জিন পরিবর্তন করার প্রযুক্তি ক্রিসপার ব্যবহার করে ১১ হাজার বছর আগে হারিয়ে যাওয়া উলি ম্যামথকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে একটি বায়োসায়েন্স কোম্পানি৷
বিজ্ঞাপন
‘কলোসাল' নামের ঐ কোম্পানির যৌথ প্রতিষ্ঠাতা প্রযুক্তি উদ্যোক্তা বেন লাম ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রজনন শাস্ত্রবিদ জর্জ চার্চ৷ ডিএনএ পড়া ও লেখার ক্ষেত্রে যে অভাবনীয় অগ্রগতি হয়েছে সেটাকে কাজে লাগাতে চায় কলোসাল৷
বিজ্ঞানীরা ইতিমধ্যে ম্যামথের দাঁত, হাড় ও অন্যান্য অংশ খুঁজে পেয়েছেন, যেগুলো দিয়ে ম্যামথের ডিএনএ সিকোয়েন্স করার চেষ্টা করা হবে৷ এরপর সেই ডিএনএ এশিয়ান হাতির জিনে ঢুকিয়ে ‘হাতি-ম্যামথ সংকর' তৈরির চেষ্টা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলোসাল৷
এ কাজের জন্য ইতিমধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ১২৭ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে কলোসাল৷
কলোসাল দাবি করছে, উলি ম্যামথ দিয়ে তুন্দ্রা অঞ্চলের সঞ্জীবনী শক্তি ফিরিয়ে আনা যেতে পারে, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে পারে৷ তবে কীভাবে সেটা সম্ভব তার বিস্তারিত জানায়নি তারা৷
অবশ্য বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার কিছু সমস্যা আছে৷ ২০১৭ সালে ‘নেচার ইকোলজি ও এভুলিউশন' জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, এমন কাজে অনেক বেশি অর্থ ব্যয় হবে৷ সেটা না করে ঐ টাকা বর্তমানে টিকে থাকা প্রজাতি রক্ষায় কাজে লাগানো ভালো হবে৷
এছাড়া পুনরুজ্জীবিত করা প্রাণীর শরীরে নতুন প্যাথোজেন থাকতে পারে, যা মানুষকে সংক্রমিত করতে পারে৷
এশিয়ায় হুমকির মুখে থাকা আট প্রাণী
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচার বা আইইউসিএন বলছে, বিশ্বের ২৭ হাজারেরও বেশি প্রজাতি হুমকির মুখে রয়েছে৷ ছবিঘরে এশিয়া বাস করা কয়েকটি প্রজাতির তথ্য থাকছে৷
ছবি: picture-alliance/dpa/F. Lisnawati
সুমাত্রান ওরাংওটান
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচার, আইইউসিএন সুমাত্রার ওরাংওটানকে অতিবিপন্নের তালিকায় রেখেছে৷ শিকার ও আবাস কমে যাওয়া একদিন তারা হারিয়ে যেতে পারে৷
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন বা ডাব্লিউডাব্লিউএফ বলছে, সাউথ চায়না টাইগার বা চাইনিজ টাইগার প্রায় বিলুপ্তির পথে৷ তবে চীনের বিভিন্ন চিড়িয়াখানায় প্রায় ৬০টির মতো এমন বাঘ রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Joe
সান্ডা প্যানগোলিন
আট প্রজাতির প্যানগোলিনের মধ্যে এটি একটি৷ দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের দেখা যায়৷ মাঝারি থেকে বিশাল হুমকির মুখে রয়েছে তারা৷ সব প্যানগোলিনের মধ্য সান্ডা আর চাইনিজ প্যানগোলিনের বিলুপ্ত হওয়ার আশঙ্কা বেশি৷
ছবি: picture-alliance/dpa/F. Lisnawati
জাভার গণ্ডার
এটি সান্ডা গণ্ডার কিংবা এক শিংওয়ালা গণ্ডার নামেও পরিচিত৷ গণ্ডার গোত্রের মধ্যে এই প্রজাতিটি বিরল৷ অন্য জাতের গণ্ডারদের চেয়ে তাদের শিং সাধারণত আকারে ছোট হয়৷
ছবি: Colourbox/Jean Vaillancourt
সুমাত্রান টাইগার
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এদের বসবাস৷ ২০০৮ সাল থেকে তাদের নাম আইইউসিএন-এর বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে৷ পাম অয়েলের ব্যবসা প্রসারের কারণে তারা হুমকির মুখে রয়েছে৷
ছবি: Getty Images/AFP/T. Fabi
ব্যাকট্রিয়ান ক্যামেল
আরবের উটে কুঁজ আছে একটি৷ কিন্তু খেয়াল করে দেখুন ছবির উটে কুঁজের সংখ্যা দুটি৷ উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়া এলাকায় এদের পাওয়া যায়৷ মানুষের জন্য আবাসিক এলাকা সম্প্রসারণ, কৃষিকাজ ও নতুন নতুন খামার গড়ে তোলার জন্য ব্যাকট্রিয়ান ক্যামেলের সংখ্যা কমে যাচ্ছে৷
ছবি: picture alliance/ZUMA Press/Chapman
সাইগা
হরিণজাতীয় এই প্রাণীটি কাজাখস্তান ও রাশিয়ার কিছু অংশে পাওয়া যায়৷ কৃষিকাজ ও খামার সম্প্রসারণ ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট খরা ও অতিরিক্ত তাপমাত্রা তাদের সংখ্যা কমে যাওয়ার কারণ৷
ছবি: Imago/blickwinkel
কালো ঝুঁটির গিবন
দক্ষিণ-পূর্ব চীন ও উত্তর ভিয়েতনামে গেলে এই বানরদের পাওয়া যাবে৷ ২০০০ সালে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল৷ পরে ২০০২ সালে উত্তর-পূর্ব ভিয়েতনামে তাদের আবার দেখা মেলে৷