1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজ বিমানের একশ দিন

১৬ জুন ২০১৪

একশ দিন হয়ে গেল, অথচ মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির এখনো সন্ধান মেলেনি৷ তবে হাল ছাড়েনি মালয়েশিয়া সরকার৷ দেশটির যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিমানটি খুঁজে না পাওয়া পর্যন্ত অনু্সন্ধান কার্যক্রম চলবে৷

ছবি: Wang Zuozhongyou

গত ৮ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান৷ এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন৷ যাত্রীসমেত বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকেই চলছে অনুসন্ধান কার্যক্রম৷ অনেক নাটকীয়তার জন্ম দিলেও অনুসন্ধানের ফল এখনও শূন্য৷ এখনো খুঁজে পাওয়া যায়নি বিমানটি৷

বিমানটি নিখোঁজ হওয়ার একশ দিন পূর্তিতে সোমবার এক বিবৃতির মাধ্যমে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী হিশাম উদ্দীন হুসেইন জানিয়েছেন বিমান খুঁজে বের করার চেষ্টা চলবে৷ তিনি বলেন, ‘‘একশ দিন ধরে বিমানটি নিখোঁজ৷ এ ক্ষতি মালয়েশিয়ানদের হৃদয়ে এখনো ব্যথা হয়ে আছে৷ বিমানটি খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা অনুসন্ধান চালিয়ে যাবো৷''

নিখোঁজ যাত্রীদের স্বজনরা শুরু থেকেই অনুসন্ধানে মালয়েশিয়ান সরকারের পদক্ষেপের সমালোচনা করে আসছেন৷ অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করলেও এখনো কোনো সুফল পাওয়া যায়নি৷ ফলে নিখোঁজদের স্বজনদের হতাশা বেড়েই চলেছে৷ তবে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের স্বজনদের যন্ত্রণা শুধু তাঁদের নয়, সরকারেরও, তাই অনুসন্ধানে কোনো রকমের শৈথিল্য আসার সম্ভাবনা নেই৷ এ সময় বিমান খুঁজে বের করার কাজে তৎপর হওয়ার জন্য অস্ট্রেলিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷

মালয়েশিয়া সরকার এ পর্যায়ে অনুসন্ধানে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবছে কিনা সে বিষয়ে কিছু জানাননি যোগাযোগ মন্ত্রী হিশাম উদ্দীন হুসেইন৷ মালয়েশিয়ান এয়ারলাইন্সের সিইও আহমাদ জওহারি ইয়াহিয়াও এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বোয়িং ৭৭৭ বিমানটি খুঁজে বের করায় তাঁরা বদ্ধপরিকর৷ কবে নাগাদ বিমান নিখোঁজ হওয়ার রহস্যের জট খোলে সেটাই এখন দেখার বিষয়৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ