1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের প্রস্তুতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ ডিসেম্বর ২০১২

বিএনপি’র নেতৃত্বে ১৮ দলের অবরোধ কর্মসূচিতে নামানো হয়েছে মোবাইল কোর্ট৷ পুলিশ বলেছে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ আর বিএনপি বলেছে তাদের কর্মসূচিতে বাধা এলে দেয়া হবে লাগাতার হরতাল৷

Local people gather as they watch a protest rally near police standing guard during a nationwide strike in Dhaka September 23, 2012. The day-long strike called by 12 Islamist groups are protesting against a U.S.-made anti-Islam film and a cartoon published in a French weekly on Saturday that they say insults the Prophet Mohammad, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST RELIGION)
ছবি: Reuters

রোববার ঢাকাসহ সারাদেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি ও তার ১৮ দলীয় জোট৷ আট ঘণ্টার এই অবরোধ শেষ হবে দুপুর ২টায়৷ বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই অবরোধে ঢাকা শহরেও কোন যানবাহন চলবে না৷ কারণ তারা সড়কেই অবস্থান নেবে৷ আর সেই ঘোষণা অনুয়ায়ী, তারা ঢাকার প্রবেশপথসহ রাজধানীর কমপক্ষে ১০টি জায়গার সড়কে অবস্থান নিয়েছেন৷ এই অবরোধ কর্মসূচি সফর করতে বিএনপি শনিবার রাজধানীতে ব্যাপক গণসংযোগ করেছে৷ সেখানে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন অবরোধে বাধা দিল তারা লাগাতার হরতাল দেবেন৷ আর বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করা হলে তাদের নেতা-কর্মীরা রাজপথ ছাড়বে না৷

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানিয়েছেন অবরোধ পালন যার যার পছন্দের ব্যাপার৷ তবে কাউকে জোর করে ঘরে রাখা যাবে না৷ গাড়ি চলাচলে বাধা দেয়া যাবে না৷ তা করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে৷ তিনি জানান অবরোধে সাধারণ মানুষের কাজকর্ম এবং চলাচলে যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য মোবাইল কোর্ট থাকছে৷ তারা তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা করবে৷

এদিকে গতরাতে ঢাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে৷ ফলে রাত থেকেই রাজধানীতে ভীতি ছড়িয়ে পড়েছে৷ নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র নেতৃত্বে ১৮ দল এই অবরোধ কর্মসূচি পালন করছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ