1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে প্রতিবাদ-বিক্ষোভ

৯ জুন ২০১৪

বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে দিন গুনছে ব্রাজিল৷ কিন্তু দেশের অশান্ত পরিস্থিতি গোটা প্রতিযোগিতার উপর যেন কালো ছায়া ফেলছে৷ এই অবস্থায়, বলা বাহুল্য, উদ্যোক্তাদের দুশ্চিন্তা বেড়েই চলেছে৷

ছবি: Reuters

ফুটবল পাগল দেশ ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ নিয়ে যে এত গোলমাল দেখা দেবে, এমনটা কে ভাবতে পেরেছিল! একে মূল প্রতিযোগিতার প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা এখনো দূর হয়নি৷ স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণের কাজে অস্বাভাবিক বিলম্ব দেখা দিচ্ছে৷ বিপর্যয় এড়াতে শেষ মুহূর্তে কাজের গতি বাড়ানো হয়েছে৷ অন্যদিকে সারা দেশে ছড়িয়ে পড়ছে সরকার-বিরোধী বিক্ষোভ৷ শুধু গত কয়েক সপ্তাহেই সরকারি কর্মীদের ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল৷ পরিবহন কর্মী, পুলিশ ও শিক্ষকরা নিজেদের দাবি তুলে ধরতে পথে নেমেছিলেন৷

অশান্ত পরিস্থিতি বিশ্বকাপের উপর কালো ছায়া ফেলছেছবি: Reuters

গত বৃহস্পতিবার সাঁও পাওলো শহরের মেট্রো ও লোকাল ট্রেনের কর্মীরা ধর্মঘট পালন করেছেন৷ অথচ ক'দিন পর এই শহরেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে৷ রিও ডি জানেরো শহরের শিক্ষকরা সন্ধ্যার ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়৷ এপ্রিল মাসে সালভাদোর শহরের পুলিশ দু'দিনের ‘ওয়াকআউট' করায় শহরে অপরাধের হার আচমকা বেড়ে গিয়েছিল৷ আরেকটি শহরে পুলিশ ধর্মঘটের ফলে ব্যাপক লুটতরাজ শুরু হয়ে যায়৷ এই সব ক'টি শহরেই বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে৷

বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলের গুরুত্বপূর্ণ শহরগুলিতে দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষের ঢল নামছে৷ প্রতিযোগিতা চলাকালীনও যদি এমন ধর্মঘট ও অবরোধ চলতে থাকে, তাঁরাও চরম দুর্ভোগে পড়বেন৷ সে ক্ষেত্রে চরম অরাজকতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সরকারি কর্মীদের সংগঠনও এ বিষয়ে কোনো আশ্বাস দিতে প্রস্তুত নয়৷ ফলে সংকটের পূর্বাভাষ পাওয়াও কঠিন হয়ে উঠছে৷ এমনকি সুপ্রিম কোর্টের ইনজাংকশন সত্ত্বেও ফেডারেল পুলিশ কর্মীরা বিশ্বকাপ চলাকালীন ধর্মঘটের হুমকি দিয়েছে৷

বিশ্বকাপ প্রতিযোগিতার পেছনে ব্রাজিলের সরকার কোটি কোটি ডলার ঢেলে আসছে৷ ফলে জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিচ্ছে৷ গত বছর থেকেই সরকারি ও সংগঠিত ক্ষেত্রে ধর্মঘট, বিক্ষোভ, অবরোধ চলে আসছে৷ বিশ্বকাপকে কেন্দ্র করে মানুষ দ্বিধাবিভক্ত৷ অনেকে মনে করছেন, দাবি-দাওয়া ন্যায্য হলেও বিশ্বকাপের মতো প্রতিযোগিতার সময় সরকারকে এভাবে ‘ব্ল্যাকমেল' করা মোটেই নৈতিক পথ নয়৷ কারণ এর সঙ্গে দেশের সম্মান ও ভাবমূর্তির বিষয়টিও জড়িয়ে আছে৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ