1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ পাতানো

১৯ ডিসেম্বর ২০১৩

ম্যাচ পাতানো কেলেঙ্কারি নিয়ে আবার তোলপাড় চলছে ইতালিতে৷ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গেনারো গাত্তুসোসহ বেশ কয়েকজন ফুটবলার ম্যাচ পাতানোয় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ ব্রাজিল বিশ্বকাপেও নাকি ম্যাচ পাতানো হতে পারে!

Logo Fußball Weltmeisterschaft Brasilien 2014
ছবি: picture-alliance/dpa

ইটালির ফুটবলের সঙ্গে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সম্পর্কটা দীর্ঘ দিনের৷ সর্বশেষ বড় কেলেঙ্কারির খবর এসেছিল ২০০৬ সালে৷ সেবার সিরি ‘এ'-র পাঁচটি ক্লাবের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হয়েছিল, তখনকার চ্যাম্পিয়ন জুভেন্টাসকে আগের দুটি শিরোপা কেড়ে নিয়ে নামিয়ে দেয়া হয়েছিল সিরি ‘বি'-তে৷ তারপরও বেশ কয়েকবারই ইটালির ফুটবল খবরে এসেছে ম্যাচ পাতানো কিংবা দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে৷ বিষয় দুটি আবার কালো ছায়া ফেলেছে ইটালির ফুটবলে৷ তদন্তে বেরিয়ে এসেছে নতুন খবর৷ বলা হচ্ছে, গত বছর পর্যন্ত, অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত যে ম্যাচ পাতানো হয়েছে তা মোটামুটি নিশ্চিত৷ এমন কাণ্ডে ইটালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো গেনারো গাত্তুসোও জড়িত ছিলেন বলে তদন্তকারীরা মনে করছেন৷

এ কারণে গাত্তুসোর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে৷ ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন গাত্তুসো৷ সুইজারল্যান্ডের সিয়ন ক্লাবের হয়ে খেলে পেশাদার ক্যারিয়ারে ইতি টানা ৩৫ বছর বয়সি এ মিডফিল্ডার হালে কোচ হিসেবে আছেন সিরি ‘বি'-এর ক্লাব পালের্মোর সঙ্গে৷ ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে তাঁর বাড়ি তল্লাশি করায় গাত্তুসো বলেছেন, ‘‘আমি অপমানিত বোধ করছি৷ তবে শান্ত আছি৷ আমি জীবনে কখনো কোনো রকমের কেলেঙ্কারিতে জড়াতে চাইনি৷''

ব্যাপক গ্রেপ্তার অভিযানও চালিয়েছে তদন্তকারীরা৷ সিরি ‘এ' এবং সিরি ‘বি'-র ফুটবলারসহ এ পর্যন্ত মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তদন্তকারীরা বলছেন, তাঁরা মনে করেন, ২০০৯ সাল থেকে ২০১২ পর্যন্ত ইতালিতে মোট ৯০টি ম্যাচ পাতানো হয়েছে৷

সোমবার বিচারক গুইডো সালভানির অনুমতি নিয়ে গেনারো গাত্তুসোর বাড়ি তল্লাশি করা হয়৷ ম্যাচ পাতানোর পেছনে খুব বড় একটি চক্র কাজ করছে, এমন তথ্য দিয়ে তিনি বলেছেন, ২০১৪ বিশ্বকাপেও ম্যাচ পাতানো হতে পারে৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ