বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবির মুখোমুখি হতে পারে টেপকো
৩১ মার্চ ২০১১বিস্ফোরিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারদিকের ২০ কিলোমিটার এলাকা খালি করার পরিকল্পনা জাপান সরকারের আপাতত নেই৷ এদিকে, বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক কোম্পানি কমপক্ষে ১৩০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবির মুখোমুখি হতে পারে বলে জানা গেছে৷
জাপান সরকারের মুখ্যসচিব ইয়োকিও ইডানো সাংবাদিকদের আজ জানিয়েছেন, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিস্ফোরিত এই কেন্দ্রের আশেপাশের ২০ কিলোমিটার এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া এবং ঐ স্থান খালি করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বা আইএইএ'র কাছ থেকে উপদেশ আসলেও, আপাতত এ বিষয়ে কোন সিদ্ধান্ত সরকারের নেই৷
বিস্ফোরিত ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরের ইতাতে নামক একটি গ্রামে ক্ষতিকারক মাত্রায় তেজস্ক্রিয়তার অস্তিত্ব পাবার পর এই কথা জানিয়েছে আণবিক শক্তি সংস্থা৷ অবশ্য ফুকুশিমার কেন্দ্রের প্রচণ্ড ক্ষতিকারক প্রভাবযুক্ত চারপাশের ৩০ কিলোমিটার এলাকার মানুষকে ঘরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে সরকার৷
এদিকে, সুনামির আঘাতে বিস্ফোরিত ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে টোকিও ইলেক্টিক পাওয়ার কোম্পানি বা টেপকো অন্তত ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবির মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ মূলত তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্তরা এই দাবি তুলতে পারেন বলে জানা যাচ্ছে৷ অবশ্য এই অর্থ দেবার মতো কোন অবস্থা নেই এই কোম্পানিটির৷ কারণ, ফুকুশিমার উদ্ধার কার্যক্রমের জন্য এখন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে তাদের৷ আর ক্ষতিপূরণ দাবির সম্ভাব্য এই অঙ্কটি ঐ কোম্পানির মূলধনের চারগুণেরও বেশি৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই