1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ নিরাপত্তা

১৯ আগস্ট ২০১২

ঈদের ছুটির সময় ফাঁকা রাজধানীতে বাসা-বাড়িতে চুরি ডাকাতিসহ খুনের মত অপরাধও বেড়ে যায়৷ এসব নিয়ন্ত্রণে এবার অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ঈদের নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ৷

ছবি: Reuters

ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যান অধিকাংশ মানুষ৷ ফলে এ সময় রাজধানী থাকে অনেকটাই ফাঁকা৷ আর এই সুযোগ নেয় অপরাধীরা৷ বাসা-বাড়িতে চুরি ডাকাতিসহ খুনের মত অপরাধও বেড়ে যায়৷ প্রতি বছর এসব নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও তা নিয়ন্ত্রণ করা অনেক সময় সম্ভব হয় না৷

ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ বলেন, ‘‘অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এবার ঈদের নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে৷ ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরে এই তিন ধাপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ৷ পাড়া মহল্লায় মটরসাইকেল টহলের পাশাপাশি, প্রধান সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করা হবে৷''

বেনজীর আহমেদ বলেন, ‘‘বাসাবাড়ির পাশাপাশি ঈদে রাজধানীর শপিংমলগুলো দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে এর নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ৷ এ চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ৷''

ঈদ জামাত ঘিরে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে পুলিশ কমিশনার শনিবার সকালে ঈদগাহে যান৷ সেখানে তিনি সাংবাদিকদের বলনে, ‘‘ঈদের জামাতকে ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷ ঈদের সকালে আর্চওয়ের ভিতর দিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করবেন৷ আর্চওয়ের সামনেই ঈদগাহের মূল ফটকে থাকবে অত্যাধুনিক ডিটেক্টর৷ এর মাধ্যমে জানা যাবে মাঠে কোনো ধরনের ক্ষতিকর বস্তু নিয়ে কেউ প্রবেশ করছে কি না৷''

নিরাপত্তার ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য রাজধানীতে ২০ লাখ লিফলেট বিতরণ করেছে পুলিশ৷ পুলিশ কমিশনার বলেন, ‘‘জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করলে সমস্যা সমাধান সম্ভব৷''

পুলিশের নিরাপত্তা তৎপরতার বাইরেও থাকবে ব়্যাবের গোয়েন্দা নজরদারি৷ ব়্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছে নিরাপত্তার খুঁটিনাটি দিকগুলো নিশ্চিত করতে৷ পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকে ব়্যাব ও পুলিশের গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়৷ ঈদকে কেন্দ্র করে সারাদেশে পাঁচ হাজার ব়্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান ব়্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান৷ তিনি বলেন, ঢাকাতেই মোতায়েন হয়েছে দুই হাজার এবং ঢাকার বাইরে সারাদেশে থাকবে আরো তিন হাজার ব়্যাব৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ