1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষজ্ঞদের চোখে এবারের বাজেট

সমীর কুমার দে ঢাকা
১৩ জুন ২০১৯

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল৷ বাজেট বক্তৃতা পড়তে পড়তে তিনি অসুস্থ্ বোধ করলে বাকি অংশ পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

Bangladesch - Premierministerin Sheikh Hasina unterschreibt Haushalt
ছবি: PID

বাজেটের কোন অংশটি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে? ডয়চে ভেলের পক্ষ থেকে এই প্রশ্ন ছিল চার বিশেষজ্ঞের কাছে৷

ওয়াহিদ উদ্দিন মাহমুদ

This browser does not support the audio element.

অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ‘বিগত কয়েক বছরে ঘোষিত বাজেটের চেয়ে কিভাবে বাস্তবায়ন হয় সেই দিকেই আমার মনোযোগ বেশি৷ গত বছরের বাজেটে কী ছিল, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কেন অর্জিত হয়নি সেটা যদি বুঝতে পারি তাহলে এবারের বাজেট হয়ত আরো ভালো বুঝতে পারব৷ আর কর কীভাবে পরিবর্তন হল সেটা তো বোঝা গেল না৷ একটা জিনিস আমার ভালো লেগেছে, করের হার না বাড়িয়ে কিভাবে আওতা বাড়ানো যায় সেই চেষ্টা করা হয়েছে৷ এটা নীতিগতভাবে ভালো দিক'৷

অধ্যাপক কাজী খলিকুজ্জামান আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘আমার ভালো লেগেছে তারুণ্যের ব্যবহার৷ আওয়ামী লীগের ২০১৮ সালের ইশতেহারে এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে৷ তারুন্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি৷ আমাদের এখানে ৫ কোটি ২৮ লাখের মতো তরুণ প্রজন্ম আছে, এদেরকে ব্যবহার করার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে৷ বারবার বলা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে৷ আরেকটা জিনিস ভালো লেগেছে, ইশতেহারেও ছিল, আমার গ্রাম আমার শহর, মানে গ্রামগুলোকে শহরের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা৷ এটাও একটা উল্লেখযোগ্য দিক৷ এবারও অন্য বছরের মতো শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটাও ভালো দিক৷ কিন্তু বাস্তবায়ন করতে করতে সময় লেগে যায়, খুবই ধীরে শুরু হয় বাস্তবায়ন৷ এবার আগে থেকে বাস্তবায়ন শুরু হবে বলে আশা করব৷ আরেকটা জিনিস ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা আছে, সেটা দূর করার জন্য কিছু প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে৷ দ্রুত কমিশন গঠন করে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত হরে সমাধান করতে হবে৷ কিছু সমস্যা তো আগে থেকেই চিহ্নিত আছে, সেগুলো সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ আর বাজেটে প্রতি বছরই রাজস্ব আদায় ঘাটতি থাকে৷ এবার আগে থেকে চেষ্টা করলে সেটা হয়ত পূরণ করা সম্ভব'৷

ইব্রাহিম খালেদ

This browser does not support the audio element.

কাজী খলিকুজ্জামান আহমেদ

This browser does not support the audio element.

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ ডয়চে ভেলেকে বলেন, ‘বাজেট আসলে গতানুগতিক হয়েছে৷ এর মধ্যে এমন কোন বিশেষ বিষয় নেই৷ তবে ভ্যাট বাস্তবায়ন করতে পেরেছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক৷ যদিও ভ্যাটের নিয়ম অনুযায়ী একটি হার হওয়া উচিৎ ছিল সেটা হয়নি৷ তবুও অনেক ঝামেলার পর এটি বাস্তবায়ন হয়েছে৷ আরেকটি জিনিস হল তরুণ-যুবকদের জন্য একটা মূলধনের ব্যবস্থা রাখা হয়েছে৷ যদিও এটা খুবই কম তারপরও যে ব্যবস্থা রাখা হয়েছে সেটি বড় দিক৷ এই দুটি জিনিস আমার মনোযোগ আকর্ষণ করেছে'৷

গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়ালগ- সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘এবারের বাজেটে সরকার ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে৷ সেটার ব্যাপারে নিরাপত্তাবলয় বাড়ছে৷ কোন কোন ক্ষেত্রে ভাতাও বেড়েছে এবং অন্যান্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্যও বরাদ্দ বেড়েছে৷ বিশেষ করে এর আগে নারী বাজেটের সাথে এখন শিশু বাজেট যুক্ত হচ্ছে৷ প্রবীণদের ব্যাপারেও কথা আছে, এই মানবিকতার দিকটি আমার কাছে পছন্দ হয়েছে'৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ