1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আটকে পড়েছে তিন তালাক আইন

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২ জানুয়ারি ২০১৯

মুসলিম দম্পতির বিবাহবিচ্ছেদে ‘‌তিন তালাক'‌ প্রথাকে ‘‌স্বেচ্ছাচার'‌ আখ্যা দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত৷ সরকারকে উপযুক্ত আইন প্রণয়নের উপদেশ দিয়েছিলেন বিচারপতিরা৷

Muslimische Wählerinnen in Indien 10.04.2014
ছবি: Reuters

গত এক বছরে দু-‌বার তিন তালাকবিরোধী আইনের খসড়া পেশ হয়েছে সংসদে৷ প্রতিবার আটকে পড়েছে৷ প্রস্তাবিত আইনটির ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে৷

নির্বাচিত পঞ্চায়েত সদস্যা, ‌‌সমাজসেবী সরমিনা বেগম বলছেন, ‘‌‘‌কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে তা ইসলামবিরোধী৷ মুসলিম দম্পতির একে অপরের সঙ্গে বোঝাপড়া না হলে তাঁরা আলাদা থাকতেই পারেন, তাঁদের বোঝাপড়ার জন্য সময় দেওয়া হয়৷ মুসলিম আইনে একসঙ্গে তিনবার তালাক দেওয়া যায় না৷ তিন বার তালাক দেওয়ার মধ্যে নির্দিষ্ট ব্যবধানের উল্লেখ আছে৷ বিষয়টি মুসলমান সম্প্রদায়ের নিজস্ব৷ এখানে সরকার অথবা অন্য কারো নাক গলানো অনুচিত৷ তাছাড়া স্বামীকে যদি জেলে পাঠানো হয়, তাহলে স্ত্রীর কী হবে?‌ খোরপোষ কে কীভাবে দেবে?‌ ভারতে মুসলিম মহিলাদের ৭০ শতাংশই সামাজিক ভাবে সচেতন নন৷ প্রকৃত সমাধান করতে হলে তাঁদের সচেতন করতে হবে৷ আইন করে নয়৷'‌'‌ 

‘ কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে তা ইসলামবিরোধী’

This browser does not support the audio element.

কংগ্রেস ও তৃণমূল-সহ সবকটি বিরোধী দলের প্রবল আপত্তি সত্ত্বেও গত ২৭ ডিসেম্বর লোকসভায় পাশ  হয়েছে তিন তালাক বিল, যার আইনি নাম ‘‌দ্য মুসলিম উইমেন(‌প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল ২০১৮'‌৷ এর আগে একই বিল লোকসভায় পাশ করে একইভাবে রাজ্যসভায় পেশ করে বিফল হয়েছে সরকার৷ রাজ্যসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা নেই, বিরোধীরা শক্তিশালী৷ তার ওপর তিন তালাক বিলের বিরোধিতায় বিরোধীদের পাশে দাঁড়িয়েছে এআইএডিএমকে৷ এই পরিস্থিতিতে সাধারণ ভোটাভুটির মাধ্যমে তিন তালাক বিল পাশ করানো অসম্ভব৷ আবার বিরোধীদের দাবি মেনে সরকার যদি বিলটিকে যৌথ সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠায়, তাহলে মোদী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে কমিটির সুপারিশ পেশ ও বিল পাশ প্রায় অসম্ভব হবে৷ তাই বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের যথেস্ট অবকাশ রয়েছে৷ স্বভাবতই বেকায়দায় মোদী সরকার৷ তবে, অভিজ্ঞ মহলের মতে, রাজ্যসভায় বিলটি আটকে গেলেও আগামী লোকসভা নির্বাচনের প্রচারে তা তুলে ধরবে ভারতীয় জনতা পার্টি৷

 পশ্চিমবঙ্গে তিন তালাক-‌বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শালিমা হালদার তিন তালাক বিলকে সর্বতোভাবে সমর্থন করেন৷ তিনি বলেন,‘‘এতদিন মুসলিম মহিলাদের পণ্য হিসেবে দেখা হতো৷ তাঁদের কোনো মতের মর্যাদা দেওয়া হতো না৷ শরিয়ত আইনেও তাঁদের কোনো অধিকার দেওয়া হয়নি৷ তাঁর কথায়, ‘‌‘‌যে কোনো কারণে স্ত্রীকে পছন্দ না হলেই মুসলিম স্বামীরা ঘুমের ঘোরে বা নেশার ঘোরে তিনবার তালাক দিলেই বিবাহবিচ্ছেদ হয়ে যেত৷ মেয়েদের জীবন যেন কচু পাতার ওপর জল!‌ এখন বিরোধীদের উচিত এই বিলকে সমর্থন করা৷ কারণ, দীর্ঘ ৭০ বছর ধরে তারা কিছু করেনি৷ এখন যখন স্পর্শকাতর বিষয়টি নিয়ে আইন তৈরি হচ্ছে, তখন বিরোধিতা কাম্য নয়৷ মুসলিম ভোটবাক্সের দিকে তাকিয়ে বিরোধিতা করছেন বিরোধী দলগুলি৷'‌'‌

মূলত সংসদীয় কমিটির স্ক্রুটিনি ও পরামর্শকে দূরে সরিয়ে রেখে বিল পাশের বিরোধিতায় সরব হয়েছে বিজেপিবিরোধী দলগুলি৷ তাছাড়া প্রস্তাবিত আইনে মুসলিম স্বামীর বিরুদ্ধে ফৌজদারি শাস্তির ব্যবস্থাস (‌তিন বছর পর্যন্ত কারাদণ্ড)‌ চাইছে না তারা৷ প্রস্তাবিত আইনটিকে ‘‌মুসলিম‌বিরোধী' বলেও মনে করছে কয়েকটি দল৷ এ অবস্থায় নিজেদের মধ্যে আগেভাগে বৈঠক করে বিলটিকে ঠেকানোর রণকৌশল ঠিক করে নিয়েছিলেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই, সপা, বসপা, আরজেডি, টিডিপি, ডিএমকে-সহ অন্যান্য দলের নেতারা৷ রাজ্যসভায় বিলটি আনেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ অধিবেশন শুরু হতেই বিরোধীদের হইচইয়ের জেরে দফায় দফায় অধিবেশন মূলতবি হয়েছে৷

‘এতদিন মুসলিম মহিলাদের পণ্য হিসেবে দেখা হতো’

This browser does not support the audio element.

উল্লেখ্য, মুসলিম দম্পতির বিবাহবিচ্ছেদে তিন তালাক প্রথাকে ‘স্বেচ্ছাচার' আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের কথাও বলেছিল আদালত, বিল এনেছে সরকার, লোকসভায় পাশ হয়েছে৷ এরপর রাজ্যসভায় পাশ হলে সেটি রাষ্ট্রপতির কাছে যাবে৷ তিনি স্বাক্ষর করলেই তৈরি হবে আইন৷ নতুন বিলে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে৷ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং জরিমানার সংস্থান রয়েছে৷ পাশাপাশি ওই সময়ে স্ত্রীর খোরপোষের বিষয়টিও উল্লেখ করা হয়েছে৷ বিরোধীদের প্রশ্ন, স্বামীর কারাদণ্ড হলে স্ত্রী'র ভরণপোষণের দায়িত্ব নেবেন কে?‌‌ সবমিলিয়ে তিন তালাক বিল আইনে রূপান্তর হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে অভিজ্ঞ মহল৷ এমন ভাবনার পেছনে যুক্তি হলো, সংসদের চলতি শীতকালীন অধিবেশনই নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশন৷ এরমধ্যে বিল পাশ না হলে সেটি পাশ করাতে পারবে আগামী সাধারণ নির্বাচনের পর গঠিত নতুন সরকার৷ আপাতত বিশ বাঁও জলে তিন তালাক বিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ