1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের মামলার বাদীর ভূমিকা নিয়ে প্রশ্ন

২২ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের আটক করা হয়েছে৷ তবে প্রশ্ন উঠেছে মামলার বাদীকে নিয়ে৷

প্রতীকী ছবি
ছবি: dapd

পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট' সিটিটিসি বুধবার রাতে সাত জনকে আটক করেছে৷ বাকি দু’জন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন৷ আটক সাতজন হলেন: বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন৷

প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করেন৷

মঙ্গলবার রাতে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘‘প্রধানমন্ত্রীর বুদাপেস্ট সফরের জন্য বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর, উড়োজাহাজটিকে নিযুক্ত করা হয়৷ যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য ২৬ নভেম্বর উড়োজাহাজটি বিমানের নিজস্ব হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়৷ উড়োজাহাজটির অয়েল প্রেসার সেন্সর মেরামত করা হয়৷ অয়েল প্রেসার সেন্সর ও বি-নাট এর অবস্থান কাছাকাছি৷ মেরামতে নিয়োজিত ব্যক্তিদের হস্তক্ষেপে ওয়েল প্রেসার সেন্সরের পাশে অবস্থিত বি-নাট ঢিলা করা হয়েছে৷ ওই কারণ ছাড়াও মেরামতের সময় ধাক্কা দেয়ার ফলে বি-নাট ঢিলা হতে পারে৷ উভয় কর্মকাণ্ড নাশকতা হতে পারে৷''

বাদীকে নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের রক্ষণাবেক্ষণ কাজে যাঁরা নিয়োজিত ছিলেন এজাহারে তাঁদের সবাইকে আসামি করা হয়েছে৷ কিন্তু মামলার বাদীকে নিয়ে প্রশ্ন উঠেছে৷ কারণ বাদী বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান যে বিভাগ ত্রুটির জন্য দায়ী সেই বিভাগেরই প্রধান৷

সাধারণ নিয়মে বিমানের সব মামলা দায়ের করে আইন শাখা৷ কিন্তু তা না করে ত্রুটির জন্য দায়ী বিভাগের প্রধান মামলা করায় প্রশ্ন উঠেছে৷ একাধিক সূত্র দাবি করেছে, নিজেকে বাঁচাতে নিজেই বাদী হয়ে মামলা করেছেন আসাদুজ্জামান৷

এ বিষয়ে বিমানের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি৷ বিমানের জনসংযোগ বিভাগের প্রধান শাকিল মেরাজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে পারব না৷''

‘বাদী জড়িত হলে তাঁকেও আটক করা হবে'

মাসুদুর রহমান

This browser does not support the audio element.

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কাউন্টার টেররিজম ইউনিট মামলার তদন্ত শুরু করেছে মাত্র৷ আটক সাত জনকে রিমান্ডে নেয়া হয়েছে৷ এখন তাঁদের জিজ্ঞাসাবাদে স্পষ্ট হবে তাঁদের বাইরে আরো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কে বাদী আর কে বাদী নয় সেটা মুখ্য নয়৷ তদন্তে যদি দেখা যায় বাদীও ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তাঁকেও গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে কোনো বাধা নেই৷''

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বুদাপেস্ট যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয়৷ দীর্ঘ চার ঘণ্টা লাগে ত্রুটি সারাতে৷

বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু ছিলেন৷ ‘রাঙা প্রভাত' নামের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটির ফুয়েল ট্যাংকারের নাট-বল্টু ঢিলা থাকায় ফুয়েল প্রেসার কমে যাওয়ায় ঐ বিপত্তি ঘটেছিল৷

এ বিষয়ে আপনার কি কিছু বলার আছে? তাহলে লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ