সময় কিন্তু বেশি বাকি নেই৷ আর মাত্র এক মাস৷ তারপরই অপেক্ষার পালা শেষ৷ ১৪ জুন রাশিয়ায় শুরু হয়ে যাবে বিশ্বকাপ ফুটবল ২০১৮, যা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামেও পরিচিত৷ তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই৷
বিজ্ঞাপন
ঢাকায় চলতে ফিরতে অনেকে নিশ্চয়ই বিভিন্ন দেশের পতাকা আর জার্সি বিক্রি শুরু হওয়া দেখে ফেলেছেন৷ বিশ্ব ব়্যাংকিংয়ে ১৯৭ নম্বরে থাকা বাংলাদেশ, সমর্থকদের ব়্যাংকিং করা হলে নিশ্চয়ই শীর্ষ দশে জায়গা করে নিতো৷ কারণ, বিশ্বকাপের সময়টায় প্রায় সব শহরে বাসাবাড়ির ছাদে যেভাবে প্রিয় দলের পতাকা ওড়ান বাঙালি সমর্থকরা, তা সত্যিই অভাবনীয়৷ আর প্রিয় দল নিয়ে বন্ধু-প্রতিবেশীদের সঙ্গে চায়ের কাপ হাতে বিবাদে জড়ানোর আনন্দতো আছেই৷ সেই বিবাদে জয়ী হতে প্রিয় দল সম্পর্কে এখনই বিস্তারিত জেনে রাখলে আপনারই সুবিধা৷
এবার প্রথমবারের মতো রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আয়োজন সফল করতে ইতিমধ্যে দেশটি খরচের বিশ্ব রেকর্ড করে ফেলেছে৷ আয়োজক ১১টি শহরের সংস্কারের পেছনে ১১ বিলিয়ন ইউরো খরচ করেছে দেশটি৷ বিমানবন্দরগুলো সংস্কার ও প্রসারের কাজও হয়েছে এর মধ্যে৷
যে ৩২টি দল থাকছে ২০১৮ বিশ্বকাপে
ইটালি, নেদারল্যান্ডস, চিলি, যুক্তরাষ্ট্র, ঘানার মতো দেশ বাছাইপর্ব পেরোতে না পারলেও ৩২টি দেশ কিন্তু ঠিকই পেয়ে গেছে ২০১৮ বিশ্বকাপের টিকিট৷ চলুন দেখে নেয়া যাক, কোন ৩২টি দেশ থাকছে রাশিয়ায় অনুষ্ঠেয় প্রথম ফুটবল বিশ্বকাপে...
ছবি: Getty Images/AFP/M.Rojo
স্বাগতিক রাশিয়া
আসরের আয়োজক হওয়ার সুবাদে সরাসরিই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে রাশিয়া৷ এ নিয়ে একাদশ বার বিশ্বকাপে খেলছে রাশিয়া৷ স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে তারা এবার কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়৷
ছবি: picture alliance/dpa/S. Fadeichev
ব্রাজিল
ব্রাজিলের আসলে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার কোনো নজিরই নেই৷ এ পর্যন্ত ২১ বার বাছাই পর্ব খেলেছে, প্রত্যেকবারই চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে সাম্বা ফুটবলের দেশটি৷ সেই ইতিহাস এবারও অটুট৷ দক্ষিণ অ্যামেরিকা অঞ্চলে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই রাশিয়ার টিকিট কেটেছে নেইমারের দল৷ সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে একমাত্র ব্রাজিল৷ এবার তাদের সামনে ষষ্ঠ সাফল্যের সুযোগ৷
ছবি: Imago/Xinhua
স্পেন
২০১০ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন পরের আসরে কিন্তু বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই৷ সেই হতাশা দূর করতে এবার এক ম্যাচ বাকি থাকতেই বাছাইপর্ব পেরিয়েছে ২০০৮ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নেরা৷
ছবি: Getty Images/D. Doyle
ফ্রান্স
জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভের মতে, এবারের আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স৷ ২০০৮ সালের চ্যাম্পিয়নরা ‘গ্রুপ এ’ থেকে সহজেই উঠে এসেছে চূড়ান্ত পর্বে৷ গ্রুপটা কিন্তু সহজ ছিল না৷ মনে রাখতে হবে, এই গ্রুপ থেকেই বাছাই পর্ব পেরোতে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস!
ছবি: picture alliance/AP Photo/M. Euler
পর্তুগাল
বয়স ৩২৷ ফলে রাশিয়াতেই হয়ত নিজের বিশ্বকাপটি খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো জিতেছে পর্তুগাল৷ এবার কি বিশ্বকাপ...?
ছবি: imago/Photosport
আইসল্যান্ড
২০১৬ সালের ইউরো থেকে ইংল্যান্ডকে বিদায় করেছিল তারা৷ এবার বিশ্বকাপে এসে কোন অঘটন ঘটায় কে জানে!
ছবি: picture-alliance/AP/B. Gunnarsson
সার্বিয়া
২১ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে তারা৷ ২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেললেও পরের বাদ আবার বাদ পড়েছিল বাছাইপর্ব থেকেই৷ এবার তাদের সামনে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার সুযোগ৷
ছবি: picture-alliance/dpa/AP/D. Vojinovic
নাইজেরিয়া
গ্রুপ বি থেকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল নাইজেরিয়া৷ পরে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে এর আগেও ছয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা সুপার ঈগলরা৷
ছবি: picture alliance/empics/J. Walton
জাপান
এশিয়া অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে উঠেছে জাপান৷ এটি তাদের ষষ্ঠ বিশ্বকাপ অভিযান৷
ছবি: Getty Images/Kaz Photography
জার্মানি
এই মুহূর্তে জার্মানি ফুটবল বিশ্বকে শাসন করছে বললে খুব একটা ভুল বলা হবে না৷ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা সর্বশেষ কনফেডারেশনন্স কাপ জিতেছে, আরো জিতেছে অনূর্ধ ২১ ইউরো চ্যাম্পিয়নশিপ৷ চারবারের বিশ্বকাপজয়ীরা এবারও কিন্তু ফেবারিট৷
ছবি: imago/ActionPictures
কোস্টারিকা
মধ্য অ্যামেরিকার দেশটি এবার বাছাইপর্ব পেরিয়েছে নাটকীয়ভাবে৷ রাশিয়ার আসরটি হবে তাদের পঞ্চম বিশ্বকাপ৷
ছবি: Imago/Agencia EFE/J. Arguedas
মেক্সিকো
এ নিয়ে মোট ১৬ বার চূড়ান্ত পর্বের টিকিট পেল মেক্সিকো৷ দাপটের সঙ্গেই এবার কনকাকাফ অঞ্চলের বাছাইপর্ব পেরিয়েছে তারা৷ দেখা যাক, ১৯৭০ এবং ১৯৮৬-র আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা মেক্সিকো এবার আরো উন্নতি দেখাতে পারে কিনা৷
ছবি: Getty Images/AFP/Y. Cortez
ইরান
ইরান যখন এশিয়া অঞ্চলের গ্রুপ এ চ্যাম্পিয়ন হলো, তখন শুধু স্বাগতিক রাশিয়া আর ব্রাজিলেরই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে৷ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পথে একটি রেকর্ডও গড়েছে তারা৷ বাছাই পর্বে টানা ১২ ম্যাচে কোনো গোল খায়নি তারা৷ শেষ ম্যাচে সিরিয়ার সঙ্গে ড্র (২-২) ম্যাচেই শুধু গোল খেয়েছে দলটি৷
ছবি: Getty Images/AFP/Jung Yeon-Je
ইংল্যান্ড
সেই ১৯৬৬ সালে একবার বিশ্বকাপ জিতেছিল তারা৷ তারপর থেকে একবারও ফাইনালেই উঠতে পারেনি৷ এবার কি ‘কাগুজে বাঘ’-এর দুর্নাম ঘোচাতে পারবে ইংল্যান্ড?
ছবি: picture alliance/empics/PA Wire/D. Klein
সৌদি আরব
জাপানকে ১-০ গোলে হারিয়ে এশিয়া অঞ্চল থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে সৌদি আরব৷ রাশিয়ার আসরটি হবে তাদের পঞ্চম বিশ্বকাপ৷
ছবি: Imago/Kyodo News
দক্ষিণ কোরিয়া
সাম্প্রতিক সময়ে এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলা একেবারে নিয়মিত ঘটনা৷ এবার সহজেই তারা দশমবারের মতো চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে৷ ২০০২ সালে স্বাগতিক হয়ে সেমিফাইনালে উঠেছিল এশিয়ার এই ফুটবল পরাশক্তি৷
ছবি: picture-alliance/Yonhap
বেলজিয়াম
এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুয়েন এবং ড্রিস ম্যার্টেনসদের নৈপুন্যে ইউরো অঞ্চলের গ্রুপ জি থেকে দু’ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বেলজিয়াম৷ ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা ‘রেড ডেভিলস’-দের কাছে থেকে এবারও আশাটা একটু বেশি৷
ছবি: Reuters/D. Ruvic
মিশর
আলেকজান্দ্রিয়ায় ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে মো সালা গোল না করলে কঙ্গোর সঙ্গে ২-১-এ ম্যাচ জেতা হতো না, আর তাহলে হয়ত এবার বিশ্বকাপও খেলা হতো না মিশরের৷ ১৯৯০-এর পর এই প্রথম বিশ্বকাপ খেলবে মিশর৷
ছবি: Reuters/A.A. Dalsh
পোল্যান্ড
সবাই জানেন, বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা খেলেন পোল্যান্ডের রবার্ট লেভান্ডোস্কি৷ বায়ার্ন তারকা এবারের বিশ্বকাপেরও বড় তারকা৷ ভুলে গেলে চলবে না যে, তিনি ১৬ গোল করে ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণেই ১০ বছর পর আবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে পোল্যান্ড৷
মেসির হ্যাট্ট্রিকের সুবাদে ইকুয়েডরকে হারিয়ে বাদ পড়তে পড়তেও বাছাইপর্ব পেরিয়েছে আর্জেন্টিনা৷ ম্যাচ জয়ের পর কোচ সাম্পাওলি জানিয়েছিলেন, ‘‘আমি ছেলেদের বলেছিলাম, মেসির কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ পাওনা নয়, বরং ফুটবলের কাছেই বিশ্বকাপটা পাওনা মেসির৷’’ দেখা যাক, কোচের কথা স্মরণ করে মেসিবাহিনী দেশকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিতে পারে কিনা৷
ছবি: Getty Images/AFP/J. Ruiz
পানামা
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে অল্পের জন্য চূড়ান্ত পর্ব মিস করেছিল তারা৷ তবে এবার সেই যুক্তরাষ্ট্রকে বিদায় করেই প্রথম বারের মতো বিশ্বকাপে উঠে এসেছে পানামা৷
ছবি: Getty Images/AFP/R. Arangua
কলম্বিয়া
২০১৪ বিশ্বকাপে নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করা খামেস রডরিগেজকে আবার দেখা যাবে বিশ্বকাপে৷ পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনা গোলটি এসেছি তাঁর পা থেকেই৷
ছবি: Getty Images/AFP/C. Bouroncle
উরুগুয়ে
ফুটবল বিশ্বকাপের প্রথম আয়োজক এবং প্রথম চ্যাম্পিয়ন দক্ষিণ অ্যামেরিকার এই দেশ৷ এবারের আসরটি তাদের ১৩তম বিশ্বকাপ৷
ছবি: Getty Images/AFP/M.Rojo
টিউনিসিয়া
নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে টিউনিসিয়া৷
ছবি: Reuters/Z. Souissi
মরক্কো
বাছাইপর্বে এবার কোনো ম্যাচ হারেনি মরক্কো৷ গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে ওঠা আফ্রিকার এই দেশটির লক্ষ্য হবে ১৯৮৬ সালের অর্জনকে ছাড়িয়ে যাওয়া৷ সেবার নকআউট পর্বে উঠেছিল তারা৷
ছবি: Getty Images/AFP/I. Sanogo
সুইজারল্যান্ড
বাছাই পর্বটা সহজ ছিল না তাদের জন্য৷ প্লে অফ খেলতে হয়েছে তাদের৷ সেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে একাদশবারের মতো চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড৷
ছবি: picture-alliance/AP Photo/G. Kefalas
ক্রোয়েশিয়া
তারাও বিশ্বকাপের টিকিট পেয়েছে প্লে অফ খেলে৷ সেখানে অবশ্য গ্রিসকে ৪-১ অ্যাগ্রিগেটে হারিয়েছিল তারা৷
ছবি: Reuters/C. Baltas
সেনেগাল
এই নিয়ে দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বে উঠলো সেনেগাল৷ প্রথমবার উঠেছিল ২০০২ সালে৷
ছবি: Reuters/S. Sibeko
সুইডেন
সুইডেন চূড়ান্ত পর্বে এসেছে ইটালিকে বিদায় করে৷ তাদের কারণেই ১৯৫৮-র পর এই প্রথম বিশ্বকাপের বাইরে ইটালি৷ সুইডেনের জন্য এটি দ্বাদশ বিশ্বকাপ চূড়ান্ত পর্ব৷
ছবি: Reuters/M. Rossi
অস্ট্রেলিয়া
১৯৩০ থেকে ২০০২-এর মধ্যে যে দেশটি মাত্র একবার বিশ্বকাপ খেলেছিল, সেই অস্ট্রেলিয়া এবার টানা চতুর্থবারের মতো নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব৷ প্লে অফে সিরিয়া এবং হন্ডুরাসকে হারিয়ে এই সম্মান অর্জন করেছে তারা৷
ছবি: Getty Images/M. King
ডেনমার্ক
১৯৮৬, ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালের পর আবার চূড়ান্ত পর্বে ডেনমার্ক৷ তবে তাদেরও প্লে অফ খেলেই আসতে হয়েছে৷ সেখানে আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম লেগ ০-০ ড্র হলেও, পরের লেগে পাত্তাই পায়নি আইরিশরা, তাদের ৫-১ গোলে উড়িয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে ডেনমার্ক৷
ছবি: picture-alliance/empics/B. Lawless
পেরু
৩৫ বছর পর আবার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে পেরু৷ প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে বাছাইপর্ব পেরিয়েছে তারা৷
ছবি: picture-alliance/AP/R. Abd
32 ছবি1 | 32
বিশাল দেশ রাশিয়া৷ এমনই বিশাল যে, সবচেয়ে পশ্চিম আর সবচেয়ে পুবের স্টেডিয়ামের দূরত্ব, মস্কো আর লন্ডনের মধ্যকার দূরত্বের সমান– প্রায় আড়াই হাজার কিলোমিটার৷ আর বিশালত্ব বোঝাতে এই পরিসংখ্যানটিও দেয়া যেতে পারে৷ সেটি হচ্ছে, বিশ্বকাপের সবগুলো স্টেডিয়ামই দেশটির ইউরোপীয় অংশে অবস্থিত৷ আরেকটি মজার বিষয় হচ্ছে, ১১টি আয়োজক শহর চারটি পৃথক টাইমজোনে অবস্থিত৷ ফলে রাশিয়ায় বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদের এবার এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে অনেক সময় লাগবে, ভোগান্তিও হয়ত বেশি হবে৷ যদিও সমর্থকদের কষ্ট লাঘবে রাশিয়া স্টেডিয়ামে যাওয়া-আসার জন্য বিনামূল্যে ট্রেনের ব্যবস্থা করেছে৷ ফলে কেউ যদি একেবারে পুবের শহর ইয়েকাতেরিমবুর্কে অনুষ্ঠিত ম্যাচের টিকিট কেটে থাকেন, তাহলে তিনি ইচ্ছে করলে মস্কো থেকে ঐ শহরে ট্রেনে বিনামূল্যে যেতে ও ফিরে আসতে পারবেন৷ জেনে রাখুন, এই দুই শহরের মধ্যকার দূরত্ব ১,৪১৬ কিলোমিটার৷ আর ট্রেনে শুধু একদিকে যেতেই সময় লাগবে কমপক্ষে এক দিন এক ঘণ্টা ১১ মিনিট!
রাশিয়ায় বিদেশি সমর্থকদের জন্য আরেকটি ভোগান্তির বিষয় হচ্ছে, সেখানকার প্রতিটি শহরে পৌঁছানোর একদিনের মধ্যে স্থানীয় পুলিশের কাছে নিজেদের তথ্য নিবন্ধন করাতে হবে৷ সেই সঙ্গে রুশ ফুটবল সমর্থকদের গুণ্ডামি ও বর্ণবৈষম্যমূলক আচরণের ইতিহাসের কথাও বিদেশি দর্শকদের মাথায় রাখতে হবে৷ যদিও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার নিরাপত্তা বাহিনী, সমস্যা তৈরি করতে পারে এমন সব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে৷
তবে রাশিয়ায় বিশ্বকাপ হওয়াতে এবার বাংলাদেশের টিভি দর্শকদের সুবিধা হবে, কারণ, খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে রাত ১২টার মধ্যে৷ এর মধ্যে বেশিরভাগ খেলাই সন্ধ্যা ছয়টা থেকে নয়টার মধ্যে শুরু হবে৷ ফলে সমর্থকদের রাত জাগার তেমন দরকার পড়বে না৷
পাঠকদের ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে ডয়চে ভেলেও প্রস্তুত হচ্ছে৷ প্রিয় দল ও খেলোয়াড়সহ বিশ্বকাপের নানান তথ্য জানতে এই লিংকে ক্লিক করা যেতে পারে৷
জেডএইচ/এসিবি (এএফপি)
বিশ্বকাপ রাশিয়ায় না বাংলাদেশে?
বিশ্বকাপে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা? হতে পারে, না-ও হতে পারে৷ কিন্তু বাংলাদেশে তারা মুখোমুখি৷ পুরো বাংলাদেশ যেভাবে মেতেছে ফুটবল উন্মাদনায়, তাতে চট করে মনে হতে পারে, বিশ্বকাপ যেন শুরু হলো বাংলাদেশে৷
ছবি: Noman Mohammad
পল্টন ময়দানে মুখোমুখি তারা
ঢাকার পল্টন ময়দানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ৷ নাইন স্টার যুব সংঘ নামের একটি ক্লাব এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে৷ এর আগেও দু’বার তারা এমন ম্যাচের আয়োজন করেছিল৷
ছবি: Noman Mohammad
গুলিস্তান যেন বিশ্বকাপের বাজার
নানান দেশের পতাকা আর বিশ্বকাপের জার্সির বাজার হয়ে উঠেছে রাজধানী ঢাকার গুলিস্তান৷ ক্রেতারাও যেন লাইন ধরেছেন৷ আগেভাগেই কিনতে শুরু করেছেন প্রিয় দলের পতাকা বা জার্সি৷
ছবি: Bdnews24.com
ক্রিকেটার তারেক আজিকের দোকানে
ক্রিকেটার তারেক আজিজ তাঁর স্পোর্টস সামগ্রীর দোকানে বিশ্বকাপের নানান জার্সির পসরা সাজিয়ে বসেছেন৷ বিক্রিও হচ্ছে খুব৷
ছবি: Noman Mohammad
ব্রাজিল, না আর্জেন্টিনা?
ব্রাজিল, না আর্জেন্টিনা? তর্কের শেষ নেই৷ মেসি, না নেইমার, কে ভালো, কত ভালো তার বিশ্লেষণ চলছে৷ দুই দলের সমর্থকদের মধ্যে চলছে চাপা দ্বন্দ্ব, ফোঁসফাঁস৷ দোকানে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ জার্সির একটি বড় অংশই উঠবে এ দুই দলের সমর্থকদের গায়ে৷
দেয়ালে দেয়ালে এমন ছবিও চোখে পড়ছে শহরের অলিগলিতে৷ ব্রাজিলের তারকা নেইমারের অনেকগুলো ছবি ক্যামেরাবন্দি হয়েছে৷
ছবি: Noman Mohammad
জার্মান সমর্থক
ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি হলেও বাংলাদেশে জার্মান সমর্থকও খুব কম নয়৷ আর সমর্থক না হলেও ভালোবাসেন জার্মান জার্সিকে৷
ছবি: Noman Mohammad
দরদাম
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ঢাকার গুলিস্তানে পতাকা কিনেছেন এই সমর্থকরা৷ চলছে বিক্রেতার সাথে দরদাম৷
ছবি: Bdnews24.com
পোস্টার ও ক্যালেন্ডারেও তারা
প্রিয় দলের খেলোয়াড়রা জায়গা পেয়েছে পোস্টার ও ক্যালেন্ডারেও৷
ছবি: Noman Mohammad
রাস্তার ওপর
রাজউকের সামনে রাস্তার ওপরও পতাকা উড়তে দেখা গেছে৷
ছবি: Noman Mohammad
বাড়ির ছাদে
পতাকা উড়ছে বাড়ির ছাদে ছাদে৷ এ সময়টায় এ চিত্র দেখা যায় সারা দেশে৷ তবে সম্প্রতি একটি রিটের কারণে অন্য দেশের পতাকা উত্তোলন নিয়ে বিতর্ক চলছে৷
ছবি: DW/M. Mamun
পতাকার ফেরিওয়ালা
একমাত্র বিশ্বকাপ এলেই পতাকার ফেরিওয়ালার বাঁশে আশ্রয় নেয় এমন রঙ-বেরঙের নানা দেশের পতাকা৷ অন্য সময় বাংলাদেশেরই বিভিন্ন সাইজের পতাকা থাকে সেখানে৷
ছবি: Bdnews24.com
ঈদেও জার্সি
সামনে রোজার ঈদ৷ অনেকেই গ্রামের বাড়ি যাবেন৷ তাই গ্রামের বাড়িতে থাকা স্বজনদের জন্যও কেউ কেউ নিয়ে যাবেন জার্সি৷ ঈদের আনন্দের সাথে ভাগাভাগি হবে খেলার আনন্দ৷