1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে বিক্ষোভের আগুন

১৭ মে ২০১৪

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই৷ এ সময়েও ব্রাজিলে চলছে তুমুল বিক্ষোভ৷ বিশ্বকাপ আয়োজনে অঢেল অর্থ না ঢেলে সাধারণের জীবনযাত্রার মান বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধরা নেমেছে রাস্তায়৷ সার্থক আয়োজনের সম্ভাবনা তাই প্রশ্নবিদ্ধ৷

Brasilien Tumulte bei Massenproteste einen Monat vor WM Sao Paulo
ছবি: Reuters

বিভিন্ন দাবিতে শ্রমিক ইউনিয়ন, বাস চালক, শিক্ষক এমনকি পুলিশও ধর্মঘটে নেমেছে কোনো কোনো শহরে৷ এরই মাঝে ফুঁসে উঠেছে গত বছরের জুনে শুরু হওয়া গণবিক্ষোভ৷ তখনও বিপুল ব্যয়ে বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগী হবার দাবি জানাতে রাস্তায় নেমেছিল অজস্র মানুষ৷ বৃহস্পৃতিবারও দেখা গেছে সেই দৃশ্য৷

গ্লোবো নিউজের খবর অনুযায়ী, রাজধানী ব্রাসিলিয়া এবং সাও পাওলো, রিও ডি জানেরো, রেসিফেসহ অন্তত ১২টি শহরে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভকারীদের একাংশকে কোথাও কোথাও সুপারমার্কেটে লুটপাটও করতে দেখা গেছে৷ জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে ব্রাজিলের মোট ৫০টি শহরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে৷ বিশ্বকাপ শুরুর আগে সরকারকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে পুলিশ সদস্যদের ধর্মঘট৷ বৃহস্পতিবারই অবশ্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ৷

সাও পাওলো শহরে বিশ্বকাপ স্টেডিয়ামের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভছবি: AFP/Getty Images

দক্ষিণ অ্যামেরিকার দেশটিতে আগামী পাঁচ মাসে আরো অনেকবার রাস্তায় রাস্তায় বিক্ষোভকারীদের ঢল নামতে পারে৷ ১২ই জুন শুরু হয়ে ১৩ই জুলাই শেষ হবে বিশ্বকাপ৷ তারপর অক্টোবরে হবে প্রেসিডেন্ট নির্বাচন৷

ব্রাজিলের বামপন্থি সরকারের সামনে তাই কঠিন সময়৷ বৃহস্পতিবার বিশ্বকাপ আয়োজনের সমালোচনাকারীদের কঠোর সমালোচনা করে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিডেন্ট দিলমা রুসেফ৷ এ সময় তিনি দেশবাসীর প্রতি বিশ্বকাপের অতিথিদের স্বাগত জানাতে এগিয়ে আসার আহ্বান জানান৷ রুসেফ বলেন, ‘‘আতিথেয়তা ব্রাজিলিয়ানদের আত্মার অংশ৷ আমরা যেন এ কথা ভুলে না যাই৷''

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ