1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রস্তুতিতে সৌদি আরবে শ্রমিক মৃত্যুর অভিযোগ

শাফাআত হিমেল (এপি, হিউম্যান রাইটস ওয়াচ)
১৫ মে ২০২৫

সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণে ভারত, বাংলাদেশ ও নেপালের অনেক শ্রমিকের মৃত্যুর অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷

সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের মৃত্যুদন্ডের বিধানের বিরুদ্ধে প্রতিবাদ
সৌদি আরবের বিরুদ্ধে শ্রমঅধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। (ফাইল ফটো) ছবি: Aditya Irawan/NurPhoto/picture alliance

তারা বলছে, অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, সুউচ্চ নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে৷

হিউম্যান রাইটস ওয়াচ ও আরেকটি মানবাধিকার বিষয়ক সংগঠন ফেয়ারস্কয়ার বুধবার পৃথক দুইটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে৷ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেয়া হলেকর্মক্ষেত্রে দুর্ঘটনায় ও কাজ সংশ্লিষ্ট অসুস্থতায় মারা যাওয়া শ্রমিকদের মৃত্যু রোধ করা সম্ভব হত৷

২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ ফুটবল আয়োজনকে ঘিরে সৌদি আরবে হাজার হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে৷ সামনের বছরগুলোতে শ্রমিক মৃত্যুর সংখ্যা বাড়তেপারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো৷

হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশি এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় তার চাকরিদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ প্রতিষ্ঠানটি নিহতের পরিবারকে জানায়, তারা কেবল তখনই ক্ষতিপূরণ পাবে, যদি মৃতদেহ সৌদি আরবে দাফন করার অনুমতি দেয়া হয়৷ ভুক্তভুগী আরেকটি পরিবার জানায়, সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেতে তাদের প্রায় ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে৷

হিউম্যান রাইটস ওয়াচ এর বৈশ্বিক পরিকল্পনার পরিচালক মিনকি ওরডেন বার্তা সংস্থা এপিকে জানান, ‘‘এটা খুবই জরুরি যে সৌদি আরবের সরকার ও ফিফা নুন্যতম শ্রমঅধিকার মেনে চলবে৷''

ফেয়ারস্কয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ১৮ মাসে সৌদি আরবে অন্তত ১৭জন নেপালি শ্রমিক মারা গেছেন৷ অধিকাংশ ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে এই মৃত্যুগুলোর সুস্পষ্ট কারণও উল্লেখ করা হয় না বলে অভিযোগ করা হয়েছে৷ ফেয়ারস্কয়ারের সহকারী পরিচালক জেমস লিঞ্চ বলেন, ‘‘কিছু ক্ষেত্রে নিহতের পরিবারকে ঋণ নিয়ে বা ধার করে তাদের বাবা অথবা স্বামীর মৃতদেহ নিজ দেশে ফেরত নিতে হয়েছে৷''

তবে এই বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি৷

আফ্রিকার অভিবাসীদের হত্যা করছে সৌদি সীমান্ত রক্ষী!

02:17

This browser does not support the video element.

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ