1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান দুর্ঘটনা

৩ নভেম্বর ২০১৫

মিশরে রাশিয়ার একটি বিমান দুর্ঘটনার দায় স্বীকার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে আবারও আলোচনায় নিয়ে এসেছে৷ অবশ্য রাশিয়া, মিশর ও যুক্তরাষ্ট্র আইএস-এর দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে৷

Symbolbild - Islamist
ছবি: Colourbox/krbfss

শনিবার বিমান দুর্ঘটনার পরপর আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট মিশরীয় গোষ্ঠী ‘সিনাই প্রভিন্স' জানায় যে, তারাই বিমানটি ভূপতিত করেছে৷ কিন্তু এই দাবি বাস্তবায়নের সামর্থ্য আইএস-এর আছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া ও মিশর৷ যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার পেছনে সন্ত্রাসী হামলার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি৷ তবে হামলার পেছনে আইএস-এর হাত থাকার সম্ভাবনার বিষয়টি তিনি উড়িয়ে দেননি৷

মিশরের প্রেসিডেন্ট আইএস-এর দাবিকে ‘প্রপাগান্ডা' বলে আখ্যায়িত করেছেন৷

মঙ্গলবার বিমানের ‘ব্ল্যাক বক্স' থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হবে৷ সেখান থেকে দুর্ঘটনার কারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷

দুর্ঘটনার কারণ বের হতে যত সময় লাগবে আইএস-এর জন্য সেটা ততই ভালো হবে বলে মনে করেন কয়েকজন বিশেষজ্ঞ৷ ‘লন্ডন স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স'-এর অধ্যাপক ফাওয়াজ জর্জস মনে করেন, হামলার দায় স্বীকার করে আইএস লাভবান হয়েছে৷

কারণ সাময়িকভাবে হলেও এর মাধ্যমে আইএস-এর নাম আলোচনায় উঠে এসেছে৷ জঙ্গি গোষ্ঠীটি তার সমর্থকদের বোঝাতে পারছে যে, রাশিয়ার প্রতি প্রতিহিংসামূলক হামলা চালানোর মতো সামর্থ্য তাদের আছে৷ ‘‘দুর্ঘটনার আসল কারণ বের হতে যত সময় লাগবে আইএস-এর জন্য সেটা ততই ভাল হবে'', বলেও জানান অধ্যাপক জর্জস৷

লন্ডনের রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আরব অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ এইচএ হেলারও মনে করেন, দায় স্বীকার করে আইএস-এর সাময়িক জয় হয়েছে, কারণ তারা নিজেদের নাম আলোচনায় আনতে পেরেছে৷

এদিকে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ বলেন, যেসব টুইটার অ্যাকাউন্ট ও ওয়েবসাইট থেকে আইএস-এর দায় স্বীকারের বার্তা এসেছে সেগুলো থেকে আগে কোনো মিথ্যা দাবি করা হয়নি৷ তাই আইএস-এর দাবি ‘বিশ্বাসযোগ্য' বলে মনে করেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ