জার্মানির দক্ষিণে ‘কাপুকেইলি' নামের এক বিলুপ্তপ্রায় পাখি মেরে ফেলায় দুই জনকে মারধর করেছে ক্ষুব্ধ জনতা৷ তবে পাখি হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি বলছেন, পাখিটি তাকে আক্রমণ করেছিল, আত্মরক্ষায় পাখিটিকে মেরেছেন৷
বিজ্ঞাপন
টিটিসে-নয়স্টাড্ট শহরের পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এক পার্টি থেকে বাসায় ফেরার পথে দুই জার্মান একটি বিরল কাপুকেইলি পাখিকে বোতল দিয়ে পিটিয়ে মারেন৷
অভিযুক্ত দুই ব্যক্তির একজনের বয়স ২০ বছর, অন্যজনের ২২৷ দু'জনই মাতাল ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ তবে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন, পাখিটিই আগে তাদের আক্রমণ করে, এবং তারা নিজেদের আত্মরক্ষা করছিলেন৷
প্রত্যক্ষদর্শীরা অবশ্য ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিদের আক্রমণ করে বসেন৷ অভিযুক্ত পাখি হত্যাকারীদের মারধর করে তাদের ওপর বিয়ার ঢেলে দেয় এবং পুলিশ আসার আগ পর্যন্ত তাদের আটকে রাখে৷
কাপুকেইলি শুধু জার্মানি নয়, ইউরোপ জুড়েই বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে৷ পাহাড়ি এলাকায় প্রায়ই মানুষের বাসস্থানের আশেপাশে চলে আসে এরা৷ জার্মানির দক্ষিণে ব্ল্যাক ফরেস্ট এলাকায় কাপুকেইলির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হিসেবে একটি বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে সরকার৷
২০১৯ সালে যে প্রাণীগুলো বিলুপ্ত হতে পারে
বছর শেষে আমরা প্রাপ্তি-আপ্রাপ্তির হিসেব মিলাই৷ কিন্তু কখনো কি ভাবি এ সময়ে আমাদের আশপাশের অন্য প্রাণীদের কী অবস্থা? গবেষকরা বলছেন, ২০১৯ সালে হুমকির মুখে পড়বে বেশ কিছু প্রাণীর অস্তিত্ব৷
ছবি: Getty Images/AFP/T. Karumba
আর দেখা যাবে না সাদা গন্ডার?
গত বছর সাদা গন্ডার প্রজাতির সর্বশেষ পুরুষ সদস্যটি মারা যায় সুদানে৷বিজ্ঞানীদের কেউ কেউ বলছেন আইভিএফ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গন্ডারের এই প্রজাতিকে হয়তো টিকিয়ে রাখা যেতে পারে৷ কেউ আবার বলছেন প্রাণীটিকে টিকিয়ে রাখারা জন্য এ প্রযুক্তি ব্যবহারের সময়ও আর হাতে নেই৷
ছবি: Getty Images/AFP/T. Karumba
সাউথ চায়না টাইগার
বাঘের বিভিন্ন প্রজাতির মধ্যে সাউথ চায়না টাইগার সবচেয়ে বেশি হুমকির মুখে৷ যদিও ১৯৭০ সালের পর আর এটিকে দেখা যায়নি, তবে প্রাণী সংরক্ষকরা বলছেন, এখনো ৮০ টির মতো সাউথ চায়না টাইগার বেঁচে আছে৷
ছবি: Getty Images/AFP/A. Joe
আমুর চিতা
দক্ষিণ চীনের অধিবাসী এ প্রাণীটির সংখ্যাও এখন ৮০-তে নেমে এসেছে৷ নির্বিচারে প্রানী শিকার ও জঙ্গল কেটে ফেলার কারণেই হারিয়ে যাচ্ছে প্রাণীটি৷
ছবি: AP
ভাকুইটা
ভাকুইটার আরেক নাম গাল্ফ শুশুক৷ বিশ্বের তিন চতুর্থাংশ জলভাগ হলেও জলে ঠাঁই মেলেনি প্রাণীটির৷ সারা বিশ্বে প্রাণীটির সংখ্যা এখন মাত্র ১৫৷
ছবি: picture-alliance/dpa/WWF/Tom Jefferson
কালো গন্ডার
সাদা গন্ডারের মতো কালো গন্ডারও এখন বিলুপ্তির পথে৷ গবেষকরা বলছেন, এ প্রাণীটিকে টিকিয়ে রাখতে দরকার দ্রুত পদক্ষেপ, কেননা সারা বিশ্বে এর সংখ্যা মাত্র পাঁচ হাজার৷
ছবি: Imago/Chromorange
লাল নেকড়ে
অ্যামিরেকার দক্ষিণাঞ্চলের বাসিন্দা লাল নেকড়ের বর্তমান সংখ্যা মাত্র ৩০৷ এ প্রাণীটি হচ্ছে গ্রে উলফ ও কয়োটার একটি সংমিশ্রণ প্রজাতি৷
ছবি: Creative Commons
সাওলা
ভিয়েতনাম ও কম্বোডায়ার কিছু অঞ্চলে দেখা মেলে এ প্রাণীটির৷ প্রাণীটি এশিয়ান ইউনিকর্ন নামে পরিচিত৷ তবে সংখ্যায় এটি ১০০’র নীচে নেমে এসেছে বলে দাবি গবেষকদের৷