1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশস্পেন

বিরল প্রজাতির প্রাণীর অবৈধ বাণিজ্যের প্রবেশপথ স্পেন

১৮ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক অপরাধচক্র শুনলেই মাদক ও অস্ত্র পাচারের কথা মনে হয়৷ অথচ বিরল বন্যপ্রাণীর চোরাচালানও বিশাল মাত্রা ধারণ করেছে৷ অপেক্ষাকৃত কম ঝুঁকি ও মোটা অংকের মুনাফার লোভে অসহায় প্রাণীগুলির জীবন দূর্বিসহ হয়ে উঠছে৷

আমস্টারডামের শিফোল বিমানবন্দরে নেদারল্যান্ডের কাস্টমস আটক করেছে এই প্রাণী
বিরল বন্যপ্রাণীর চোরাচালানছবি: picture-alliance/dpa/NVWA

মাত্র ১১ মাস বয়সের মাদি চিতার নাম কেনিয়া৷ তার মন জঙ্গলে পড়ে থাকলেও আপাতত স্পেনের আলিকান্তে শহরের কাছে এক পশু আশ্রয় কেন্দ্রে তার ঠাঁই হয়েছে৷ প্রাণীটি অনেক কষ্ট পেয়েছে৷ নার্স হিসেবে বেলি ডে শ্রুশুষা করে চিতাটিকে আবার চাঙ্গা করার চেষ্টা করছেন৷ তিনি জানান, ‘‘মালিক চিতাটিকে অবহেলা করায় প্রাণীটিকে বাজেয়াপ্ত করা হয়৷ মনে হয়, শুরু থেকেই ভালো করে খেতে দেওয়া হতো না৷ এখন অন্ধ হয়ে গেছে৷''

বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের সনদ লঙ্ঘনের দায়ে সেই ‘প্রাইভেট ব্রিডার' এখন কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন৷ পূর্ব এশিয়ার ‘ক্লাউডেড লেপার্ড' প্রজাতির এই চিতা বিপন্ন হিসেবে স্বীকৃত৷

স্পেন বিরল প্রজাতির প্রাণীর বেআইনি বাণিজ্যের প্রবেশপথ হয়ে উঠেছে৷ কাছেই আফ্রিকা মহাদেশ থেকে আলিকান্তে বন্দরে আসা জাহাজে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায়ই এমন প্রাণী উদ্ধার করে৷

মারিয়া পেলিসার পরিবেশ সংক্রান্ত অপরাধের বিশেষ ইউনিটে কাজ করেন৷ সমুদ্র বন্দর ও বিমানবন্দরে তিনি যাত্রীদের মালপত্রের মধ্যে পাখি, সাপ ও কচ্ছপ খুঁজে পেয়েছেন৷ তিনি বলেন, ‘‘এটা সত্যি দুঃখের বিষয়৷ প্রাণীগুলিকে তাদের বাসস্থান থেকে বিচ্ছিন্ন করে তাদের খেলনার মতো ব্যবহার করতে এই নির্মম মানুষগুলির কোনো দ্বিধা হয় না৷''

২০২১ সালে পুলিশের তোলা একটি ভিডিওতে এক মাদি শিম্পাজির উদ্ধার অভিযান দেখা যায়৷ পাঁচ বছর ধরে সেটিকে নিঃসঙ্গ অবস্থায় খাঁচায় বন্দি রাখা হয়েছিল৷ সংরক্ষিত প্রাণীর বেআইনি আমদানির ঘটনা বেড়েই চলেছে৷ ২০২২ সালে তার আগের বছরের তুলনায় চোরাচালান প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে৷ মারিয়া পেলিসার বলেন, ‘‘প্রায়ই এর পেছনে সংগঠিত অপরাধচক্রের হাত থাকে৷ প্রাণীগুলির সন্ধান পেতে সে সব দেশে লোক রাখতে হয়৷ আমদানির জন্য ইউরোপেও নেটওয়ার্কের প্রয়োজন৷ এটা খুবই লাভজনক ব্যবসা৷ আফ্রিকায় এক বানরের দাম বড়জোর পাঁচ বা ছয় ইউরো হলেও এখানে সেটির দাম দুই হাজার ইউরো বা তার বেশিও হতে পারে৷''

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সূত্র অনুযায়ী এই ব্যবসায়ে বিশ্বব্যাপী কোটি কোটি টাকার লেনদেন হয়৷ সিলভিয়া দিয়াসের মতে, টাকার বিচারে মাদক ও অস্ত্রের পরেই বেআইনি পশু ব্যবসার স্থান৷ কিন্তু সেই ব্যবসার পরিণতি সম্পর্কে সচেতনতা অনেক কম৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সিলভিয়া দিয়াস বলেন, ‘‘অস্ত্রশস্ত্র ও মাদকের চোরাচালানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়৷ সেই ব্যবসা থামাতে অনেক উদ্যোগ নেওয়া হয়৷ বেআইনি পশু পাচারও একই রকম গুরুত্বপূর্ণ, অথচ সেই অপরাধ তেমন গুরুত্ব পায় না৷ প্রায়ই অপরাধের তদন্ত ও শাস্তি হয় না৷ সে কারণে এই অপরাধ আরো লাভজনক হয়ে উঠেছে৷''

বিরল প্রাণী পাচারের ব্যবসার বিরুদ্ধে সংগ্রামে কর্তৃপক্ষও প্রায়ই দিশাহারা হয়ে পড়ে৷ যেমন সম্ভবত মরক্কো থেকে স্পেনে একটি ম্যাকাকি বানর পাচার করা হয়েছে৷ চোরাচালানকারীরা নিজেদের গতিবিধি গোপন রাখতে সমর্থ হয়েছিল৷ মারিয়া পেলিসার মনে করেন, ‘‘ডিলাররা নতুন প্রযুক্তি ব্যবহার করছে, ইন্টারনেটের মাধ্যমে প্রাণী বিক্রি করছে৷ নামহীন নেটওয়ার্কের আড়ালে তারা নিজেদের পরিচয় গোপন রাখতে পারে৷ তারা এমনকি ডার্ক ওয়েবও ব্যবহার করে৷''

যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ না থাকায় কর্তৃপক্ষের পক্ষে ঠিকমতো তদন্ত করা সম্ভব হয় না৷ বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীগুলিকে উদ্ধার করতেও দেরি হয়ে যায়৷ যেমনটা কেনিয়া নামের ক্লাউডেড লেপার্ডের ক্ষেত্রে ঘটেছে৷ বেআইনি এই ব্যবসার ফলে এমন অনেক প্রাণী চিরকালের মতো স্বাধীনতা হারিয়ে পণ্য হিসেবে বাজারে বিক্রি হয়৷

নর্মান স্ট্রিগেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ