ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা ইটালিতে বিয়ে করেছিলেন কিছুদিন আগে৷ আর বৃহস্পতিবার ভারতের রাজধানী নতুন দিল্লিতে হয়ে গেল বিবাহোত্তর সংবর্ধনা, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷
বিজ্ঞাপন
২১ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে অনুষ্ঠিত হয়েছেবিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের ‘রিসেপশন'৷ এ আয়োজনটি ছিল মূলত দুই পরিবারের সদস্য আর বন্ধু-বান্ধবদের জন্য৷ তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি৷ দু'জনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান তিনি৷
বিরাট কোহলি ও আনুশকা শর্মার সেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে৷ যা ইতিমধ্যেই ‘ভাইরাল' হয়ে ঘুরছে ইন্টারনেটে৷ ভিডিওতে দেখা গেছে আনুশকা সেজেছিলেন লাল বেনারসিতে আর কালো রঙের শেরওয়ানি পরেছিলেন বিরাট কোহলি৷
চার বছর প্রেমের সম্পর্কের পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১১ ডিসেম্বর ইটালির টাসকানি রিসোর্টেবিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা৷ বিয়ের পর ফিনল্যান্ডে হানিমুন সেরে সম্প্রতি এই নব দম্পতি ফেরেন ভারতে৷ আগামী ২৬ ডিসেম্বর মুম্বইয়ে বলিউড ও ক্রিকেট তারকাদের জন্য আরো একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন কোহলি-আনুশকা দম্পতি৷
এমএম/ডিজি
ক্রিকেট: অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দুই বছরে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন৷ ছবিঘরে থাকছে সেইসব ক্রিকেটারদের কথা, যাঁরা অধিনায়ক থাকাকালীন সবচেয়ে বেশি দ্বি-শতক হাঁকিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
বিরাট কোহলি
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি৷ অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৪৯৯ দিনের মধ্যেই এ ডানহাতি করলেন ৬টি ডাবল সেঞ্চুরি৷ এজন্য তাঁকে খেলতে হয়েছে ৩২টি ম্যাচ এবং ৫০ ইনিংস৷ এর আগে স্যার ডন ব্র্যাডম্যানের প্রথম থেকে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে সময় লেগেছিল ৫৮১ দিন৷ ব্র্যাডম্যান সেই ডাবল সেঞ্চুরির সবগুলো অবশ্য অধিনায়ক থাকা অবস্থায় করেননি৷
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
ব্রায়ান লারা
কোহলির আগে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার দখলে৷ অধিনায়ক থাকা কালে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি৷ তখন তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচ, ৮৫টি ইনিংস৷
ছবি: Getty Images/F. Nel
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান অধিনায়ক থাকাকালীন ৪টি ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ এজন্য তাঁকে ২৪টি টেস্টের ৩৮টি ইনিংসে ব্যাট করতে হয়েছিল৷
ছবি: Getty Images/Allsport Hulton
গ্রায়েম স্মিথ
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও অধিনায়ক থাকা কালে ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ এজন্য তাঁকে ১০৯ টা ম্যাচ, ১৯৩টি ইনিংস খেলতে হয়েছে৷
ছবি: AP
মাইকেল ক্লার্ক
ব্র্যাডম্যান এবং গ্রায়েম স্মিথের মতো অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কও অধিনায়কের দায়িত্বে থাকার সময় ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ ওই ৪ ডাবল সেঞ্চুরি পেতে তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচের ৮৬টি ইনিংস৷