1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলন্ত ইঞ্জিনে আটকে মৃত্যু!

১৮ ডিসেম্বর ২০১৫

ঘটনাটা দু'দিন আগের, কিন্তু ভয়াবহ৷ ‘পুশব্যাক'-এর সময় পাইলট ও গ্রাউন্ড স্টাফের মধ্যে সমন্বয়ের অভাবে এয়ার ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ারের শরীরটা ঢুকে যায় চলন্ত ইঞ্জিনের মধ্যে৷ আর সঙ্গেই সঙ্গেই মৃত্যু!

Flugzeug Air India
ছবি: Reuters/Mani Rana

বুধবার রাত৷ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অতি পরিচিত এয়ারবাস এ-৩১৯-এর চলন্ত ইঞ্জিনে ঢুকে গেল রবি সুব্রহ্মণমের শরীরটা৷ বিশ্বাস হচ্ছে না? ঘটনাটি অনেকটা এরকম৷

ঘটনাটা কিন্তু অসম্ভব মনে হলেও সত্য৷ জানা যায়, সে সময় রবির সামনে এয়ার ইন্ডিয়ার আরো একজন কর্মী ছিলেন৷ কিন্তু বিমানের অস্বাভাবিক গতিবিধি বুঝতে পেরেই সে নাকি মাটিতে বসে পড়ায় প্রাণে বেঁচে যান৷

কিন্তু রবির এই মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ী? প্রত্যক্ষদর্শী সেই ‘হেল্পার' জানান, ‘‘পুশব্যাক-এর সময় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং' পদ্ধতি ব্যবহার না করার কারণেই মাশুল গুনতে হলো রবি সুব্রহ্মণমকে৷''

তাঁর কথায়, ‘‘পুশব্যাক-এর সময় কোনো চক ব্যবহার করা হয়নি৷ আসলে বিমানের চাকার তলায় একটি বিশেষ জিনিস লাগানো থাকে, তাকেই বলে ‘চক'৷ এটা ব্যবহার করলে বিমানের চাকা নিজে থেকে চলতে পারে না৷ কিন্তু রবির কোনো নির্দেশই গ্রাহ্য করেননি পাইলট৷ আর তার ফলেই বিমানের দু'টো ইঞ্জিন আচমকা চালু হয়ে যায়৷ সে সময় কেউ খেয়ালই করেনি যে, রবি তখনও কানে হেডসেট নিয়ে ইঞ্জিনের দিকে পিছন করে দাঁড়িয়েছিলেন৷''

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ