1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের

২২ মে ২০১১

জাতীয় সংসদের স্পিকার সংসদ বর্জন না করে সংবিধান সংশোধন নিয়ে সংসদে গিয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন৷ আর সংসদের চিফ হুইপ বলেছেন, বিরোধী দল সংসদে না এলেও সংবিধান সংশোধনে কোন সমস্যা হবে না৷

The Speaker of Bangladesh parliament Advocate Md. Abdul Hamid visited Berlin on 29.07.2010. Abdullah Al-Farooq, Duty Editor, Bengali department interviewed the Speaker at the Bangladesh Embassy in Berlin. Ambassador Mr. Mosud Mannan was also present at the occassion.
ছবি: DW

আজ বিকেল ৪টায় বসবে সংসদের অধিবেশন৷ আর ৯ই জুন বাজেট পেশ হবে সংসদে৷ ৩০শে জুন বাজেট পাশ হওয়ার কথা৷ বাজেট পাশের পরও মধ্য জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে৷ সংবিধানের সংশোধনী প্রতিবেদন এবং বিল উত্থাপন হতে পারে এই অধিবেশনে৷ স্পিকার আব্দুল হামিদ মনে করেন সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত দেয়া উচিত৷ আর সে সুযোগ এখনো তাদের রয়েছে৷

তিনি রাজনৈতিক দলগুলোকে এক এগারোর (১/১১) কথা মনে করিয়ে দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার সুযোগেই তৃতীয় শক্তি অনুপ্রবেশের সুযোগ পায়৷

স্পিকার মনে করেন, সকল বিরোধিতার পরও রাজনৈতিক দলগুলোর মধ্য দূরত্ব কমিয়ে আনা উচিত৷ যা যৌক্তিক তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সবার মধ্যে৷ নয়তো সাধারণ মানুষই রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করতে পারে৷

অন্যদিকে, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, বিরোধী দল সংসদে না এলেও সংবিধানের সংশোধনী পাসে কোন সমস্যা নেই৷ অতীতে বিরোধী দল ছাড়া অনেক সংশোধনী পাস হয়েছে৷

এদিকে, সংসদের এই অধিবেশনের শুরুর দিকেই সংসদে যোগ দিতে না পারলে সদস্যপদ হারাবেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী৷৷ নিয়ম অনুযায়ী, কেউ টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল হয়ে যায়৷ কিন্তু চৌধুরী টানা ৮৩ কার্য দিবস সংসদে অনুপস্থিত আছেন৷ যুদ্ধাপরাধের মামলায় তিনি কারাগারে থাকায় তাই তাঁকে প্যারোলে মুক্তি দেয়ার আবেদন জানিয়েছে তাঁর পরিবার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ