1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের উদ্বোধন নিয়ে জমজমাট ঢাকা

১৭ ফেব্রুয়ারি ২০১১

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে বাংলাদেশে৷ আর একটু পরেই নবপ্রযুক্তির মিশ্রণে তারকাখচিত এক অনন্য উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেবে ঢাকা৷ চলছে জোর প্রস্তুতি৷

ইতিমধ্যে বাংলাদেশ সরকার সব কলকারখানা, অফিস-আদালত আজ একটু আগেই বন্ধের নির্দেশ দিয়েছে৷ উদ্দেশ্যে সব নাগরিক যেন উপভোগ করতে পারে ভিন্ন এই আয়োজন৷ যেখানে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হচ্ছে৷ থাকছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' থেকে ‘জয় বাংলা বাংলার জয়' পর্যন্ত নানা সংগীতের সঙ্গে প্রযুক্তির মিশ্রণে ভিন্ন এক পরিবেশনা৷

শুধু বাংলাই নয়, হিন্দি ও সিংহলি এবং ইংরেজি ভাষায় থাকবে বিভিন্ন উপস্থাপনা৷ আয়োজক অন্যান্য দেশ নির্দিষ্ট সময়ে নিজেদের ঐতিহ্য মেলে ধরার সুযোগ পাচ্ছে এই আয়োজনে৷

উদ্বোধনী অনুষ্ঠানে রিকশাও পাবে স্বীকৃতি৷ বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের অধিনায়করা মাঠে প্রবেশ করবেন রিকশায় চড়ে, এমনটাই জানিয়েছে গণমাধ্যম৷ সবমিলিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন সাজ সাজ রব৷

তবে বিশ্বকাপ উপলক্ষ্যে আগত অতিথিদের যোগাযোগের কোন বিশেষ ব্যবস্থা করা হয়নি৷ তাই বাদুড় ঝোলা হয়ে বিদেশি অতিথিদের বাসে চড়তে দেখতে হতে পারে এবার৷ গণমাধ্যমগুলো সেই আশঙ্কাই প্রকাশ করছে৷ বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা অবশ্য বেশ কড়া৷

উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপ ২০১১ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা৷ তিন দেশের এক দশমিক তিন বিলিয়ন মানুষের জন্য এক বড় উৎসবের উপলক্ষ্য এই বিশ্বকাপ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ