1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের পর বলিউড মাতাবেন শাকিরা

২২ জুন ২০১০

ওয়াকা ওয়াকা - নিয়ে এই মুহূর্তে খ্যাতির শীর্ষে শাকিরা৷ বিশ্বকাপের আসর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবখানেই বেজে চলেছে এই গান৷ যা বিশ্বকাপের আমজকে বাড়াচ্ছে বহুগুন৷

ফাইল ফটোছবি: AP

এই ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান তন্বীর নজর এখন বলিউডের দিকে৷ বিশ্বকাপের পরপরই একটি হিন্দি ছবির জন্য গাইবেন শাকিরা৷ ইতিমধ্যে নাকি কথাবার্তাও পাকা৷ গানের সুর করার দায়িত্বে আছেন বলিউডের উঠতি সংগীত জুটি সেলিম-সুলায়মান৷ সম্পর্কে দুই ভাই তারা, রয়েছে শাকিরার সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা৷ ওয়াকা ওয়াকা গানের রেকর্ডিংয়ে আফ্রিকান শিল্পীদের সঙ্গে ছিলেন এই দু'জন৷

অবশ্য, ঠিক কোন্ ছবির জন্য শাকিরার গান রেকর্ড করা হচ্ছে তা এখনো জানা যায়নি৷ সেলিম এই বিষয়ে জানান, আমরা আগামী মাসে গানটির রেকর্ড শুরু করার আশা করছি৷

শাকিরার এই গানে বেশ ল্যাটিন ভাব থাকবে বলেও জানান সেলিম৷

উল্লেখ্য, ভারতীয় ছবির গান অনেকক্ষেত্রে আগেই তৈরি করা হয়৷ পরবর্তীতে তা যোগ করে দেয়া হয় ছবির সঙ্গে৷ নায়ক-নায়িকারা ঠোঁট মেলান সে গানে৷

সেলিম এবং সোলায়মান ভাই জুটি কিন্তু একের পর হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন৷ সংগীত পরিচালক হিসেবে তারা কাজ করেছেন ‘কুরবান' এবং ‘চাক দে ইন্ডিয়া'-র মতো ব্যবসা সফল ছবিতে৷

তবে ইদানিংকালে ভারতীয় ছবিতে বিদেশি সংগীত শিল্পীদের আনোগোনা নতুন নয়৷ এইতো কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার তারকা কাইলি মিনোগ জুটি বাঁধেন অস্কার জয়ী বলিউড তারকা এ. আর. রহমানের সঙ্গে৷ তাঁরা গেয়েছেন ‘ব্লু' ছবিতে৷ যদিও সেটি তেমন ব্যবসা সফল হয়নি৷ তারপরও বিদেশি তারকাদের এমন বলিউড প্রীতিতে ক্ষতি কী!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ