1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের ধর-পাকড়ের অভিযোগ, মন্ত্রীসহ ৫ জনকে হত্যার হুমকি

২৮ নভেম্বর ২০১০

হরতালের আগে বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধর পাকড়ের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব৷ অন্যদিকে, জঙ্গি সংগঠনের নামে আইন প্রতিমন্ত্রী এবং এটর্নি জেনরেলসহ ৫ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷

বিএনপি, মিছিল, পুলিশ, বাধা, হরতাল, ধর্মঘট, বাংলাদেশ, ঢাকা, সরকার, বিরোধী, কর্মসূচি, Dhaka, Bangladesh, Protests, BNP, Demonstration
বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুলিশের বাধাছবি: AP

রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খন্দকার দেলায়ার হোসেন অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার কথা বলে আসলেও এখন সরকারের আসল চেহারা বেরিয়ে আসছে৷ ৩০শে নভেম্বেরের হরতালের আগে তারা বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধর-পাকড় শুরু করেছে৷ গত ৩ দিন ধরে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজা হচ্ছে৷

তিনি দাবি করেন, অবৈধভাবে খালেদা জিয়াকে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পরও সরকার বসে নেই৷ তারা এখন খালেদা জিয়ার গুলশানের বাড়ির দিকেও নজর দিয়েছে৷

হরতালের সমর্থনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে রোববার বিএনপির নেতারা জনসংযোগ করছেন৷ রাজধানীর বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা হরতালের সমর্থনে লিফলেট বিতরণ করেন৷

অন্যদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিএনপি ইস্যুবিহীন হরতাল ডেকেছে৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে৷

এদিকে, ডাকযোগে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ ৫ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ অপর তিনজন হলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক গোলাম রসুল, আইনজীবী আনিসুল হক ও বিশেষ আদালতের সাবেক বিচারক একে রায়৷ আলকায়েদা, লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মোহাম্মদ, হুজি এবং জেএমবির নামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘কমান্ড ওয়ান: স্যুট এন্ড কিল দেম এনি হ্যোয়ার'৷ পুলিশ এই চিঠির সূত্র ধরে তদন্ত শুরু করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ