1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরক্ত বাঘের ভিডিও ভাইরাল!

১৬ নভেম্বর ২০১৮

ভারতের পান্ধারপাওনি উদ্যানে এক দল পর্যটকের আচরণে বিরক্ত এক বাঘ ও তার দুটি শাবকের ভিডিও এখন ভাইরাল৷ পর্যটকদের আচরনের সমালোচনাও করছে অনেকে৷

Indien | Bengali Tiger
ছবি: Getty Images/AFP

ভারতের নাগপুর শহরের পান্ধারপাওনি উদ্যানে অনেকদিন ধরেই বাস করে ‘মায়া' নামের এই বাঘটি৷ তার দুটি শাবকও সেখানে থাকে৷

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় সেই বাঘদের কিছু ভিডিও৷ এমনই একটি ভিডিও করার জন্য কিছু পর্যটক ‘মায়া' নামের একটি বাঘকে উত্যক্ত করলে সে পর্যটকের গাড়িকে ধাওয়া করে৷ এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়া'র ফেসবুকে ভিডিওটি মঙ্গলবার আপলোড হবার পর থেকে তা তিন লক্ষেরও বেশিবার দেখা হয়েছে৷

এই কয়েকদিনের মধ্যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে ৬০০বার৷

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTimesofIndia%2Fvideos%2F2180376142221091%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ভিডিওটি প্রকাশ হবার পর থেকে বিভিন্ন উদ্যানে পর্যটকেদের আচরণ নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা৷এর ফলে উদ্যানের কর্তৃপক্ষও সমালোচনার মুখোমুখি হচ্ছেন৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ