1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে ব্রাজিলে মূল্যস্ফীতি

২৫ এপ্রিল ২০১৪

অসমাপ্ত নির্মাণকাজ, বিমানবন্দরে অতিরিক্ত ভিড় – ব্রাজিল বিশ্বকাপে এসবের সঙ্গে এবার যোগ হয়েছে নতুন এক সমস্যা৷ আর তা হলো মূল্যস্ফীতি৷ স্টেডিয়াম নির্মাণ, ভেন্যু সংস্কারের মতো কাজে ব্যয় হয়েছে প্রচুর৷ বেড়েছে জিনিসপত্রের দাম৷

WM Stadion Manaus
ছবি: picture alliance/augenklick/firo Sportphoto

জুন থেকে মাসব্যাপী যে বিশ্বকাপ চলবে তার ফলে ব্রাজিলে পর্যটকের সমাগম ঘটবে অন্তত ৬ লাখ৷ ফলে বেড়ে যাবে বিমানের টিকিট, হোটেলে থাকা এবং রেস্তোরাঁয় খাবার খরচ৷ এখনই ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ মূল্যবৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছেন৷ কেননা মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় ৬.১৯ শতাংশে৷

ব্রাজিলের বেলো হরাইজোন্তের ইবমেক বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক রেগিনাল্দো নগুইরা বলেছেন, ‘‘বিশ্বকাপ সরকারের জন্য পুরো পরিস্থিতিকে জটিল করে তুলছে৷ স্টেডিয়ামের নির্মাণকাজ, নগর সংস্কারসহ নানা কাজে বিপুল ব্যয় মেটাতে বিপর্যস্ত ব্রাজিল সরকার৷'' অক্টোবরে যেখানে রুসেফ পরবর্তী নির্বাচনের লড়ার চিন্তাভাবনা করছেন, সেখানে বর্তমান পরিস্থিতি বিরূপ হয়ে উঠেছে৷

নগুইরা বলছেন, ‘‘পুরো ২০১৪ সালে মূল্যস্ফীতি ২.৫ থেকে ৬.০-এর মধ্যে রাখলে ব্রাজিল তার লক্ষ্যে পৌঁছাবে৷'' তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা৷ কেবল জুন মাসেই মূল্যস্ফীতি ০.৩৫ ভাগ হবে বলে জানিয়েছেন তাঁরা৷ অনেক অর্থনীতিবিদ অবশ্য এ বিষয়ে একমত যে, বিশ্বকাপ শেষ হওয়ার পর মূল্যস্ফীতি অনেকটাই কমে আসবে৷ কিন্তু কর্তৃপক্ষের আশঙ্কা যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে বা অদূর ভবিষ্যতে বাড়বে, বিশ্বকাপের পর তা সেই হারে কমবে না৷

বিশ্বকাপ চলার সময় ব্রাজিলে অন্তত ৬ লাখ পর্যটক ভিড় জমাবেছবি: AP

বর্তমানে সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে জনরোষের মুখে পড়েছে৷ এরই মধ্যে সাধারণ মানুষ তাঁদের ক্ষোভ জানাতে শুরু করেছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই প্রতিক্রিয়ার দেখা মিলছে৷ ফেসবুকে একটি পাতায় খোলা হয়েছে ‘রিও সুরিয়াল' নামে৷ ঐ পাতার মূল উদ্দেশ্য রিও ডি জানেরোতে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা৷ সেখানে এক ব্যক্তি লিখেছেন, ‘‘শুক্রবারে রিও-তে বিয়ার খেতে গেলেও এখন ধনী হতে হবে৷ কেননা বিয়ারের দাম বেড়ে হয়েছে চার ডলার৷''

এদিকে রাজধানী ব্রাসিলিয়ায় এখনই বেড়েছে হোটেল কক্ষের ভাড়া৷ স্টেডিয়ামের কাছের একটি হোটেলে একটি কক্ষের একদিনের ভাড়া দাঁড়িয়েছে ৬০০ ডলার৷ আর টুর্নামেন্ট চলাকালে সেই কক্ষের ভাড়া বেড়ে দাঁড়াবে ১,০০০ মার্কিন ডলারে৷

এপিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ