ডেমক্র্যাটিক কনভেনশন
৬ সেপ্টেম্বর ২০১২ কিন্তু বুধবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাশে দাঁড়ানোর পর অনেকটাই বদলে গেছে দৃশ্যপট৷ প্রতিপক্ষের সমালোচনার মুখে একটু কোণঠাসাই ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা, এমন সময়ে বড় ভরসা হয়ে তাঁর পাশে দাঁড়ালেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷
ওবামা আবার প্রেসিডেন্ট হলে আখেরে দেশের ক্ষতিই হবে বেশি - এ আশঙ্কার কথা শুনিয়ে শুনিয়ে প্রতিপক্ষ রিপাবলিকান পার্টি যখন ভোটারদের মন জিতে নেয়ার আশা করছে, তখনই ক্লিন্টন দাঁড়িয়েছেন ওবামার পাশে৷ ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় রাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বরং জোর গলায় বলেছেন, জনগণের জন্য ওবামা এখনো সেরা বিকল্প, বরং রিপাবলিকানদের কথায় কান দিলেই সমূহ ক্ষতির আশঙ্কা৷
গত সপ্তাহে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দী ওবামাকে একরকম ধুয়েই দিয়েছিলেন মিট রমনি৷ বুধবার ৪৯ মিনিটের ভাষণে বিল ক্লিন্টন সব সমালোচনারই জবাব দিয়েছেন কঠোর ভাষায়৷ পাশাপাশি রিপাবলিকান প্রার্থী রমনিকে নির্বাচিত করলে সমাজের ধনবানদের অধিকতর কল্যাণ আর অপেক্ষাকৃত দরিদ্রদের কপাল পুড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট৷
‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনারা কেমন দেশে বসবাস করতে চান?’’ এ প্রশ্ন রেখে তাঁর উত্তরও দিয়ে দিয়েছেন ক্লিন্টন৷ তাঁর কথায় যদি যুক্তরাষ্ট্রের জনগণ উন্নতির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশ চায়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে ওবামার চেয়ে যোগ্য প্রার্থী নেই৷
‘‘গত চার বছর উনি (ওবামা) যেভাবে কাজ করেছেন তা আমি বা আমার আগের কোনো প্রেসিডেন্টও পারতেন বলে আমি মনে করিনা৷ নতুন এবং আরো সম্ভাবনাময় এক দেশের ভিত গড়ে দিয়েছেন তিনি৷ যদি আপনারা প্রেসিডেন্টকে আরেক মেয়াদ রেখে দেন, লাভটা হাতেনাতে বুঝতে পারবেন৷’’ ভাষণে এভাবেই ওবামাকে প্রশংসায় ভাসিয়ে তাঁর প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ক্লিন্টন৷ তাঁর এমন বক্তব্য যে ওবামাকে অনেক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেবে এ কথা মানছেন সবাই৷ এমনকি প্রতিপক্ষ শিবির থেকেও শোনা যাচ্ছে বিল ক্লিন্টনের প্রশংসা৷
এসিবি / জেডএইচ (রয়টার্স)