বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে দিন গুনছে ব্রাজিল৷ কিন্তু দেশের অশান্ত পরিস্থিতি গোটা প্রতিযোগিতার উপর যেন কালো ছায়া ফেলছে৷ এই অবস্থায়, বলা বাহুল্য, উদ্যোক্তাদের দুশ্চিন্তা বেড়েই চলেছে৷
বিজ্ঞাপন
ফুটবল পাগল দেশ ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ নিয়ে যে এত গোলমাল দেখা দেবে, এমনটা কে ভাবতে পেরেছিল! একে মূল প্রতিযোগিতার প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা এখনো দূর হয়নি৷ স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণের কাজে অস্বাভাবিক বিলম্ব দেখা দিচ্ছে৷ বিপর্যয় এড়াতে শেষ মুহূর্তে কাজের গতি বাড়ানো হয়েছে৷ অন্যদিকে সারা দেশে ছড়িয়ে পড়ছে সরকার-বিরোধী বিক্ষোভ৷ শুধু গত কয়েক সপ্তাহেই সরকারি কর্মীদের ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল৷ পরিবহন কর্মী, পুলিশ ও শিক্ষকরা নিজেদের দাবি তুলে ধরতে পথে নেমেছিলেন৷
গত বৃহস্পতিবার সাঁও পাওলো শহরের মেট্রো ও লোকাল ট্রেনের কর্মীরা ধর্মঘট পালন করেছেন৷ অথচ ক'দিন পর এই শহরেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে৷ রিও ডি জানেরো শহরের শিক্ষকরা সন্ধ্যার ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়৷ এপ্রিল মাসে সালভাদোর শহরের পুলিশ দু'দিনের ‘ওয়াকআউট' করায় শহরে অপরাধের হার আচমকা বেড়ে গিয়েছিল৷ আরেকটি শহরে পুলিশ ধর্মঘটের ফলে ব্যাপক লুটতরাজ শুরু হয়ে যায়৷ এই সব ক'টি শহরেই বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে৷
বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলের গুরুত্বপূর্ণ শহরগুলিতে দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষের ঢল নামছে৷ প্রতিযোগিতা চলাকালীনও যদি এমন ধর্মঘট ও অবরোধ চলতে থাকে, তাঁরাও চরম দুর্ভোগে পড়বেন৷ সে ক্ষেত্রে চরম অরাজকতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সরকারি কর্মীদের সংগঠনও এ বিষয়ে কোনো আশ্বাস দিতে প্রস্তুত নয়৷ ফলে সংকটের পূর্বাভাষ পাওয়াও কঠিন হয়ে উঠছে৷ এমনকি সুপ্রিম কোর্টের ইনজাংকশন সত্ত্বেও ফেডারেল পুলিশ কর্মীরা বিশ্বকাপ চলাকালীন ধর্মঘটের হুমকি দিয়েছে৷
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
বিশ্বকাপ প্রতিযোগিতার পেছনে ব্রাজিলের সরকার কোটি কোটি ডলার ঢেলে আসছে৷ ফলে জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিচ্ছে৷ গত বছর থেকেই সরকারি ও সংগঠিত ক্ষেত্রে ধর্মঘট, বিক্ষোভ, অবরোধ চলে আসছে৷ বিশ্বকাপকে কেন্দ্র করে মানুষ দ্বিধাবিভক্ত৷ অনেকে মনে করছেন, দাবি-দাওয়া ন্যায্য হলেও বিশ্বকাপের মতো প্রতিযোগিতার সময় সরকারকে এভাবে ‘ব্ল্যাকমেল' করা মোটেই নৈতিক পথ নয়৷ কারণ এর সঙ্গে দেশের সম্মান ও ভাবমূর্তির বিষয়টিও জড়িয়ে আছে৷