1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ভিডিও ভাইরাল

Sanjiv Burman১৫ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী বিমানের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক গণমাধ্যমে৷ সেখানে দেখা যাচ্ছে ইমারজেন্সি ল্যান্ডিংয়ের পর যাত্রীদের নামার দৃশ্য৷

Benazir Flughafen  Islamabad
ছবি: picture alliance/dpa

বিমানের কোথাও আগুন ধরে গিয়েছিল৷ তাই কেবিনের ভেতর ধোঁয়া উঠছিল৷ আর তাতেই দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে৷

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি জরুরি ল্যান্ডিং করে টেক্সাসে৷ ডালাসে যাবার কথা ছিল এটির৷ এরপর যাত্রীরা বিমান থেকে নামার জন্য হুড়োহুড়ি করছেন৷ লাফিয়ে নামছেন বিমানের উইং দিয়ে৷

ব্র্যান্ডন কক্স নামের এক যাত্রী ভিডিওটি করেছেন৷ তার ভিডিও করা দেখেও বোঝা যায় যে, তিনিও আতঙ্কিত ছিলেন৷ তিনি বলছিলেন যে, প্রায় আট ফুট উচ্চতা লাফিয়ে বা স্লাইড করে নামতে হচ্ছিল যাত্রীদের৷

‘‘খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল৷ তবে সবাই নিরাপদে নামতে পেরেছেন৷'' গণমাধ্যমকে বলছিলেন কক্স৷

বিমানটিতে ১৪০ জন যাত্রী ছিলেন৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ