1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অপরাধ চক্রের সন্ধান

৩১ জানুয়ারি ২০১৮

ভারত, বাংলাদেশের মতো দেশে এ ধরনের অপরাধচক্র নতুন নয়৷ কিন্তু জার্মানির মতো প্রথম বিশ্বেও? নির্মাণ সংস্থাগুলিকে ঘিরে এক বিশাল অপরাধচক্রের সন্ধান পেয়েছে জার্মান পুলিশ৷

Deutschland Razzia gegen organisierte Schwarzarbeit
ছবি: picture-alliance/dpa/H. Battefeld

বড়সড় দুর্নীতিচক্রের হদিশ মিলল জার্মানিতে৷ দেশের নর্থ রাইন ওয়েস্টফেলিয়া অঞ্চলে মঙ্গলবার ভোরে পুলিশ এবং কাস্টমসের দুর্নীতিদমন শাখার অফিসাররা অভিযান চালায়৷ অভিযোগ, অভিযান চালিয়ে একটি বিশাল আকারের অপরাধচক্রের সন্ধান মিলেছে৷ যারা জার্মানির বিভিন্ন নির্মাণ সংস্থায় বেআইনি ভাবে শ্রমিক নিয়ে আসে৷ এই শ্রমিকদের জার্মান আইন অনুসারে বেতন দেওয়া হয় না৷ বীমা এবং সামাজিক নিরাপত্তার নিয়মগুলিও পালিত হয় না৷ বহুদিন ধরেই পুলিশের কাছে এ বিষয়ে তথ্য ছিল৷ মঙ্গলবার সকালে এই অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হয় বলে খবর৷

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে অভিযানটি বা রেইড শুরু হয়৷ নর্থ রাইন ওয়েস্টফেলিয়া অঞ্চলের ৩১ টি শহরে মোট ১৪০টি নির্মাণ সংস্থায় রেইড চালানো হয়৷ যেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভুয়ো কাগজপত্র, বেআইনি অস্ত্র এবং প্রচুর পরিমাণ অর্থ৷ জানা গিয়েছে, নির্মাণ সংস্থাগুলি ভুয়ো বিল তৈরি করে অপরাধচক্রের হাতে দিত৷ সেই বিল ব্যবহার করে অপরাধচক্র বেআইনি ভাবে শ্রমিক আনার কাজটি করত৷ যে আটজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়, তাদের মধ্যে দু'জন জার্মান, একজন বসনিয়ার, দু'জন সার্বিয়ার, একজন ইসরায়েলের৷ বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি৷ এদের সকলের বয়স ৩১ থেকে ৭২ বছরের মধ্যে৷

সূত্রের খবর, শুধু বেআইনি শ্রমিক নিয়ে আসাই নয়, অপরাধচক্রটি নির্মাণ সংস্থাগুলির ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও সাহায্য করতো৷ পুলিশ এবং কাস্টমস অফিসারদের দাবি, এ ধরনের এত বড় অপরাধচক্রের সন্ধান এর আগে জার্মানিতে পাওয়া যায়নি৷ মঙ্গলবারের অভিযান নিয়ে তারা আশাবাদী৷ তাদের বিশ্বাস, কান টানলে মাথা আসে৷ গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এই সংক্রান্ত আরো তথ্য মিলবে৷ সন্ধান পাওয়া যাবে রাঘব বোয়ালদের৷ তবে এতদিন কী করে এই অপরাধচক্র কাজ চালালো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই৷

পুলিশ জানিয়েছে, এই অপরাধচক্রের হাত বহু দূর বিস্মৃত বলেই তাদের ধারণা৷ ভিনদেশের অপরাধচক্র এর সঙ্গে জড়িত হলেও অবাক হওয়ার কারণ নেই৷ পুলিশ এবং আইনজ্ঞদের ধারণা, অপরাধ প্রমাণিত হলে গ্রেফতার হওয়া প্রত্যেক অভিযুক্তের অন্তত ১০ বছরের কারাবাস হবে৷ সঙ্গে বিপুল টাকা ক্ষতিপূরণও দিতে হবে৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ