যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করলেই মৃত্যুদণ্ড হতে পারে৷ অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন এক আইনে এমনটাই প্রস্তাব করা হয়েছে৷ ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা সেটি অনুমোদন করেছে৷
বিজ্ঞাপন
প্রস্তাবিত ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭' এখন সংসদে আলোচনার জন্য উপস্থাপন করা হবে৷ বাংলাদেশে কয়েক দশকের পুরনো বিমান চলাচল আইনের হালনাগাদ সংস্করণ হবে এটি৷
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, যাত্রীবাহী বিমানের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে বা ঘটতে পারে এমন কিছু করলে, যাতে যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ে, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে৷
আলম জানান, প্রস্তাবিত আইনে ইচ্ছাকৃতভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে৷
বেসরকারি বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর মধ্যে বিমান ছিনতাই কিংবা ক্ষতিসাধনের উদ্দেশ্যে অন্য কোনোভাবে বিমান চলাচলে বাধা সৃষ্টি করার বিষয়টি অন্তর্ভূক্ত৷
বাংলাদেশে যেসব এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে
বাংলাদেশ থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন৷ প্রায় একই সংখ্যক যাত্রী দেশে প্রবেশ করেন৷ বাংলাদেশ বিমান-এর দেয়া বিভিন্ন এয়ারলাইন্সের তথ্য থাকছে ছবিঘরে৷
ছবি: Reuters/K. Doherty
বাংলাদেশ বিমান
বাংলাদেশে মোট যাত্রীর ২০ থেকে ২১ ভাগ পরিবহন করে বাংলাদেশ বিমান৷ ফলে প্রতিদিন ৩ হাজারের মতো যাত্রী বাংলাদেশ বিমানের মাধ্যমে অন্য দেশে যায়৷ প্রতিদিন ৬ থেকে ৭টি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান৷ ১৬টি রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে৷ এর মধ্যে লন্ডনসহ কয়েকটি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট যায়৷ অন্য রুটগুলোতে সপ্তাহে অন্তত দু’টি ফ্লাইট চলাচল করে৷
ছবি: picture alliance/Asian News Network
এমিরেটস এয়ারলাইন্স
বাংলাদেশ বিমানের পরই এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে৷ সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে তারা৷ প্রতিদিন এ সব ফ্লাইট ১২শ’ থেকে সাড়ে ১২শ’ যাত্রী পরিবহন করে৷
ছবি: C. Furlong/Getty Images
সৌদিয়া
এমিরেটস-এর পরেই রয়েছে সৌদিয়া এয়ারলাইন্স৷ তারা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন আটশ’ থেকে সাড়ে আটশ’ যাত্রী পরিবহন করে এসব ফ্লাইট৷
ছবি: Reuters/S. Perez
কাতার এয়ারলাইন্স
চতুর্থ অবস্থানে আছে কাতার এয়ারলাইন্স৷ এরা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন প্রায় আটশ’ যাত্রী পরিবহন করে এই এয়ারলাইন্স৷
ছবি: AP
ইতিহাদ এয়ারওয়েজ
ঢাকা থেকে ইতিহাদ প্রতিদিন একটা করে ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন তারা প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে৷
ছবি: picture-alliance/AP Photo/K. Jebreili
জেট এয়ারওয়েজ
জেট এয়াররওয়েজ প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করে৷ তবে তাদের ফ্লাইটগুলো ছোট হওয়ায় যাত্রী পরিবহন হয় প্রতিদিন চার থেকে পাঁচশ’৷
ছবি: picture-alliance/dpa/Jet-Airways
সিঙ্গাপুর এয়ারলাইন্স
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট বড়৷ তবে তারাও প্রতিদিন ঢাকা থেকে প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে৷
ছবি: picture-alliance/AP Photo/C. Ena
7 ছবি1 | 7
এছাড়া লাইট সিগনালের অপব্যবহারও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা পঞ্চাশ লাখ টাকা বা উভয় দণ্ড হতে পারে৷ আর কোনো যাত্রী যদি আন্তর্জাতিক বিমান চলাচল সংগঠনের বিবেচনায় অবৈধ কোনো পদার্থ নিয়ে বিমানে প্রবেশ করেন, তাহলে শাস্তি হতে পারে সাত বছরের কারাদণ্ড৷
উল্লেখ্য, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী একটি বিমানের ফুয়েল ট্যাংকারের নাট বোল্ট ঢিলা অবস্থায় পাওয়া যায়৷ বিষয়টি ইচ্ছাকৃত ছিল, কিনা তা নিয়ে তদন্ত চলছে৷ আর সেই ঘটনার পর বিমান চলাচলে নিরাপত্তার বিষয়টি আবারো আলোচনায় আসে৷