1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রতিশোধ

১৬ আগস্ট ২০১২

নিজেদের ঘরের মাঠে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজয় বরণ করছে জার্মানি৷ খেলার ফলাফল ৩-১৷ যদিও এর মধ্যে একটি আত্মঘাতী গোল৷ মোটের উপর জার্মান গোলকিপার ‘লালকার্ড’ পাওয়াই সেদলে ছিল ১০ জন খেলোয়াড়৷

ছবি: picture-alliance/dpa

আশা ছিল আর্জেন্টিনাকে হারিয়ে ইউরো কাপের কষ্ট কিছুটা লাঘব করবে জার্মানি৷ ইউরো আসরে ইটালির কাছে বাজেভাবে হেরেছিল জার্মানরা৷ এরপর থেকে কড়া সমালোচনা সহ্য করতে হচ্ছে দলকে৷ কিন্তু ফ্রাঙ্কফুর্টে জার্মানদের কষ্ট আরো বাড়লো৷ খেলার ২৯ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে অবৈধভাবে রুখতে গিয়ে লাল কার্ড পান জার্মান গোলকিপার রন-রবার্ট সিলার৷ নতুন গোলকিপার মাঠে নামাতে গিয়ে দল থেকে সরে যান থমাস ম্যুলার৷

মাঠে নামা নতুন গোলকিপার মার্ক-আন্দ্রে টেয়ার স্টেগেন অবশ্য শুরুতেই লিওনেল মেসি'র একটি পেনাল্টি শট রুখে দেন৷ তবে এরপর আর্জেন্টিনাকে ঠেকানো জার্মানদের পক্ষে বেশ কষ্টকর হয়ে ওঠে৷

দশ জনের জার্মান দলের উপর বাড়তি বোঝা তৈরি করেন সামি খেদিরা৷ প্রতিপক্ষের কর্নার কিক রুখতে গিয়ে নিজেদের গোলেই বল জড়ান তিনি৷ প্রথমার্ধের শেষ সময়ে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মানি৷ জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ এই বিষয়ে বলেন, ‘‘আমরা প্রথম ২০ থেকে ২৫ মিনিট ভালোই খেলছিলাম৷ এরপরই আসলো ‘লালকার্ড' এবং আত্মঘাতী গোল৷''

Online: Interview with Haque - MP3-Mono

This browser does not support the audio element.

ফ্রাঙ্কফুর্টে খেলার দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি৷ সেদলের সার্গিও আগুইয়েরো এবং গন্সালো হিগুআইন'এর সহায়তায় গোলে বল জড়ান মেসি৷ এরপর তৃতীয় গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টেনীয়দের৷ খেলার ৭৩ মিনিটের মাথায় ডি মারিয়া গোলপোস্টের ৩৫ মিটার দূর থেকে শট নিয়ে প্রতিপক্ষের গোলে বল জড়ান৷

দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার মতো প্রতিপক্ষকে ঠেকানো অত্যন্ত কঠিন৷ সেটা স্বীকার করেছেন জার্মান কোচ৷ ল্যোভ বলেন, ‘‘আর্জেন্টেনীয়রা খেলায় অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল এবং দশজনের দল নিয়ে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন৷''

জার্মানির পক্ষে নান্দনিক সান্তনাসূচক গোলটি করেন হুভেডেস৷ খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে মারিও গোটস'এর বাড়িয়ে দেওয়া বল চমৎকার হেডে গোলে জড়ান তিনি৷

খেলা শেষে অবশ্য নিজের হতাশা আটকে রাখতে পারেননি বর্ষীয়ান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে কিছু করা কঠিন৷ কিন্তু ৩-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করাটা আমাদের উচিত হয়নি৷''

এআই / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ