1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

২ মে ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতাদের জামিন আবেদন নিয়ে বিব্রত হয়েছেন হাইকোর্টের ২টি বেঞ্চ৷ ফলে বুধবার জামিন আবেদনের শুনানি হয়নি৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

গত রোববার হরতালের সময় সচিবালয়ে বোমা হামলা এবং রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২টি মামলা হয়৷ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আজ সকালে তাঁদের পক্ষে হাইকোর্টের বিচারপতি একেএম শাহেদুল হক এবং বিচারপতি সিদ্দিকুর রহমানের বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান৷ কিন্তু বিষয়টি দিনের কার্যতালিকায় না থাকায় ঐ দুই বিচারপতি শুনতে অপরারগতা প্রকাশ ও বিব্রত বোধ করেন৷

এরপর ব্যারিস্টার মওদুদ বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের আদালতে গেলে তারাও বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত কিনা, তা নিশ্চিত না হতে পেরে ফিরিয়ে দেন৷ এই আবেদনের সময় হাইকোর্টে মামলার এজাহারভুক্ত কোন নেতা সশরীরে হাজির হননি৷ পরে ব্যারিস্টার মওদুদ আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সকাল থেকেই হাইকোর্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, যাতে নেতারা আদালতে হাজির হতে না পারেন৷ তিনি অভিযোগ করেন, সরকার মানুষের মৌলিক অধিকারও হরণ করছে৷

অন্যদিকে হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাহাঙ্গির হোসেনের আদালতে পাবলিক পরীক্ষার সময় হরতাল বেআইনি ঘোষণা করতে রিট আবেদন করেন অ্যাডভোকেট ইউনুস আলি আখন্দ৷ আদালত তাঁর আবেদনে সাড়া দিয়ে রুল নিশি জারি করেছেন৷

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাচিবসহ সরকারের বিরুদ্ধে দেয়া এই রুলের জবাব দিতে হবে ৩ সপ্তাহের মধ্যে৷

উল্লেখ্য, এর আগেও হরতালের বিরুদ্ধ হাইকোর্টে রিট হয়েছে৷ হাইকোর্ট একটি রিটের রায়ে বলেছেন হরতাল বৈধ, তবে জোর জবরদস্তি করে হরতাল করা যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ