রোমহর্ষক কাণ্ড। একেবারে হলিউডের সিনেমার ধাঁচে একটি বিমানকে তাদের দেশে নামতে বাধ্য করল বেলারুশ। তারপর বিমানের যাত্রী সাংবাদিক রামান প্রাটাসেভিচকে ধরে বেলারুশের সেনা। বিমান যখন নামছে, তখন ২৬ বছর বয়সী সাংবাদিক তার সহযাত্রীদের বলেন, ''আমাকে ওরা ফাঁসিতে ঝোলাবে।'' রেডিও ফ্রি ইউরোপের বেলারুশ বিভাগ এই খবর দিয়েছে।
প্রাটাসেভিচের অপরাধ তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরোধী। প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনকে তিনি সমর্থন করেন, তা নিয়ে খবর করেছেন এবং বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।
বিমান নামানো
প্রাটাসেভিচের বিমানটি গ্রিস থেকে লিথুয়ানিয়া যাচ্ছিল। বেলারুশের উপর দিয়ে যখন বিমানটি যাচ্ছিল, তখনই হঠাৎ তার দিকবদল করা হয়। এক যাত্রী জানিয়েছেন, বিমানটি হঠাৎ দিকবদল করতেই একজন যাত্রী খুবই ভয় পেয়ে যান। তিনি ভয়ে কাঁপতে থাকেন। তিনিই হলেন প্রাটাসেভিচ।
বেলারুশের সরকারপন্থি মিডিয়ার খবর, বিমানে বোমাতঙ্কের খবর ছিল। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নির্দেশ দিয়েছিলেন যে, মিগ যুদ্ধবিমান পাঠিয়ে যাত্রীবাহী বিমানটিকে মিনস্কে নামানো হোক। নামানোর পর বিমানে অবশ্য কোনো বোমা পাওয়া যায়নি।
বেলারুশ : গণতন্ত্রের দাবিতে নারীদের আন্দোলন
গণতন্ত্রের দাবিতে কয়েক মাস ধরে বেলারুশের নারীরা আন্দোলন করছেন৷ রাজধানী মিনস্কে চলমান আন্দোলনের ছবি নিয়ে লিথুয়ানিয়ায় শুরু হয়েছে এক প্রদর্শনী৷ দেখুন ছবিঘরে...
ছবি: Iryna Arakhouskaya
ফুল ও কানের দুল নিয়ে আন্দোলন
‘দ্য ফিউচার অব বেলারুশ, ফুয়েল্ড বাই উইমেন’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পাওয়া এই ছবিতে আন্দোলনরত কয়েকজন নারীকে ফুল হাতে পুলিশের মুখোমুখি হতে দেখা যাচ্ছে৷ কানে দুলও পরেছেন তারা৷ পুলিশের চোখের দিকে তাকিয়ে থাকার নারীর নাম নাদিয়া৷
ছবি: Iryna Arakhouskaya
২৬ বছরের পুরোনো পোশাক
লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরের প্রদর্শনীতে মিনস্কে আন্দোলনরত তিন নারীর ছবি৷ ফুল আর প্ল্যাকার্ড হাতে তারাও জানাচ্ছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর পদত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি৷একেবারে ডানে মায়ের বিয়ের পোশাক পরে দাঁড়ানো নারীর নাম আনা৷ আনার মা ২৬ বছর আগে এই পোশাক পরে বিয়ে করেছিলেন আর ২৬ বছর ধরেই ক্ষমতায় আছেন লুকাশেঙ্কো৷
ছবি: Nadia Buzhan
একদিনে ৩০০জন গ্রেপ্তার
২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আন্দোলনরত এক নারীকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ছবি৷ মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেদিন নারীদের মিছিল থেকে ৩০০ জনকে ধরে নিয়ে যায় বেলারুশের পুলিশ৷
ছবি: Iryna Arakhouskaya
পতাকার রং
বেলারুশের সাদা-লাল পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনকারীদেরও দেখা যায় সাদা এবং লাল রঙের পোশাক পরতে৷ সব বয়সের নারীই অংশ নিচ্ছেন আন্দোলনে৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
চাপের মুখে নীরব
এক নারী বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে মুখে কাপড় বেঁধেছেন৷
ছবি: Volha Shukaila/TUT.BY
নির্বাসিত নেত্রীর বার্তা
প্রদর্শনীকে সমর্থন জানাতে আয়োজকদের বার্তা পাঠিয়েছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী স্ভেৎলানা তিখানোভস্কায়া৷ সেখানে তিনি বলেছেন,‘‘এই প্রদর্শনী বেলারুশের নারীদের উৎসর্গ করা হয়েছে৷ আমাদের সবার একটাই লক্ষ্য- বেলারুশে স্বাধীনতা এবং আইনের শাসন ফিরিয়ে আনা৷ সংগ্রামের অগ্রভাগে রয়েছেন নারীরা৷ অন্য অনেক নারীর মতো এই আন্দোলন আমার জন্যও ব্যক্তিগত লড়াইয়ের মতো৷’’
ছবি: Volha Shukaila/TUT.BY
করোনাকালে উন্মুক্ত প্রদর্শনী
করোনা সংক্রমণ রোধে লিথুয়ানিয়াতেও এখন লকডাউন চলছে৷ এর মাঝেই ভিলনিয়াসের এমও জাদুঘরের বাইরের দেয়ালে প্রোজেক্টরের মাধ্যমে চলছে বেলারুশের আন্দোলনের ছবি দেখানো৷ স্বাস্থ্যবিধি মেনে ছবি দেখতে তাই অসুবিধা হচ্ছে না কারো৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
গণতন্ত্রের জন্য চুমু
আন্দোলনরত দুই নারীর এই চুমুর ছবিটিসহ প্রদর্শনীর সব ছবিই তুলেছেন নারী সাংবাদিক নাদিয়া বুঝান, দারিয়া বুরাকিনা, ইরিনা আরাখোস্কায়া,ভোলহা শুকাইলা এবং ভিয়ালেতা সাউচিতস৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
অন্যরকম এক প্রদর্শনী
নারীদের তোলা নারীদের আন্দোলনের ছবির এ প্রদর্শনী চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত৷ প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ছবি তো দেখা যাচ্ছেই, সঙ্গে প্রতিটি ছবির গল্পও শোনা যাচ্ছে আলোকচিত্রীদের কাছে৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
9 ছবি1 | 9
কিন্তু বেলারুশের সেনা প্রাটাসেভিচকে ধরে নিয়ে চলে যায়। তার জিনিসপত্র রানওয়েতে ফেলে দেয়া হয়। একজন যাত্রী জানিয়েছেন, যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারা প্রাটাসেভিচকে প্রশ্ন করেন, কী ব্যাপার! সাংবাদিক জবাব দেন, ''ওরা আমাকে ফাঁসিতে ঝোলাবে।''
সন্দেহ ছিল
বেলারুশের বিরোধী নেত্রীর সহযোগী ফ্রাঙ্ক ডিডাব্লিউকে জানিয়েছেন, প্রাটাসেভিচ তাকে বলেছিলেন, গ্রিসে তাকে অনুসরণ করা হচ্ছে। বিমানবন্দরেও তার সঙ্গে সাংবাদিকের কথা হয়েছে। সেখানেও তাকে অনুসরণ করা হয়েছে বলে প্রাটাসেভিচ জানিয়েছিলেন।