1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র অভিযোগ

১০ মে ২০১২

বাংলাদেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷

ছবি: DW

গত ২৯শে এপ্রিল রাতে দু'দিনের হরতাল চলাকালে তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়৷ ঐ রাতেই সেই ঘটনায় বিএনিপি'র নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়৷ পুলিশ ঘটনার পর, তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে৷

আর বৃহস্পতিবার, আদালতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ ঐ বিভাগের পরিদর্শক নুরুল আমিন মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে গ্রেপ্তারি পরওয়ারা জারির আবেদন জানান৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, দ্রুত বিচার আইনের মামলায় সাত দিনের মধ্য চার্জশিট দেয়ার বাধ্যবাধকতা আছে৷ তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই চার্জশিট দেয়া হয়েছে৷ এই মামলার আসামিরা সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন৷ তাই পরবর্তী পদক্ষেপ এখন আদালতের হাতে৷

এই মামলায় মোট সাক্ষী করা হয়েছে ১৮ জনকে৷ চার্জশিট দাখিলের পর পাবলিক প্রসিকিউর আব্দুল্লাহ আবু জানান, এখন দ্রুতই মামলার বিচার কাজ শুরু হবে৷

এদিকে, ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন চার্জশিটের নিন্দা জানিয়ে বলেছেন, সরকার এখন গণরোষ থেকে বাঁচতে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে৷

অন্যদিকে, হরতালে নাশকতার অভিযোগে সারা দেশে দায়ের করা ২৫টি মামলায় তিন সপ্তাহের আগাম জামিন পেয়েছেন যুবদল সভাপতি মোজ্জেম হোসেন আলালসহ সংগঠনের নেতা-কর্মীরা৷ হাইকোর্ট তাদের আজ এই জামিন দেয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ