1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের শব্দে হৃদরোগ?

৩ সেপ্টেম্বর ২০১৪

রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেল প্রচণ্ড শব্দে৷ আপনি চমকে উঠলেন৷ শব্দটি ছিল বিমানের৷ আপনি যদি হৃদরোগে আক্রান্ত হন, তবে এই শব্দ আপনার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে৷ এমনটাই কিন্তু বলছেন গবেষকরা৷

Saudi-Arabien Fluggesellschaft Saudi Arabian Airlines mit Airbus A330-300
ছবি: picture-alliance/dpa

জার্মানির মাইনৎস বিশ্ববিদ্যালয় ৬০ জন রোগীর উপর এ গবেষণা করেছেন৷ এঁরা প্রত্যেকেই রাতের বেলায় একেবারে নিরিবিলি পরিবেশে ঘুমাতে অভ্যস্ত৷ এঁদের সবার বাড়িতে গবেষকরা এমন একটি যন্ত্র রেখেছিলেন যেটাতে বিমান ওড়ার আওয়াজ হয়৷ প্রতি রাত্রে ৬০টি বিমান ওড়ার শব্দ শোনানো হয়, যাদের শব্দের মাত্রা ৪৬ ডেসিবেল৷ এটা কোনো বিমানের জন্য নিম্ন মাত্রার আওয়াজ৷

২০১৩ সালের একটি গবেষণার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে৷ নতুন গবেষণায় দেখা গেছে, বিমানের এই শব্দ রক্ত কণিকার ক্ষতি সাধন করে, রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দেয়, হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়৷

বিমানের শব্দ রক্তচাপ বৃদ্ধি, হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়ছবি: Reuters

গবেষণায় আরো দেখা গেছে, যাঁরা এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত তাঁদের ঝুঁকি এক্ষেত্রে অনেক বেশি৷ এর আগের গবেষণাটি করা হয়েছিল যাঁরা দিনের বেশিরভাগ সময় আওয়াজ বা শব্দের মধ্যে কাটায় – তাঁদের নিয়ে৷ মাইনৎস বিশ্ববিদ্যালয় ফ্রাংকফুর্ট বিমানবন্দরের কাছে হওয়ায় এই গবেষণাটি করেছেন গবেষকরা৷ ফ্রাংকফুর্ট কর্তৃপক্ষ এ কারণেই হয়ত তৃতীয় একটি টার্মিনাল নির্মাণের অনুমতি চেয়েছেন৷ শুধু তাই নয়, কীভাবে বিমানের শব্দ কমানো যায় – তা নিয়ে এরই মধ্যে চিন্তাভাবনা শুরু করেছেন জার্মানির বিমান কর্তৃপক্ষ৷

এপিবি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ