1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলকিস বানো গণধর্ষণ মামলা: মধ্যরাতে আত্মসমর্পণ ১১ জনের

২৩ জানুয়ারি ২০২৪

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের ১১ জন অপরাধী আত্মসমর্পণ করেছে। রোববার রাতে গুজরাটের গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ করেন অপরাধীরা।

২০২২ সালে নতুন দিল্লির রাস্তায় প্রতিবাদ সমাবেশে ১১ অভিযুক্তের মুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি সম্বলিত প্লেকার্ড হাতে কয়েকজন নারী
২০২২ সালে ১১ আসামিকে মুক্তি দেয়ার ঘটনায় নতুন দিল্লিতে প্রতিবাদে নামেন নারীরা ছবি: Sajjad Hussain/AFP/Getty Images

বিলকিস কাণ্ডে অভিযোগ প্রমাণিত হওয়া ১১ জনকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। পরে সুপ্রিম কোর্ট তাদের কারাগারে ফিরে যাবার নির্দেশ দেয়। গত ৮ জানুয়ারিএ নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত

ভারতের সংবাদমাধ্যম জানায়, রোববার রাত সাড়ে ১১টা নাগাদ দুটো ব্যক্তিগত গাড়িতে গোধরা জেলের সামনে হাজির হয় বিলকিস বানো মামলার ১১ অপরাধী। রোববারই তাদের আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার শেষ হওয়ার কথা ছিল।

গত ৮ জানুয়ারি ১১ জনকে আত্মসমর্পণের নির্দেশ দেয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, গুজরাট সরকারের ওই সিদ্ধান্ত এক্তিয়ারের বাইরে।

অপরাধীদের কয়েক জন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান, আত্মসমর্পণ করার জন্য তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক। কেউ দাবি করেন, তিনি অসুস্থ। কেউ আবার ছেলের বিয়ের কারণ দেখান। আরেকজন আবার কৃষিকাজ সংক্রান্ত কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন আদালতে। কিন্তু তাদের আর্জি ধোপে টেকেনি। আপাতত তাদের ঠিকানা গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা জেল।

আরকেসি/এসিবি (আনন্দবাজার পত্রিকা, এই সময়)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ