1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলুপ্তপ্রায় পাখি মারায় দু'জনকে পিটুনি

১২ আগস্ট ২০১৯

জার্মানির দক্ষিণে ‘কাপুকেইলি' নামের এক বিলুপ্তপ্রায় পাখি মেরে ফেলায় দুই জনকে মারধর করেছে ক্ষুব্ধ জনতা৷ তবে পাখি হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি বলছেন, পাখিটি তাকে আক্রমণ করেছিল, আত্মরক্ষায় পাখিটিকে মেরেছেন৷

দু'জন অভিযুক্তই মাতাল ছিলেন বলে জানিয়েছে পুলিশছবি: Imago Images/blickwinkel/D. Occhiato

টিটিসে-নয়স্টাড্ট শহরের পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এক পার্টি থেকে বাসায় ফেরার পথে দুই জার্মান একটি বিরল কাপুকেইলি পাখিকে বোতল দিয়ে পিটিয়ে মারেন৷

অভিযুক্ত দুই ব্যক্তির একজনের বয়স ২০ বছর, অন্যজনের ২২৷ দু'জনই মাতাল ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ তবে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন, পাখিটিই আগে তাদের আক্রমণ করে, এবং তারা নিজেদের আত্মরক্ষা করছিলেন৷

প্রত্যক্ষদর্শীরা অবশ্য ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিদের আক্রমণ করে বসেন৷ অভিযুক্ত পাখি হত্যাকারীদের মারধর করে তাদের ওপর বিয়ার ঢেলে দেয় এবং পুলিশ আসার আগ পর্যন্ত তাদের আটকে রাখে৷

পাখি হত্যাকারীদের আটক করার পাশাপাশি তাদের ওপর হামলাকারীদের ব্যাপারেও তদন্ত করছে পুলিশ৷

কাপুকেইলি শুধু জার্মানি নয়, ইউরোপ জুড়েই বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে৷ পাহাড়ি এলাকায় প্রায়ই মানুষের বাসস্থানের আশেপাশে চলে আসে এরা৷ জার্মানির দক্ষিণে ব্ল্যাক ফরেস্ট এলাকায় কাপুকেইলির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হিসেবে একটি বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে সরকার৷

এডিকে/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ