ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা-অর্জনকারী ম্যাচে হেরে গেল ইটালি। ফলে ২০২২-এর বিশ্বকাপে মূলপর্বে তারা নেই।
বিজ্ঞাপন
তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন, তা সত্ত্বেও ২০২২ সালের বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে না ইটালিকে। ঘরের মাঠে নর্থ ম্যাসিডোনিয়ার কাছে এক গোলে হেরে গেল তারা। এই নিয়ে পরপর দ্বিতীয়বার বিশ্বকাপের মূল পর্বে ইটালি খেলবে না।
আট মাস আগেই ইউরোপীয় চ্যাম্পিয়ান হয়েছিল ইটালি। তখন বলা হচ্ছিল, তাদের এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে। কিন্তু ইটালির স্বপ্নভঙ্গ হলো। আর সেটা হলো, নর্থ ম্যাসিডোনিয়ার হাতে, যারা ইটালিকে হারিয়ে দেবে, এমন ধারণা বিশেষজ্ঞরাও করেননি।
ফুটবল বিশ্বকাপের স্বপ্ন দেখছে ভিয়েতনাম
১৯৩৮ সালের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশ বিশ্বকাপ ফুটবল খেলতে পারেনি৷ তবে আগামী বছরের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে ভিয়েতনাম৷
ছবি: picture-alliance/dpa/Actionplus
একমাত্র বিশ্বকাপ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, যেটি ১৯৩৮ সালে ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল, তারা বিশ্বকাপ ফুটবল খেলেছিল৷ এরপর দক্ষিণ-পূর্ব এশিয়ার আর কোনো দেশ সেই সুযোগ পায়নি৷ যদিও ঐ অঞ্চলে প্রায় ৬৫ কোটি মানুষ বাস করেন৷ এমনকি এই অঞ্চলের কোনো ফুটবলার ইউরোপের কোনো শীর্ষ লিগেও খেলার সুযোগ পাননি৷ ছবিতে ১৯৩৮ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর দৃশ্য দেখা যাচ্ছে৷
ছবি: AP
কারণ
ভিয়েতনামের এক পেশাদার ক্লাবের সাবেক প্রধান নির্বাহী জুং লে ডয়চে ভেলেকে বলেন, ঐতিহাসিকভাবে এই অঞ্চলের দেশগুলোতে যুব পর্যায় থেকে ফুটবলার তৈরির ভালো ব্যবস্থা নেই৷ তবে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে কাজ করা ইংলিশ কোচ স্টিভ ডার্বি ফুটবলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যর্থতার জন্য ফুটবল সংস্থার কর্তাব্যক্তিরা দায়ী মনে করেন৷ ‘‘ফুটবল প্রশাসনের দুর্বল পরিকল্পনা ও প্রস্তুতি এর জন্য দায়ী,’’ বলেন তিনি৷
ছবি: Getty Images for SEA Games/G. Tyson
ব্যর্থতা দূর করবে ভিয়েতনাম?
২০২২ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রথমবারের মতো খেলছে ভিয়েতনাম৷ সাম্প্রতিক সময়ে যুব ফুটবলারদের উন্নয়নে নজর দেয়ায় ভিয়েতনাম এই পর্যায়ে যেতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ দেশটির ‘পিভিএফ যুব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র’ ২০২০ সালে এশিয়ার সেরা তিন ফুটবল অ্যাকাডেমির মধ্যে একটির স্বীকৃতি পেয়েছিল৷
ছবি: imago images/U. Pedersen
কোন পর্যায়ে আছে ভিয়েতনাম?
এশিয়ার বাছাই পর্বের চূড়ান্ত পর্যায়ে গ্রুপ বি-তে আছে ভিয়েতনাম৷ অন্য দলগুলো হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন এবং ওমান৷ গ্রুপের সেরা দুই দল সরাসরি বিশ্বকাপ খেলবে৷ আর তৃতীয় দল অন্য গ্রুপের তৃতীয় দলের সঙ্গে প্লে-অফ খেলবে৷ সেটিতে জয় পেলে অন্য আরেক মহাদেশের দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে৷ বৃহস্পতিবার প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে খেলতে নামবে ভিয়েতনাম৷
ছবি: Getty Images for SEA Games/G. Tyson
সুযোগ কতটুকু?
ইংলিশ কোচ স্টিভ ডার্বি মনে করছেন ২০২২ বিশ্বাপে খেলতে পারবে না ভিয়েতনাম৷ তবে ২০২৬ বিশ্বকাপে তাদের সুযোগ আছে৷ ঐ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে ৪৮ হবে৷ এশিয়া থেকে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলের সংখ্যা আট হতে পারে৷ তখন দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দল আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারে এবং সেই দলটা হতে পারে ভিয়েতনাম৷
ছবি: picture-alliance/dpa/Actionplus
5 ছবি1 | 5
ইটালির ফুটবল দলের কোচ মানচিনি বলেছেন, ''জুলাই মাসে আমরা ফর্মের শিখরে ছিলাম। তারপর থেকে খেলা খারাপ হয়েছে।'' হারের পর মানচিনি আর পদে থাকবেন কিনা তা জানাননি। তবে ইটালির ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন, মানচিনিই আপাতত থাকবেন।
হারের পর মানচিনি ও ইটালির ফুটবলারদের দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়। আসলে ২০২৬ সালের আগে ইটালির কাছে বিশ্বকাপের মূল পর্বে খেলার কোনো সুযোগ নেই। সেটাই দর্শকদের ক্ষোভের কারণ। আর হতাশ মানচিনি বলেছেন, ''আমি কোচ। যখন ফুটবলাররা ভালো খেলতে পারে না, তখন সব দায় আমারই।''
ব্রাজিল চিলিকে চার গোলে হারিয়েছে। জাতীয় দলের জার্সিতে আবার ভালো খেললেন নেইমৈর। তিনিই ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন।
ইকুয়েডর, উরুগুয়ে মূল পর্বে
কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ইকুয়েডর ও উরুগুয়ে। ইকুয়েডর অবশ্য প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরে যায। তবে তাতে তাদের মূলপর্বে ওঠা আটকায়নি। উরুগুয়ে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে।