1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান

৬ জুলাই ২০১১

একটা ছবি কত আয় করলে তাকে ব্যবসা সফল বলা যায়? মিলিয়ন ডলার? কিন্তু সেটি যদি কয়েকশ মিলিয়ন পার হয়ে বিলিয়ন ডলার ছোঁয় তাহলে তাকে কী বলবেন? হলিউডের ইতিহাসে এই চৌকাঠটি পার হয়েছে মাত্র আটটি ছবি৷

ক্যাপ্টেন স্পারো চরিত্রে জনি ডেপছবি: AP

তার সর্বশেষ সংযোজন জনি ডেপ অভিনীতি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজের চতুর্থ ছবিটি৷ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস' ছবিটি এখন পর্যন্ত গোটা বিশ্বে এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে৷ গত শনিবার তারা বিলিয়ন ডলারের মাইলফলক পার করে৷ এই তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিওর চেয়ারম্যান রিচ রস৷ পাশাপাশি তিনি এটা বলতেও ভুলেননি যে হলিউডের ইতিহাসে ব্যবসা সফল সেরা দশটি ছবির অর্ধেকই ওয়াল্ট ডিজনি স্টুডিওর করা৷অন্যদিকে ছবির এই দারুণ সাফল্যের জন্য অভিনেতা জনি ডেপ এর পাশাপাশি পরিচালক রব মার্শালের ভূয়সী প্রশংসা করেন প্রযোজক জেরি ব্রুকহাইমার৷ মূলত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ছবিতে ক্যাপ্টেন জ্যাক স্পারোর ভূমিকায় জনি ডেপ এর অভিনয় এই ছবির সাফল্যের মূল কারণ৷ পাশাপাশি ছবির কাহিনি ও দুঃসাহসী অভিযানও সিনেমার পর্দায় দারুণ শিহরণ তুলেছে৷ এখন পর্যন্ত এই সিরিজের চারটি ছবি মোট ৩.৬৮ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে বলে জানিয়েছে ওয়াল্ড ডিজনি৷

পেনোলপ ক্রুজের সঙ্গে জনি ডেপছবি: Walt Disney

এবার জানতে চাচ্ছেন বিশ্বের সেরা ব্যবসা সফল ছবিগুলো কোনটি? প্রথম ছবিটির নাম ‘অ্যাভাটার', যা মুক্তির দেড় বছর পর এখনও গোটা বিশ্বের হাজার হাজার সিনেমা হল মাতিয়ে যাচ্ছে৷ জেমস ক্যামেরনের এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ২.৭৮ বিলিয়ন ডলার৷ এরপরের ছবিটিও কিন্তু সেই ক্যামেরনের৷ ‘অ্যাভাটার' আসার আগ পর্যন্ত এটারই রেকর্ড ছিল৷ তার বিখ্যাত ‘টাইটানিক' ছবিটির কথাই বলছি৷ এটা এখন পর্যন্ত আয় করেছে ১.৮৪ বিলিয়ন ডলার৷ এরপর রয়েছে ‘লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিংস'৷ আর চতুর্থ অবস্থানে রয়েছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজের দ্বিতীয় ছবিটি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ