1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ ড্রোন পরীক্ষা করছেন জার্মানির গবেষকেরা

৭ ফেব্রুয়ারি ২০২২

জার্মানির ব্রাউনশোয়াইগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটু অন্যরকম ড্রোন নিয়ে পরীক্ষা করছেন৷ এসব ড্রোন দিয়ে বাতাসে দূষণের মাত্রা ও আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আরও বিশদভাবে জানা সম্ভব৷

প্রতীকী ছবিছবি: Stefan Sauer/dpa/picture alliance

জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে এসব ড্রোন ভূমিকা রাখতে পারে৷

সম্প্রতি তিনটি ভিন্ন ধরনের ড্রোন আকাশে উড়িয়ে পরীক্ষা করেছেন গবেষকরা৷ এর মধ্যে একটি স্থায়ী পাখার ড্রোন, বাকি দুটো মাল্টি-কপ্টার্স৷ প্রথমটার নাম ‘মেসবার’ - যা এটি একটি উড়ন্ত গবেষণাগার৷ এই ড্রোন সম্পর্কে গবেষক লুটৎস ব্রেটস্নাইডার বলেন, ‘‘এটা একটা দূষণমাপক ড্রোন৷ দূষণকারী বিভিন্ন উপাদান সম্পর্কে জানার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এখানে৷ অনেকটা রাস্তার পাশে থাকা পর্যবেক্ষণ স্টেশনের মতো৷ এটা কালির ঝুল, বস্তুকণা, ওজোন ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ পর্যবেক্ষণ করে৷’’

মেসবারকে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের উপযোগী করে তোলা যেতে পারে৷ এটি বিভিন্ন উচ্চতায় উড়ে সেখানকার বাতাসের গুন রেডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানাতে পারে৷

গবেষকরা তাদের ড্রোন দিয়ে অন্যান্য গবেষণা প্রকল্পকেও সহায়তা করেছেন৷

ড্রোন দিয়ে দূষণ মাপতে চান বিজ্ঞানীরা

03:17

This browser does not support the video element.

২০১৭ সালে তাদের দুটি ড্রোন আর্কটিকে পোলারস্টার্ন গবেষণা জাহাজে ব্যবহার করা হয়েছিল৷ একটির কাজ ছিল পোলার অঞ্চলে গ্রিনহাউস গ্যাস মিথেন সম্পর্কে তথ্য সংগ্রহ করা৷ আর অন্যটি দিয়ে এক হাজার মিটার উচ্চতা পর্যন্ত বাতাসের গুণমান পরীক্ষা করা হয়েছিল৷

আরেকি ড্রোনের নাম আলাদিনা৷ এটি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাস এবং অ্যারোসলের মতো সূক্ষ্ম কণার তথ্য সংগ্রহ করে৷ গবেষক আস্ট্রিড লাম্পার্ট জানান, ‘‘এসব তথ্য শুধু এমন ড্রোনের মতো আকাশে উড়তে থাকা যন্ত্র দিয়েই পাওয়া সম্ভব৷ আপনি যখন ভূমিতে বাতাসের দূষণ পরিমাপ করেন তখন উঁচুতে আকাশে তার পরিমাণ কেমন, তা জানতে পারেন না৷ কিন্তু প্রতিটি স্থানের তথ্য জানা দরকার, কারণ তাহলে কোন পদ্ধতিটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন৷’’

আলাদিনার কাজ আবহাওয়া সংক্রান্ত মৌলিক গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা৷ জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের জন্য এসব তথ্য দরকার৷ এছাড়া এর মাধ্যমে আরও নির্দিষ্টভাবে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য জানা যেতে পারে৷

টেক-অফ আর ল্যান্ডিংটা রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়৷ কিন্তু একবার উড়ে যাওয়ার পর আলাদিনা নিজেই চলাচল করে৷ শিগগিরই বার্লিনের আকাশে এটি চলাফেরা করবে৷

নতুন চালু হওয়া বার্লিন-ব্রান্ডেনবুর্গ বিমানবন্দর দূষণের মাত্রা কতটা বাড়িয়েছে তা জানাবে আলাদিনা৷

বিয়র্ন প্লাটৎস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ