1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার হুমকির মুখে তিমিমাছ

২৭ জুন ২০১৪

বিরল, লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণে অনেক নিয়ম-কানুন রয়েছে৷ কিন্তু সেই তালিকা থেকে এবার একবার বাদ পড়লেই মুশকিল৷ আলাস্কার হাম্পব্যাক তিমিমাছের ভবিষ্যৎ নিয়ে তাই দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ বিষয়টা নিয়ে খুবই চিন্তিত বিশেষজ্ঞরা৷

ছবি: Getty Images

দীর্ঘ প্রায় চার দশক ধরে লুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় ছিল হাম্পব্যাক তিমিমাছ, ফলে তাদের অস্তিত্ব নিয়ে আর ভাবতে হয়নি৷ এবার তাদের সংখ্যা এত বেড়ে গেছে যে, তাদের শিকারের উপর আর কোনো বিধিনিষেধ থাকা উচিত নয় বলে যুক্তি দেখাচ্ছে আলাস্কার প্রশাসন৷ তালিকা থেকে সেই তিমিকে সরাতে তারা দরবার করছে ফেডারেল কর্তৃপক্ষের কাছে৷ জাতীয় সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় সংস্থা এনওএএ এক প্রাথমিক বিবৃতিতে এই যুক্তি স্বীকারও করেছে৷ উল্লেখ্য, এর আগে হাওয়াই দ্বীপের মৎস্যজীবী সংঘের আবেদনে সাড়া দিয়েও এই কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলের সব তিমি প্রজাতিকে লুপ্তপ্রায় তালিকা থেকে সরানোর পক্ষে সওয়াল করেছিল৷

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিমিমাছের সংখ্যা সত্যি অনেক বেড়ে গেছেছবি: picture-alliance/OKAPIA

তবে এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ হাওয়াই ও আলাস্কার আবেদনে সাড়া দিয়ে এনওএএ এখন বছরখানেক ধরে বিষয়টি খতিয়ে দেখবে৷ এই সময় তিমিমাছের বংশবৃদ্ধির হার পরীক্ষা করা হবে৷ তাদের প্রতি কতটা হুমকি রয়েছে, তাও বিচার করা হবে৷ তারপর স্থির হবে, লুপ্তপ্রায়দের তালিকায় তাদের আর রাখা উচিত কিনা৷ সংস্থার এক মুখপাত্র বলেছেন, তিন রকমের সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া, লু্প্তপ্রায় থেকে তাদের স্ট্যাটাস ‘হুমকির মুখে'-তে নামিয়ে আনা অথবা কোনো পরিবর্তনই না করা৷

এমন প্রস্তাবের বিরোধিতারও সুযোগ রয়েছে৷ পরিবেশ সংগঠন বা যে কোনো নাগরিক আগামী ২৮শে জুলাই পর্যন্ত বিষয়টি সম্পর্কে বক্তব্য ও যুক্তি পেশ করার সুযোগ পাবেন৷

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিমিমাছের সংখ্যা সত্যি অনেক বেড়ে গেছে – এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ ১৯৯০-এর দশকের শেষে সংখ্যাটি ছিল মাত্র ১,০০০-এর আশেপাশে৷ আজ আনুমানিক ২২,০০০ তিমি সেখানে বিচরণ করছে৷ আজ এই সাফল্যই কাল হতে পারে তিমিদের জন্য৷ বিশেষ করে নরওয়ে ও জাপানের তিমি শিকারিরা এমন যুক্তি হাতিয়ার করে জোরালো উদ্যমে বিধিনিষেধ বদলানোর চেষ্টা চালাতে পারেন৷

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ