1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের ফুটবলের আসরে ভিসামুক্ত সুবিধা দিতে চায় রাশিয়া

১৮ আগস্ট ২০১০

২০১৮ বা ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনটা কোথায় হবে তা এখনো ঠিক হয়নি৷ বিশ্ব ফুটবলের সংস্থা ফিফা এ কাজের জন্য একটি কমিটি মনোনয়ন দিয়েছে৷ এখন সেই কমিটির সদস্যরা এই আয়োজনে আগ্রহী একটির পর একটি দেশ ঘুরে বেড়াচ্ছেন৷

ছবি: APTN

চিলির ফুটবল ফেডারেশনের সভাপতি হ্যারল্ড মেইন-নিকলস এর নেতৃত্বে ছয় সদস্যের ফিফা কমিটি এখন রয়েছে রাশিয়ায়৷ রাশিয়া সফরে এসেই তাঁরা কথা বলেছেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে৷ বাদ ছিলেন না প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনও৷ একের পর এক স্টেডিয়াম এবং ক্রীড়া ক্ষেত্র পরিদর্শন করছেন৷

আলোচনাকালে পুটিন ফিফা কমিটিকে জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং অতিথিদের জন্য প্রয়োজনে ভিসা মুক্ত পদ্ধতি চালু করার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন৷ প্রধানমন্ত্রী আরও জানালেন ফুটবলের এই সর্বোচ্চ আসর আয়োজনের ফিফা যদি রাশিয়ার উপর আস্থা রাখে, তবে তারাও সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুত৷ একই সাথে সরকারের পক্ষ থেকে ফিফার সঙ্গে সব ধরনের সহযোগিতাও করা হবে৷ রাশিয়ার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলে সেটা অংশগ্রহণকারী দেশসমূহ এবং অতিথিদের জন্য নিঃসন্দেহে বেশ আগ্রহের হবে বলেই আশ্বাস প্রধানমন্ত্রীর৷

ছবি: AP

কিন্তু যদি রাশিয়াকে ২০১৮ সালের জন্য আয়োজক নির্বাচন করা না হয় তাহলে? এর উত্তরে সেদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া যদি ২০১৮ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত নাও হয়, তবুও বিশ্বকাপের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংস্কার এবং নির্মাণ কাজ অব্যাহত রাখবে৷

বলে রাখা ভালো, ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক সোচি'তে আয়োজনের জন্য স্বত্ব লাভ করেছে রাশিয়া৷

ফিফা প্রতিনিধি দলের প্রধান হ্যারল্ড মেইন-নিকলস বলেন, ''বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে দেশের বিভিন্ন নির্মাণ কাজের পরিকল্পনাকে সরকারের পক্ষ থেকে সমর্থন করাটা অত্যন্ত জরুরি৷ এছাড়া ভিসা মুক্ত পদ্ধতি চালু করার যে সম্ভাবনা তারা জানিয়েছেন সেটাও এ ধরনের ক্রীড়া আসরের জন্য গুরুত্বপূর্ণ৷''

২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনে আগ্রহী ৯টি দেশের মধ্যে ফিফা কমিটি পঞ্চম দেশ হিসেবে রাশিয়া সফর করছে৷ এর আগে তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং কাতারের আগ্রহের বিষয়টি পরীক্ষা করে দেখেছে৷ এছাড়া ফিফা দলটির ইংল্যান্ড, স্পেন এবং পর্তুগালও যাবেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ