1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানযাত্রীর অদ্ভুত লাগেজ বিভ্রাট

২০ জুলাই ২০১৮

প্লেনের লকারে ব্যাগ রাখার স্থান সংকুলান নিয়ে মাঝেমধ্যেই পোহাতে হয় বিপত্তি৷ কিন্তু যেখানে লাগেজ বাঁকা করে রাখলেই হয়, অথচ সেটাই আপনি বুঝতে পারছেন না, এমন ঘটনা নিশ্চয়ই সহসা ঘটে না৷

Malaysia Islamische Fluggesellschaft Rayani Air
ছবি: picture-alliance/AP Photo/J. Paul

এমন এক ঘটনা ঘটিয়ে ভাইরাল হয়েছেন এক যাত্রী৷ ঘটনাটি কোন বিমানের, তা অবশ্য জানা যায়নি৷

টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যাত্রী অনেকক্ষণ ধরে তাঁর মাথার ওপরের লকারে এক স্যুটকেস ঢোকানোর চেষ্টা করছেন৷ একবার না পেরে নানাভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢোকানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি৷

কিন্তু একটা ব্যাপার তিনি বুঝতেই পারছিলেন না, খাড়া না রেখে শুইয়ে দিলেই লকারে অনায়াসে জায়গা হয়ে যায় লাগেজটি৷

একসময় তাঁর সাহায্যে এগিয়ে আসেন এক বিমানবালা৷ বিষয়টা বুঝিয়ে দেয়ার সাথে সাথে ব্যাগ বাঁকা করতেই মুহূর্তের মধ্যে লকারে ঢুকে যায় সেটি৷

ভিডিওতে সেই যাত্রীর নির্বুদ্ধিতা নিয়ে সহযাত্রীদের হাসাহাসি করতে দেখা যায়৷ ল্যারি লি নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ ল্যারি সাথে লিখেও দিয়েছেন, ‘আসলেই! এ ধরনের মানুষ পৃথিবীতে টিকে আছে কীভাবে?!'

ভিডিওতে অনেকেই অবশ্য সেই ‘বোকা' যাত্রীর পক্ষে যুক্তি দেখিয়েছেন৷ তাঁরা বলছেন, ক্লান্তি, মানসিক চাপ বা অন্যমনস্কতার কারণে এমন হতেই পারা, তবে তা নিয়ে হাসাহাসি করা ঠিক নয়৷

কেউ কেউ আবার ল্যারি এবং অন্য যাত্রীদের সমালোচনা করেছেন সেই যাত্রীকে সাহায্য না করে তাঁর দুর্ভোগ ভিডিও করা ও তাঁকে নিয়ে হাসাহাসি করার জন্য৷

ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে এক কোটি বারেরও বেশি বার৷ শেয়ার হয়েছে প্রায় সোয়া দুই লাখ বার৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ