1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের রুট পরিবর্তন করে পরিবেশের ক্ষতি কমানোর চেষ্টা

৬ মে ২০২৫

জলবায়ু পরিবর্তনে অনেক বেশি নেতিবাচক প্রভাব রাখছে বিমান চলাচল খাত৷ একটি বিমান এক কিলোমিটার পথ পাড়ি দিতে যে পরিমাণ কার্বন নির্গমন করে, তা অন্য যে-কোনো বাহনের চেয়ে বেশি৷

কনট্রেইল  নির্গমন করে একটি বিমান উড়ে যাচ্ছে
কনট্রেইলের নির্গমনে জলবায়ুর উপর প্রভাব ধারণার চেয়ে তিনগুণ বেশি হতে পারেছবি: Nicolas Economou/picture alliance

এছাড়া বিমানের কনডেনসেশন ট্রেইল বা কনট্রেইলও পরিবেশের অনেক ক্ষতি করছে৷ বিমান চলার পথে কিছু পরিবর্তন এনে এই ক্ষতি কমানো সম্ভব হতে পারে৷

বিমান চলাচল খাত পরিবেশের যে ক্ষতি করে, তার এক-তৃতীয়াংশের জন্য দায়ী বিমানের জ্বালানি পোড়ানো থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, যা কনট্রেইল নামে পরিচিত৷ একটি ফ্লাইটের অর্ধেকেরও বেশি গ্রিনহাউস প্রভাবের জন্য কনট্রেইল দায়ী৷ এগুলি মূলত প্রায় ১১ হাজার মিটার উচ্চতায় চলাচল করা বড় যাত্রী ও পণ্যবাহী বিমান থেকে নির্গত হয়৷ ঐ উচ্চতায় তাপমাত্রা খুব কম থাকে৷ যখন উচ্চ আর্দ্রতা প্রবর্তন করা হয়, তখন এলাকাটি বরফ-অতিসম্পৃক্ত অঞ্চলে পরিণত হয়৷

সেখানে, বিমানের নিষ্কাশনে নির্গত কণার সাথে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কনট্রেইল তৈরি হয়, যা ১৭ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান থাকতে পারে৷ এবং তারা একটি গ্রিনহাউসে কাচের প্যানেলের মতো কাজ করতে পারে৷

এয়ারক্রাফট ডিজাইনার ডিটার শলৎস বলেন, ‘‘কনডেনসেশন ট্রেইল বা কনট্রেইল মেঘের মতো আচরণ করে৷ দিনের বেলায় মেঘের শীতল প্রভাব থাকে, আর রাতে থাকে উষ্ণতা৷ শীতের তারাভরা ও মেঘহীন রাত হিমশীতল হয়ে থাকে৷''

জার্মান এয়ারোস্পেস সেন্টার ২০১১ সালে কনট্রেইলের উষ্ণতা ও শীতলতার প্রভাব পরিমাপ করে একটি মানচিত্র তৈরি করে৷ যেসব এলাকা বিমানের এড়িয়ে চলা উচিত সেগুলো লাল রঙে চিহ্নিত করা হয়েছে৷ কনট্রেইল এড়ানোর বিষয় বিবেচনায় নিয়ে ফ্লাইটের রুট তৈরি করা গেলে জলবায়ুর উপর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে৷

লাল অঞ্চলগুলো মূলত রাতে এবং শীতল অঞ্চলে দেখা যায়৷

জার্মান এয়ারোস্পেস সেন্টারের পদার্থবিদ ক্রিস্টিয়ানে ফোইগ্ট জানান, ‘‘মোট ফ্লাইটের মাত্র এক-পঞ্চমাংশ কনট্রেইল তৈরি করে, আর মাত্র পাঁচ শতাংশ ফ্লাইট উষ্ণ কনট্রেইল উৎপন্ন করে৷ এর অর্থ, কনট্রেইলের প্রভাব কমাতে মাত্র পাঁচ শতাংশ ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে৷''

জলবায়ুবান্ধব ফ্লাইট পরিচালনায় জার্মান বিজ্ঞানীদের গবেষণা

04:25

This browser does not support the video element.

জার্মান এয়ারোস্পেস সেন্টারের বিজ্ঞানীরা প্রথমে কনট্রেইল তৈরি সম্পূর্ণরূপে বন্ধ করা যায় কিনা, সেই চেষ্টা করেছিলেন৷ এর জন্য তারা কনট্রেইল তৈরি হয়, বায়ুমণ্ডলের এমন ঠান্ডা ও স্যাঁতসেঁতে এলাকার উপর বা নীচ দিয়ে ফ্লাইট পরিচালনা করেছিলেন৷ তাদের গবেষণার সময় বিমানগুলি জোড়-সংখ্যার দিনে প্রচলিত উচ্চতায়, আর বিজোড়-সংখ্যার দিনে প্রচলিত উচ্চতা থেকে ৬০০ মিটার উঁচু বা নিচ দিয়ে উড়েছিল৷

জার্মান এয়ারোস্পেস সেন্টারের পদার্থবিদ ড. ক্লাউস গিরেন্স বলেন, ‘‘আমাদের গবেষণায় আমরা দেখাতে পেরেছি, বিমানগুলি যেদিন ভিন্ন পথে উড়েছিল, সেই দিনগুলিতে ফলাফল সত্যিই ভিন্ন ছিল৷ আমরা ৯৭.৫ ভাগ নিশ্চিত যে, কনট্রেইল এড়ানোর বিষয়ে আমরা একটি অর্থপূর্ণ পরিবর্তন এনেছি৷''

বিমান সংস্থাগুলি কবে থেকে জলবায়ুবান্ধব ফ্লাইট পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে পারে? ভিয়েনার ‘ফ্লাইটকিজ' এর রাইমুন্ড সপ তা জানেন৷ তিনি একজন পাইলট, এবং বিশ্বের বৃহত্তম ফ্লাইট পরিকল্পনাকারী কোম্পানিগুলির একটির সহ-প্রতিষ্ঠাতা৷

বর্তমানে ফ্লাইট পরিকল্পনা সাজানোর সময় বাতাস ব্যবহার করে দ্রুততম ও সবচেয়ে সাশ্রয়ী উপায়ে ফ্লাইট পরিচালনার বিষয় বিবেচনায় নেয়া হয়৷ আর এখন ফ্লাইটকিজ, কনট্রেইল কোথায় তৈরি হতে পারে, সেটি নির্ধারণ করে বিকল্প পথের পরামর্শ দিচ্ছে৷

ফ্লাইটকিজ সাড়ে আট হাজারেরও বেশি ফ্লাইট সিমুলেট করেছে৷ ফ্লাইট চলাচলের পথ পরিমাপের বিষয়টি এখনো চলমান থাকলেও এখন পর্যন্ত পাওয়া ফলাফল বেশ আশাব্যাঞ্জক৷ পরিবর্তন সবসময় লাভজনক৷

ফ্লাইটকিজ এর প্রধান নির্বাহী রাইমুন্ড সপ বলেন, ‘‘গবেষণার ফল দেখে আমরা সত্যিই অবাক হয়েছি৷ রুট পরিবর্তনের জন্য মাত্র ০.১১ শতাংশ বেশি জ্বালানির প্রয়োজন পড়েছে৷ অন্যান্য অনিশ্চয়তার বিষয়গুলো বিবেচনায় নিয়েই বলছি, অতিরিক্ত জ্বালানিতে বিনিয়োগ করে আমরা জলবায়ু পরিবর্তনের উপর কনট্রেইলের নেতিবাচক প্রভাব অনেকখানি কমাতে সক্ষম হবো৷''

ফলে শিগগিরই আরও জলবায়ুবান্ধব বিমান রুট চালু হতে পারে৷

১০০ ইউরোর একটি ফ্লাইটে কনট্রেইল এড়াতে অতিরিক্ত প্রায় আট সেন্ট খরচ হবে৷ অর্থাৎ প্রায় শূন্য খরচেজলবায়ুর উপর প্রভাব কমানো সম্ভব৷ তবে এখন প্রশ্ন হলো: কোন বিমান সংস্থা প্রথম এটি শুরু করবে?

মার্কুস স্টাইনহাউসেন/জেডএইচ

আগামীতে তেল ছাড়া বিমান?

04:33

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ