1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের টিকিটে কর বসাচ্ছে ফ্রান্স

১৪ জুলাই ২০১৯

ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া বিমানের টিকিট কাটার সময় যাত্রীদের সবুজ কর দিতে হবে৷ আগামী বছর থেকে এই নিয়ম চালু করছে ফ্রান্স৷

Paris Air France Flugzeug Charles de Gaulle Roissy Flughafen
ছবি: picture-alliance/AP Photo/C. Ena

এই কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহণ চালুতে ব্যয় করা হবে৷

পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণির একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো সবুজ কর দিতে হবে৷ আর বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো৷ 

আর ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণির জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ফলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহণমন্ত্রী এলিজাবেথ বর্ন৷ শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়৷

এয়ার ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা৷ টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ৷

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটিএ’ও টিকিটে কর বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে৷ এই ধরনের পদক্ষেপ ‘কার্যকরী’ কিনা, সে বিষয় সংশয় প্রকাশ করেছে সংস্থাটি৷ তারা বলছে, এমন কর বসিয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো গেছে বলে প্রমাণ দিতে পারেনি কোনো সরকার৷

গতবছর এপ্রিল মাসে সুইডেন বিমানের টিকিটে ৪০ ইউরো পর্যন্ত কর বসায়৷ 

সে দেশের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনব্যার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন৷ তাঁর কারণে সুইডেনে ‘ফ্লাইট শেমিং’ নামে একটি মুভমেন্ট শুরু হয়েছে৷ এর মাধ্যমে বিমানে চড়া যাত্রীদের লজ্জার অনুভূতি দেয়ার চেষ্টা করা হয়৷ কারণ সব পরিবহণ মাধ্যমের মধ্যে বিমানের কারণেই পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷

জেডএইচ/জেডএ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ