমান ১৩ হাজার ১১৫ কিলোমিটার পথ পাড়ি দেয় ১৫ ঘণ্টা ৪০ মিনিট থেকে ১৫ ঘণ্টা ৫০ মিনিটে৷ ২০১৭ সালের পহেলা ডিসেম্বর এই রুটে বিমান চলাচল শুরু হয়৷
ছবি: Star Alliance
দুবাই থেকে হিউস্টন
এমিরেটস এয়ারলাইন্সে ১৩ হাজার ১১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ১৬ ঘণ্টা ১৫ মিনিট থেকে ১৬ ঘণ্টা ৪৫ মিনিট৷ ২০০৭ সালের ৩রা ডিসেম্বর এই রুটে সরাসরি বিমান চালু হয়৷
ছবি: picture alliance/dpa/T.Scholz
দুবাই থেকে সান ফ্রান্সিসকো
১২ হাজার ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে এমিরেটস এয়ারলাইন্সের সময় লাগে ১৫ ঘণ্টা ৫০ মিনিট থেকে ১৬ ঘণ্টা ১৫ মিনিট৷ ২০০৮ সালের ১৫ ডিসেম্বর এই রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়৷
ছবি: picture alliance/AP Photo/M. Jose Sanchez
ডালাস থেকে হংকং
অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমান ১৩ হাজার ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেয় ১৬ ঘণ্টা ২০ মিনিট থেকে ১৭ ঘণ্টা৷ ২০১৪ সালের ১১ জুন এই রুটে ফ্লাইট চালু হয়৷