1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের জন্য টেকসই জ্বালানি

৪ নভেম্বর ২০২০

বিমানের জন্য বিকল্প ও টেকসই জ্বালানি উৎপাদনের একাধিক প্রচেষ্টা পুরোদমে চলছে৷ প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতার পাশাপাশি ব্যয়ভারও এমন উদ্যোগের সাফল্যের চাবিকাঠি৷ হামবুর্গ শহরের এক শোধনাগার এ ক্ষেত্রে বেশ অগ্রসর হচ্ছে৷

ছবি: picture-alliance/dpa/S. Stein

প্রযুক্তির উন্নতির দৌলতে নানা পদ্ধতির মাধ্যমে আজই জেট ফুয়েল কৃত্রিমভাবে ও অনেক ক্ষেত্রে টেকসই পদ্ধতিতে উৎপাদন করা সম্ভব৷ যেমন বড় অ্যালজি খামারে সেটা করা যেতে পারে৷ বহুকাল ধরে বিমান সংস্থাগুলি সেই পথে অগ্রসর হচ্ছে, কিন্তু এখনো তেমন কার্যকর ফল পাওয়া যায় নি৷ বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া এখনো বেশ জটিল ও ব্যয়বহুল৷

শেষ পর্যন্ত যে সংস্থা সস্তায় ও বড় আকারে কৃত্রিম জেট ফুয়েল তৈরি করতে পারবে, সেই সাফল্যের মুখ দেখবে৷ হাইডে শোধনাগারের প্রধান ইয়ুর্গেন ভলশ্লেগার বলেন, ‘‘বাস্তব ঘটনা হলো, এখনো পর্যন্ত এই সব প্রকল্পের অর্থনৈতিক ফায়দা নেই৷ কার্বনের ব্যবহার কমানো ও জ্বালানীর ক্ষেত্রে পরিবর্তন নিয়ে বর্তমান বিতর্কের কারণেই বিষয়টি আলোচিত হচ্ছে৷’’

ইয়ুর্গেন ভলশ্লেগার জার্মানির উত্তরে হাইডে শোধনাগারের প্রধান৷ সেখানে হামবুর্গ বিমানবন্দরের জন্য জ্বালানী পরিশোধন করা হয়৷ তা সত্ত্বেও সেই প্রতিষ্ঠান বিমানের জ্বালানীর ক্ষেত্রে পরিবর্তনের অংশ হতে চায়৷ কারণ ভলশ্লেগার ভবিষ্যতে সেখানে টেকসই জেট ফুয়েল উৎপাদনের নির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন৷ তিনি সূর্যের রশ্মির বদলে অব্যবহৃত বায়ুশক্তি কাজে লাগাতে চান৷ তিনি বলেন, ‘‘এখানে বিশাল পরিমাণ বিদ্যুৎ রয়েছে৷ তবে গ্রিডে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ থাকায় প্লান্ট বন্ধ রেখে তা উৎপাদন করা হচ্ছে না৷ প্রথম ধাপে সেই অব্যবহৃত বিদ্যুৎ হাইড্রোজেনে রূপান্তরিত করে দ্বিতীয় ধাপে সেই হাইড্রোজেন থেকে জেট ফুয়েলের মতো কৃত্রিম জ্বালানি তৈরি করাই হলো আমাদের আইডিয়া৷’’

বিশেষ এই ‘পাওয়ার টু লিকুইড’ পদ্ধতির একটি সুবিধা রয়েছে৷ জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে নির্গমনের বদলে আশেপাশের কারখানা সেটি শুষে নিয়ে পানি ও বিদ্যুতের মতো উপাদান কাজে লাগিয়ে জ্বালানীতে রূপান্তরিত করতে পারে৷ অর্থাৎ এই কৃত্রিম জেট ফুয়েল পোড়ালে নতুন করে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হবে না, বরং পুরানো গ্যাস পুনর্ব্যবহার করা হবে৷

বিমান চলাচলের ক্ষেত্রে জলবায়ুর ক্ষতি এড়ানোর উদ্যোগে ভারী শিল্পশাখা সত্যি কি সমাধানসূত্রের অংশ হতে পারে? ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের টিমো ভাসারমান বলেন, ‘‘জ্বালানী থেকে হাইড্রোকার্বন বার করা ও তা সামলানোর জ্ঞান শোধনাগারগুলির কাছে রয়েছে৷ এই সব প্লান্টের বর্তমান অবকাঠামো ও উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ‘পাওয়ার টু লিকিউড’ প্লান্টও চালানো সম্ভব৷’’

পাঁচ বছরের মধ্যে এই প্লান্টে জার্মান বিমান সংস্থা লুফটহানসার জন্য কৃত্রিম জেট ফুয়েল উৎপাদনের পরিকল্পনা রয়েছে৷ ইয়ুর্গেন ভলশ্লেগার বলেন, ‘‘প্রথম পর্যায়ে আমরা হামবুর্গ বিমানবন্দরের পাঁচ শতাংশ চাহিদা মেটানোর লক্ষ্যমাত্রা স্থির করেছি৷’’

ভবিষ্যতে বিভিন্ন সূত্র থেকে টেকসই জেট ফুয়েলের ব্যবস্থা করতে হবে৷ কম খরচে এই বিকল্প জ্বালানি উৎপাদন করাই হবে সাফল্যের চাবিকাঠি৷ তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে৷ ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা অর্ধেক করতে হলে বিমান পরিবহন ক্ষেত্রকে জুরিখ ও হামবুর্গের মতো প্রকল্পের উপর নির্ভর করতে হবে৷

ক্রিস্টিয়ান অফনব্যার্গ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ