1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

২১ মে ২০১২

বিরোধী জোটের ৪৫ নেতার বিরুদ্ধে পুলিশি প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত৷ জামায়াতের তিন পলাতক আসামির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি৷

ছবি: Reuters

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন বিরোধী জোট নেতার বিরুদ্ধে দেয়া পুলিশি প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত৷ পাশাপাশি আদালত জামিনে থাকা মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷

এছাড়া আদালত এই মামলায় জামায়াতের তিন পলাতক আসামি ভারপ্রাপ্ত নায়েবে আমির মকবুল আহমদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইদী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন৷

সোমবার মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহ শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন এবং এই আদেশ দেন৷ আদালতের আদেশের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, জামিন অযোগ্য ধারায় এই মামলায় হওয়ায় আদালত মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন৷

আদালতে শুনানির সময় বিরোধী জোট নেতাদের কাউকেই কারাগার থেকে আদালতে আনা হয়নি৷ মির্জা ফখরুলসহ এ মামলায় ৪১ জন নেতাকর্মী কারাগারে আটক আছেন৷ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২১ মে পর্যন্ত তাকে জামিন দেন৷ সোমবারই তার জামিনের মেয়াদ শেষ হলে আদালত তার জামিন মেয়াদ না বাড়িয়ে জেলে পাঠায়৷ এদিকে আসামী পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালতে সরকারের হস্তক্ষেপের কারণেই তাদের জামিন হয়নি৷

আদালতের এই আদেশের পর আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ ব্যারিস্টার খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ